নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

প্রলেতারিয়েত

বিপ্লব বাল ছিড়ার তীব্র বেদনা

প্রলেতারিয়েত › বিস্তারিত পোস্টঃ

যেসব ভাইয়েরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতেছেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২



তো তেলগ্যাস বিদেশী কোম্পানীর হাতে ইজারা দেওনের প্রশ্নে আপনাদের অবস্থানটা কী? এই প্রশ্ন তোলার কারনে কউ আশা করি জিগাইবেন না যে ইস্যু একটাই, ফাঁসি চাই-সো অন্য ইস্যুতে কেন তেনা পেচাইতেছি?



কারন রাজাকারের ফাঁসির পাশাপাশি যখন গত আমলের তেল-গ্যাস এর ইজারাদার মাহমুদুর রহমানরে এরেস্ট করানোর লাইগা আপনেরা ম খা স্যারের দিকে পাছা চিতায়া আউগায় যাওনের ডিসিশান নিতে পারেন, সো আপনারা তেল গ্যাস প্রশ্নে আপনাদের অবস্থান এইবার কিলিয়ার করেন। ম খা স্যার ৭১ সালে কি করছিল সেইটা অবশ্য এখানে আলোচ্য না। কাজেই দ্বিতীয় মুক্তিযোদ্ধারা কেন মখা স্যারের কাছে গেল, যাওয়া জায়েজ হইছে কিনা সেটা সিলেবাসের বাইরে, এব্যাপারে মন্তব্য করতে আমি শরমিন্দা বোধ করতেছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধের একটা প্রকৃত ইতিহাস লেখা হবে, আর লেখা হবে আরেকটা বিকৃত ইতিহাস সেখানে এইব্যাপারে কিছু লেখা হইতে পারে। তখন হাইকোর্ট রায় দিয়া জানাইব কোনটা প্রকৃত ইতিহাস।





সে যাক, তেলগ্যাস প্রশ্নে আপনাদের অবস্থান ক্লিয়ার করার আগে আপনাদের নেতাজী রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি বিশিষ্ট ব্লগার ও ব্লগ সংগঠক ডা ইমরান এইচ সরকার ভাইরে একটু সালাম দিয়া আসি। ইমরান ভাই এর ব্লগ কই? এই প্রশ্নের উত্তর খুঁজতে ৩ বছর ৮ মাস ব্লগিং করা প্রলেতারিয়েত গুগল ছাড়া আর কারো কাছে হেল্প নিয়া সফল হইতে পারল না। ইমরান ভাইরে ব্লগিং করতে নাহি কেউ দেহেনাই। কতবড় নাউজুবিল্লাহ কথা। গুগলের প্রথম উত্তর হইল এইটা

http://blog.bdnews24.com/author/drimran



এত্ত বেশি পোস্ট উনি করছেন। ছোভানাল্লাহ। খুলি দেখি আসেন। মনে শান্তি পাইলাম না। আরো খুঁজলাম। এরপর পালাম এইটা

projonmoblog.com/author/imran

এইটায় উনার পোস্ট আগের চাইতেও বেশি।



তো এরকম বেশি পোস্ট ওয়ালা লোকই তো ব্লগার নেতা হবেন। আমি অচেনা কোন আবাল-বোকচো* ব্লগার কি যা-তা ভাবতেছিলাম।



তাও উনার ফেসবুকে একবার ঢুকলাম। দেহি উনি কাম করেন Youth for Peace and Democracy, Bangladesh |YPD তে। মারহাবা, মায়েরে বাপ, এইটা তো আমেরিকান এম্বেসির ডাইরেক্ট ফান্ডিং এ চলে। এমেরিকা বাংলাদেশে বিপ্লব করতেছে, জোস তো। এই প্রতিষ্ঠান যে এমেরিকার টাকায় চলে সেইটা আমি কেমনে জানলাম এইটা যদি কেউ জিগানর থাকেন তাইলে তারে আমি খাড়ায় কমু বানায়া কইলাম, এলা মুরি খান; আর অন্যরা আমার কথায় ঈমান আনেন।



তাইলে প্রথম প্রশ্নে ফেরত যাই তেলগ্যাস জাতীয় সম্পদ প্রশ্নে শাহবাগের অবস্থান কী খাঁড়াইল?



এতদূর পড়ার পর যারা ভাবতেছেন একি গুপ্ত কেশ পড়লেন? তারা স্লোগান দেন প তে পাদ, প তে প্রলেতারিয়েত তুই রাজাকার তুই রাজাকার। যান শাহবাগ যান, মুক্তিযুদ্ধ করেন, সিটিকর্পোরেশনের হাগাখানায় হাগেন। বিরিয়ানী খান, বিপ্লব করেন। হ্যাপি বিপ্লব।



[বিপ্লব সম্পর্কিত আমার প্রোফাইলের বায়োতে লেখা লাইনটা আপনার বিপ্লবানুভূতিকে আঘাত করে থাকলে আমি অপারগ]

মন্তব্য ১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

সরোজ রিক্ত বলেছেন: হা হা হা....মজাই মজা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

প্রলেতারিয়েত বলেছেন: মিয়া মজানেন?

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

কালোপরী বলেছেন: বেশ মজা

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সমস্যা কি?
ওনারা তো আমাদের সাথে একাত্ততা ঘোষনা করেছিল সুরুতেই!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

প্রলেতারিয়েত বলেছেন: ও তালি মার্কিন বার্গার বিপ্লব? kfc- কাদের এর ফাঁসি চাই?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রাজীব বলেছেন: Click This Link

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

দুরন্ত-পথিক বলেছেন: ভাই এই খবর আগেই পাইছি।তবুও অনেক মজার হইছে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

টয় বয় বলেছেন:
-

ইমরানের পাশে কালা পাঠাটা কি ছাত্রলীগের গুন্ডা না??? কি চমৎকার দেখা গেল !! :):)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

অপু ওপি বলেছেন: good post

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

মিশনারী বলেছেন: ইমরান মিয়া ব্লগার, শেষ দিন উনার পাশে থেকে আওয়ামী চাপাতিলীগ কেন দুই পাশে দাড়িয়ে কমান্ড দিল, সেইটা জাতি জানতে চায় । এইটা প্রজন্ম চত্তর না প্রজনন চত্তর আমার সন্দেহ হয় । বেশি কইলে ফটু খানা দিয়া দিব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.