নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি !
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।
অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছি ফুল
হৃদয়-সুরভিত
সে-ফুল খুঁজে পায়নি তোমার
চিত্তরসের ছোঁয়া,
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা।
আজকে যখন তাদের স্মৃতি
অসম্মানের বিষে
তিক্ত প্রাণে শ্বাপদ নখের জ্বালা,
কাজ কি চোখের প্রসন্নতায়
লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি !
আমার কাঁধেই নিলাম তুলে
আমার যত বোঝা;
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।
একাগ্রতার স্বপ্ন বিনিময়ে
মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন পোড়া মাটি
বারেবারেই তোমার খরা
আমার ক্ষেতে বসিয়ে গেছে ঘটি।
আমার প্রীতি তোমার প্রতারণা
যোগ-বিয়োগে মিলিয়ে নিলে
তোমার লোভের জটিল অঙ্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো
হতাশ্বাসের ধুলো।
আজকে যখন খুঁড়তে গিয়ে
নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখি
সর্বনাশা বজ্র দিয়ে গড়া,
কাজ কি দ্বিধায় বিষণ্নতায়
বন্দী রেখে ঘৃণার অগ্নিগিরি !
আমার বুকেই ফিরিয়ে নেব
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।
লেখক: সিকান্দার আবু জাফর
আবৃত্তিকার: গোলাম মুস্তাফা
(২০২৪ এর ছাত্র আন্দোলনের সকল শহীদ স্মরণে)
২| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটা আন্দোলনকারীরা ভয়াবহ সন্ত্রাসী ।
তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তারা যেভাবে দেশের ক্ষতি করছে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না সহজে।
তারা বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভাড়াটিয়া হিসেবে কাজ করছে।
এবং প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে এতে কোন সন্দেহ নেই ।
কম বয়সে টাকা পেলে যা হয়।
দেশের সম্পদ ধ্বংস করতে তাদের বিবেকে একটু বাঁধছে না।
আফসোস।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
ইফতেখার ভূইয়া বলেছেন: অগণতান্ত্রিক ভোটচোরকে সমর্থন কারী সকল লোকজনদের বিচারের আওতায় আনতে হবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ।