নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্যান এবং ধারনা অবশ্যই এক না।সমগোত্রীয়।ধারনা পরিবেশ দ্বারা প্রভাবিত,ধ্যান নহে।ধারনা এক হতে পারে, ধ্যানজ্ঞানব্যাক্তিবিশেষ ভিন্ন।

নিদাঘ প্রসুন

আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -

নিদাঘ প্রসুন › বিস্তারিত পোস্টঃ

জ্যামাঞ্জলি - সং অফ ট্রাফিক জ্যাম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

কোন একদিন সকালে উঠে ঢাকাবাসী আর ট্রাফিক জ্যাম দেখতে পেল না । শাহবাগ, নীলক্ষেত ,বিজয় স্মরনী , তেজগাঁও থেকে পল্টন-মতিঝিল কোথাও ট্রাফিক জ্যাম নেই । ঢাকাবাসী এই জ্যাম না থাকার কারনে নাজেহালের শিকার হচ্ছে ।ধানমন্ডি লেকের প্রেমিক পুরুষ রহিম প্রেমিকাকে দেওয়া সময়ের দুই ঘন্টা আগে এসে পড়েছে , এখন সে একা বসে বাদাম গুনছে । এদিকে জহির সাহেব অফিসে বসে দিবাস্বপ্ন দেখছেন আর সুভাষ সাহেব প্রতিদিনের আগে বাসায় ফিরে বউ সাবিতা কে দেখে সোজা ঢাকা মেডিক্যালে ।সবথেকে খারাপ অবস্থা রাস্তার হকার আর ভিখারী দের , তারা সরকার পতন আন্দোলনে নামার কথা ভাবছে । এই সরকার তারা চায় না সরকার তাদের রুটি-রোজকার কেড়ে নিয়েছে এই হেতু নিয়ে তারা প্রেসক্লাবে মানবন্ধনের আয়োজন করেছে । মাননীয় ট্রাফিক জ্যাম মন্ত্রী ৫ সদস্যের কমিটি গঠন করে বলেছেন এই সব বিরোধী দল থুক্কু সাবেক বিরোধী দলের চক্রান্ত তাদের বিরুদ্ধে অচিরেই ব্যাবস্থা গ্রহন করা হবে আর সাদা বিড়াল বের করে আনবেনই ইনশাল্লাহ । অপরদিকে ম্যাডাম খালেদা জিয়া জেএসসি বলেছেন এই সরকার জ্যাম উঠিয়ে আবারো প্রমাণ করলো এই সরকার গনতন্ত্রে বিশ্বাস করে না , ট্রাফিক জ্যাম মানুষের মৌলিক অধিকার সরকারকে এর প্রতিদান দিতে হবে । তিনি বছরের তিন নম্বর ঈদের পর সরকার আন্দোলনে প্রস্তুত থাকতে দেশবাসীকে এক হতে বলেছেন।
নাগরিক কবিরা কবিতা লিখতে শুরু করেছেন " জ্যাম দে হাড়ামজাদা নইলে বাস গুলো চিবিয়ে খাব" ।সুশীল প্রাবন্ধিক জ্যাম নিয়ে ইয়া বড় বড় সব প্রবন্ধ লিখছেন আর ইতিহাসবিদেরা লিখছেন ' হারিয়ে যাওয়া জ্যাম ও আমাদের ঐতিহ্য '।
অন্যদিকে বিখ্যাত লেখক নাজমুস সাদাত নিলয় ওরফে নিদাঘ প্রসুন জ্যাম নিয়ে কবিতা লিখে হয়েছেন নাগরিক কবি ,তিনি তার কাব্যগন্থ ' জ্যামাঞ্জলি ' এর ইংরেজী অনুবাদ সং অফ ট্রাফিক জ্যামের জন্য পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার । ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট সহ এমিরেটাস অধ্যাপক বানিয়ে দিয়েছেন। বাংলা একাডেমী আর একুশে পদক তার টাইমলাইনে শোভা পাচ্ছে । তার বন্ধুরা তাকে নোবেল পাওয়া উপলক্ষে ট্রিট দেওয়ার জন্য গলায় পিস্তল ধরেছে । কবি এখানে নিরুপায় নোবেলের অর্ধেক টাকা ঘুষ দিয়ে নোবেল এনেছেন আর বাকী টাকা দিয়ে বন্ধুদের ট্রিট দেওয়ার চেষ্টায় আছেন , যদিও অসম্পূর্ণ ।ট্রিটের জ্বালায় নিরুপায় কবি নোবেল ফেরত দেওয়ার কথা ভাবছেন ।এমনকি কবিতায় লিখেছেন ' ছেড়ে দে দোস্ত ফেরত দিয়ে বাচি'।



উম্মম্ম ... এত সকালে ফোন দিল কোন হালায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

A+ Post!

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০

নীল বন বলেছেন: ভাল........... |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.