নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠির উত্তর

২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫২

ব্যক্তিগত ব্যস্ততায় মাঝে বেশ ক'দিন ব্লগে আসা হয় নি। বেশ কাজের চাপ যাচ্ছে সেই সাথে কিছু পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছি। আমি মাঝে মাঝেই কিছুদিনের জন্য এভাবে হারিয়ে যাই। বিষয়টি আসলে ইচ্ছেকৃত নয়, বলা যায় এটাই জীবন।

যাইহোক, ব্লগারদের মাঝে কেউ একজন আমার অনুপস্থিতি লক্ষ্য করেছেন। তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাকে ইমেল করে আমার কুশলাদি জিজ্ঞেস করেছেন। আমি তার ইমেইলের উত্তর দিলেও কোন একটা কারনে জিমেইল আমার উত্তরটা ডেলিভার না করে আমাকেই রিটার্ন পাঠিয়েছে কোন প্রযুক্তিগত সমস্যার কারনে। আর সে কারনেই এই পোস্ট।

যিনি কষ্ট করে ইমেইল পাঠিয়েছেন তার নাম উল্লেখ না করেই বলছি, "ভাই সাহেব, আমি ভালো আছি"। আপনি সময় নিয়ে যোগাযোগের চেষ্টা করেছেন, সে জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানবেন। আসলে ব্লগের হাতেগোনা দু'তিন জন ছাড়া তেমন কোন কারো সাথে আমার সরাসরি যোগাযোগ নেই তাই কেউ স্বপ্রণোদিত হয়ে আমাকে ইমেইল করবেন তা আমার ভাবনার বাইরে ছিলো। আপনার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাই সেই সাথে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে হঠাৎ করে কেউ ব্লগে অনিয়মিত হয়ে গেলে অন্য ব্লগাররা তাকে মিস করে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত আপনার কথাটা কম-বেশী সঠিক। ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: আমিও মাঝে মাঝে আপনাকে খুঁজে ফিরি।
আনি আসলে অনেককেই খুঁজে ফিরি। তাদেরকে ফিরে আসার আহ্বান জানাই।

ভাল আছেন আশা করি।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বিজন দা, জেনে ভালো লাগলো। আমি ভালো আছি আর আশা করছি আপনি ও ব্লগের অন্যান্য সকলেই ভালো আছেন। অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
ভালো থাকুন সবাই

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আলহামদুলিল্লাহ। জ্বী, সকলের ভালো ও সুস্থ থাকাই প্রত্যাশা করি। ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ওকে।

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ওকে। B-)

৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: এ ব্যাপারগুলো আসলেই আনন্দ দেয়। ব্লগের বাইরে আমার শুধু পদাতিক ভাইয়ের সাথে যোগাযোগ হয়।

গর্জ করে আপনি মেইলে না পেয়ে ব্লগে আবার উত্তর জানিয়ে দিলেন দেখে ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়টি মানবিক তাই এই প্রয়াসটুকু করতেই হলো। অনেক ধন্যবাদ।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

মনিরা সুলতানা বলেছেন: ব্লগিং মিথিস্ক্রিয়া সহ ব্লগারদের কাছের একজন করে তোলে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য বলেছেন। ধন্যবাদ।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছেন জেনে খুশি হলাম।
ব্লগে আমরা প্রায় কারোর সাথে ততো চেনা জানা নেই তবুও কেনো জানি যাদের ব্লগ উঠুনে গিয়েছি তাদের বেশি দিন না দেখলে মিস করি। সবার জন্য দোয়া রাখি সবাই যেনো ভালো থাকেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: চেনা কিংবা অচেনা, সবার সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ জানবেন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

মিরোরডডল বলেছেন:




সেই ভাইটা কে, এটাতো ভালো কথা।
ইমেইল করে খবর নেয়, নাম জানলে সমস্যা নেই।
ইটস ওকে, না বলতে চাইলে বলবে না।

ইফতি এখন ঢাকায়? কেমন যাচ্ছে?
এবার কিছু ভিডিও হবে নাহ?

৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত উনার নাম সৈকত। এর বেশী কিছু আমি জানতে পারিনি। তবে তিনি এই লিখাটি পড়েছেন বলে মনে হয়েছে।

হুম, ঢাকাতেই আছি। কেমন যাচ্ছে ঠিক বুঝে ঊঠতে পারছি না। সকাল গড়িয়ে দুপুর, সন্ধ্যা রাত্রি হচ্ছে। খাচ্ছি, ঘুমোচ্ছি আর কাজ করছি। তেমন কোথাও এখনো বেড়াতে যাওয়া হয়ে ওঠেনি, ভিডিও করাও হয় নি। এসে শুধু একবার গ্রামের বাড়ি গিয়েছিলাম বাবার কবরটা জিয়ারত করার জন্য এতুটুকই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.