নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

বোয়িং থেকে ২৫টি বিমান ক্রয় কতটা যুক্তিসঙ্গত?

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:০২


বুঝতে পারি যে যুক্তরাষ্ট্রের চলমান পাল্টা শুল্ক আরোপ নিয়ে বেশ বেকায়দায় আছে বর্তমান সরকার। এমন একটা সময়ে যে কোন সরকারই বেশ অপ্রস্তুত অবস্থায় পড়ার কথা। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উদ্দেশ্যে পাল্টা শুল্ক নিয়ে যে দর কষাকষি হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ২৫ টি বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত হয়েছি কিছুক্ষণ আগেই, তবে তাতে আমি মোটেও উচ্ছ্বসিত নই। আমার মনে হয় না এতে উচ্ছ্বসিত হওয়ার মতো কোন কারণ আছে।

বর্তমান অবস্থার প্রেক্ষিতে এতগুলো বিমান কেনা কতটুকু যুক্তিযুক্ত তা আমার কাছে পুরোপুরি পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার যে বিগত ২০২৩ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরকালে ১০টি এয়ারবাস এ৩৫০ কেনার যে সিদ্ধান্ত নিয়েছিলো হাসিনা প্রশাসন, সেটা খুব সম্ভবত আর এগুচ্ছে না। ঐ দশটি বিমান ক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানানোর একটা মূল উদ্দেশ্য ছিলো বিমানের বহরকে ডাইভারসিফাই করা। বাংলাদেশের বিমান সংস্থা আগে থেকেই মূলত বোয়িং বিমান ব্যবহার করছে। সুতরাং নতুন করে বোয়িং ক্রয় করা হলে হয়তো ট্রেনিং-এর খরচ তুলনামূলকভাবে কম পড়বে। তদুপরি বোয়িং এর উপর বাংলাদেশের নির্ভরশীলতা আরো অনেক বেড়ে যাবে। নেগোসিয়েশনের ক্ষমতা অনেকটাই কমে যাবে। এটাকে ঠিক ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। বিশ্বের সব বড় বড় এয়ারলাইন্স-ই তাদের বহরকে ডাইভারসিফাইড করার প্রয়াস করেন মূলত এসব কারনেই।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বব্যাপাী বোয়িং এর আর্ন্তজাতিক বাজার যেখানে ক্রমশ সংকুচিত হয়ে আসছে সেখানে এয়ারবাস দিন দিনই বোয়িংকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় বিগত ২০২৪ সালেও বোয়িং এর সর্বমোট বিমানের ক্রয়াদেশ ছিলো ৩১৭ টি সেখানে এয়ারবাসের ছিলো ৮২৬ টি (সূত্র)। পূর্ববর্তী বেশ ক'বছর ধরেই এয়ারবাস বোয়িং কোম্পানীকে টেক্কা দিয়ে যাচ্ছে। এর অগণিত কারন আছে যা হয়তো এই স্বল্প পরিসরে ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে উন্নত প্রযুক্তির প্রোডাক্ট, প্রোডাক্টের সার্ভিস ট্র্যাক রেকর্ড, ফুয়েল কনজামশন, পরিবেশবান্ধব ও নিরাপত্তাসহ সবকিছুই এয়ারবাসের ফেভারে। যেখানে বিশ্বের বড় বড় বিমান সংস্থা ধীরে ধীরে এয়ারবাসের দিকে ঝুঁকছে, সেখানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে পড়ে অনেকে দেশই বোয়িং থেকে কিনতে বাধ্য হচ্ছেন। তার কারন মূলত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের চাপ। ইতোমধ্যে ভারত ও ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং বিমানের অর্ডার দিয়েছে। বাংলাদেশও এই ২৫টি বিমানের অর্ডার দিয়েছে অনেকটা বাধ্য হয়েই। তবে সেটা দেশের জন্য কতটা লাভজনক হবে তার সঠিক কোন হিসেব জনগণ পায় নি। কোন মডেলের বিমান কতগুলো করে কেনা হচ্ছে সেটাও জানা জরুরী।

বিমানকে লাভজনক করতে না পারলে, এগুলো কেবলই অর্থঅপচয় বলে গণ্য হবে। ভারতও তার জাতীয় পতাকাবাহী সংস্থাকে লাভজনক করতে পারেনি বিধায় টাটা কোম্পানী সেটাকে কিনে নিয়েছে (সূত্র)। আপাত দৃষ্টিতে বিমান বাংলাদেশ সে পথে না হাটলেও বিলিয়ন ডলার খরচ করে বিমান ক্রয় করে কতটুকু মুনাফা অর্জন করা সম্ভব সেটাই দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত বিমান পর্যাপ্ত লাভের মুখ দেখাতে না পারলে বিমানকে কেনার মত কোন বাংলাদেশী কোম্পানী আছে কিনা, সেটা আমার জানা নেই। একটি রাষ্ট্রিয় প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থে লাভজনক না করে বছরের পর বছর জনগণের টাকা গচ্চা দিয়ে বিমানের মত ব্যয়বহুল কোম্পানীকে কতদিন টিকিয়ে রাখা সম্ভব হবে তা বোঝা জরুরী।

বিগত কয়েক বছরের বাংলাদেশ বিমানের লাভ-লোকসানের খতিয়ান:
২০১৮-১৯ = ২.০৯ বিলিয়ন (সূত্র)
২০১৯-২০ = ০.৮১ বিলিয়ন (সূত্র)
২০২০-২১ = ১.৫০ বিলিয়ন (সূত্র)
২০২১-২২ = ৪.৩৫ বিলিয়ন (সূত্র)
২০২২-২৩ = ০.২২ বিলিয়ন (সূত্র)
২০২৩-২৪ = ২.৮২ বিলিয়ন (সূত্র)
তথ্যসূত্র: বিমান বাংলাদেশ বার্ষিক প্রতিবেদন

উপরের খতিয়ান দেখে খুব বেশী আনন্দিত হওয়ার কিছু নেই কারন পুরো সংখ্যাগুলোই টাকায় উল্লেখ করা হয়েছে। ডলারের হিসেবে পুরো সংখ্যাটিই বেশ নগণ্য বিশেষ করে ডলারের বিপরীতে টাকার মানকে যদি সঠিকভাবে ধরে হিসেব করা যায়। বাংলাদেশের অর্থ-ব্যবস্থায় ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার জন্য অনেক প্রচেষ্টা চলে সেটাও আমাদের জানা থাকার কথা। যাইহোক, আমি নিশ্চিত সরকারে যারা আছেন এবং যারা এ সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারা আমার চেয়ে বিষয়গুলো নিয়ে অনেক বেশী জ্ঞান রাখেন এবং জানেন। তাদের উদ্দেশ্য দেশের জন্য ইতিবাচক হবে এমনটাই প্রত্যাশা করি। তারপরেও বলবো, চাপে পড়ে নেয়া সিদ্ধান্ত রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থকে কতটুকু বড় করে দেখবে তা সময়ই বলে দেবে। তবে আমার ধারনা এই মুহূর্তে বিমানের চেয়ে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সামরিক যুদ্ধ বিমান একটু বেশীই জরুরী। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আমাদের বেশ ভালোই সমর্থন ও সহযোগিতা করতে পারবে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের্‌ হাতে ডিল করার মতো কিছু নেই।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: গম ও তুলা আমদানি বৃদ্ধি করা ও সেই সাথে ২৫টি বিমান ক্রয়াদেশকে আমি বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশের জন্য খুব সহজ কিছু বলে মনে করি না। তবে আমি চাইছিলাম বাংলাদেশ কিছু সামরিক কেনা-কাটা করুক, আমার ধারনা আমেরিকাও তেমনটাই চায়। দেখা যাক।

২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এয়ারবাসের চেয়ে বোয়িং চড়ে মজা।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার মনে হয় সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কোন বিমানের কোন প্যাসেঞ্জার ক্লাসে যাচ্ছেন তার উপর। যেমন আমার কাছে এয়ারবাস এ৩০০ এর চেয়ে বোয়িং ৭৭৭-এ বেশী ভালো লেগেছে। আবার বোয়িং ৭৭৭ এর তুলনায় এয়ারবাস এ৩৮০্ তে বেশী ভালো লেগেছে। বিশেষ করে তুলনামূলক স্পেসের কারনে। পুরো বিষয়টিই বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল বলে আমার মনে হয়। ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কিন্তু, একটা ভালো বিজনেস প্ল্যান ছাড়া এভাবে কেনাটা কি উচিৎ হচ্ছে?

বিশেষ করে, আগামী কয়েক বছর বাংলাদেশ বেশ টানা-পোড়েনে যাবে।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা এখানে বিজনেস প্ল্যানের চেয়ে আমেরিকাকে খুশি করাটা তথা বাণিজ্য ঘাটতির বিষয়টিই বেশী প্রাধান্য পাচ্ছে।

৪| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ২:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: বোয়িং কিনার কি প্রয়োজন তা আবার এতগুলো?
আমেরিকা থেকে কি সামরিক সরঞ্জাম কিনার কোন‌ আলোচনা হয় নাই?
যেমন কিছু এফ ১৬ এ্যাপাচি, চিনুক?
যদি শুনেছি আমেরিকা অস্ত্র কিনতে হলে শর্ত জুড়ে দেয়,
আবার ভারতের আপত্তি সত্ত্বেও বেঁচে কিনা কে জানে?

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এতগুলো বোয়িং বিমান ক্রয় করার কোন যৌক্তিক কারণ আমি দেখছি না। আমেরিকা থেকে চাইলে বাংলাদেশ সরঞ্জাম আরো আগেই ক্রয় করতে পারতো আর এখনো পারে। পাকিস্তানের মতো দুর্বল অর্থনীতির দেশও আমেরিকা থেকে এফ-১৬ ক্রয় করেছে সুতরাং বাংলাদেশের জন্য অন্তত ২ স্কোয়াড্রন এফ-১৬ কেনা কোন সমস্যা ছিলো না আর আজও নেই। বাংলাদেশ আমেরিকার বন্ধু রাষ্ট্র আর অতীতেও তারা অস্ত্র বিক্রির জন্য এদশে এসে আলোচনা করে গেছে। মোটাদাগে কিছু সরঞ্জাম যেমন এফ-১৬ ও এ্যাপাচি এ্যাটাক হেলিকপ্টার আমেরিকা থেকে ক্রয় করা যেত। আমেরিকা সব দেশকেই পণ্য বিক্রির আগে কিছু শর্ত জুড়ে দেয় এটা নতুন কিছু নয়। অন্যান্য দেশ সেটা করতে পারলে বাংলাদেশও পারা উচিত। মূলত বিগত প্রশাসনই ভারতের কথায় তা কেনে নি। ভারত সরাসরি আমেরিকাকে কোন আপত্তি জানানোর মতো ক্ষমতা রাখে না কারণ বাংলাদেশ আফগানিস্তান কিংবা ইরান নয়। ধন্যবাদ।

৫| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: জানলাম।
এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সবার সব বিষয়ে আগ্রহ থাকবে না এটাই স্বাভাবিক। ধন্যবাদ।

৬| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এছাড়া বাংলাদেশের উপায় কী?

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: কয়েকটি বিমান বোয়িং থেকে আপাতত ক্রয়ের আদেশ দেয়া। ট্রাম্প প্রশাসন চলে যাওয়ার পর বাকিগুলো এয়ারবাস থেকে অর্ডার করা যুক্তিযুক্ত হতো বলে আমার ধারনা। ধন্যবাদ।

৭| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: না‌!! আমেরিকান অস্ত্রের বাজারে চাইলে সহজেই ঠুকা যায় না; তারা অনেক শর্ত জুড়ে দেয়। যেমন আমেরিকান‌ অস্ত্র তাঁদের সার্থ রক্ষা করে না,‌এমন জায়গায় ব্যবহার করা যাবে না। আবার তাঁদের অস্ত্র দিয়ে কোন দেশকে আগে ভাগে আক্রমণ করা যায় না, শুধু প্রতিরক্ষা আর নিজ ভুখন্ড আক্রান্ত হলে ব্যবহার অনুমতি মিলে। পাকিস্তান কিন্তু এবার এফ -১৬ দিয়ে এবার ভারতের রাফায়েল শুট করে নাই।

আর পাকিস্তান ৮০ দশকে আমেরিকান বিমানগুলা কিনে। তখন তাঁদের অর্থনীতি বাংলাদেশ থেকে ও বেশ ভাল ছিল। তা ও এইগুলোর দাম একবারে সব ডলারে পরিশোধ করতে হয় নাই; অনেক ফাঁক ফোকর ছিল। নন ন্যাটো দেশের বাইরে পাকিস্তান আর্মি আর আমেরিকা এক সাথে কাজ করতো কোল্ড ওয়্যার থেকে।‌ আর ৯/১১ পর সন্ত্রাসবাদ মোকাবেলার নামে পাকিস্তান ও ফ্রি এইড নিছে আমেরিকা থেকে।

ভৌগলিকভাবে বাংলাদেশের গুরুত্ব আর পাকিস্তানের গুরুত্ব আমেরিকার কাছে এক না। আবার ভারত বিশ্বের অন্যতম প্রধান আর্মস ইমপোর্টার; আমেরিকা চাইতেছে এফ ৩৫ ভারতকে গজায় দিতে। ভারত যদি এই ডিল ফাইনাল করে; তবে আমেরিকা তাঁদের নারাজ কইরা মনে হয় না বাংলাদেশে‌ অস্ত্র দিবে।

সর্বোপরি আমেরিকা অস্ত্র হাই টেক,‌ সংবেদনশীল প্রযুক্তি; এই জন্য তারা সহজে এগুলি দিতে চায় না। আমেরিকান ফান্ডিং করা টেরর গ্রপের কাছে দেখবেন রাশিয়ান অস্ত্র ব্লাক মার্কেট থেকে কিনে দেয়।

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: কয়েক দশক আগেও বাংলাদেশের পক্ষে আমেরিকার অস্ত্র কেনা অসম্ভব ছিলো এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। অতীতেও তারা বাংলাদেশের জন্য এফ-১৬ ক্রয়ের অনুরোধ রক্ষা করে নি। তবে বিগত এক দশকে বা তার বেশী সময় ধরে আমেরিকা বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য দেন দরবার করে যাচ্ছে। অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে যেসকল শর্তের কথা বলেছেন সে সম্পর্কে আমি সম্যক অবগত। পাকিস্তান আর ভারতের মধ্যকার রাজনৈতিক টানপোড়নের বিষয়গুলো আমেরিকা ভালোভাবেই জানে। আর তাদের এফ-১৬ ক্রয়ের সময় ও এইড সম্পর্কেও আমি অবগত। তদুপরি মনে রাখা জরুরী পাকিস্তান আর বাংলাদেশ এক নয়।

আমেরিকার কাছে কোন দেশের গুরুত্ব কেবল তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল নয় আরো কিছু বিষয়ও রয়েছে যেগুলো তারা আমলে নেয়। আমেরিকা ভারতে এফ-৩৫ দিতে চাইছে এটা পুরোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত কেন এখনো এ ব্যাপারে সবুজ সংকেত দেয় নি সেটা। এ ব্যাপারে আমি ভারতের বিমান বাহিনীর বেশ কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা তথা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তার কিছু ইন-ডাইরেক্ট মন্তব্য বা অভিমত জানতে পেরেছি, তাতে মনে হয় নি তারা এফ-৩৫ নিয়ে খুব বেশী উচ্ছ্বসিত। তবে সাম্প্রতিক বাণিজ্য শুল্ক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে দেন-দরবারের পর তাদের মনোভাব পরিবর্তন হবে কি না তা আমার জানা নেই। আমার ব্যক্তিগত ধারনা ভারত এফ-৩৫ ক্রয় করবে না। এর ব্যতিক্রম হলেও আমি অবাক হব না। ধন্যবাদ।

৮| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। এর পেছনে এক লাখ কোটি টাকার মতো নাকি খরচ হবে। আমার কেন জানি মনে হলো ব্যাপারটা গরিবের ঘোড়ারোগের মতো।

০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ধারনা অনেকটাই সঠিক বলে আমার মনে হয়। তবে এখানে বিমান ক্রয়ের বিষয়টিকে শুধুমাত্র ঘোড়ারোগ বলে সম্বোধন করাটাও পুরোপুরি সঠিক নয়। বলতে পারেন বাংলাদেশ অনেকটাই বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। অন্তত আমি তেমনটাই মনে করি। তবে আমি খুশি হতাম যদি শুধু বাণিজ্যিক বিমান ক্রয় না করে সামরিক দিকে আরেকটু বেশী দৃষ্টি দেয়া হতো, এই যা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বোয়িং কিনে যুক্তরাষ্ট্রকে খুশি করলে তারা পোশাক খাতে ট্যারিফ ছাড় দেবে সরকারের দাবি। এটা নাকি কূটনৈতিক পদক্ষেপ। কিন্তু এই বিমানগুলো চালাবে কে? বিমান বাংলাদেশ নিজেই লোকসানে। ফ্লাইট বাতিল, রুট ম্যানেজমেন্ট ফেল, মেইনটেনেন্স দুর্নীতি- এসবের মধ্যে ২৫টা নতুন উড়োজাহাজ কিনে কী লাভ হবে কে জানে? খোদ বিমান বাংলাদেশই নাকি এ বিষয়ে বিস্তারিত জানে না পত্রিকায় পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.