নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্যান এবং ধারনা অবশ্যই এক না।সমগোত্রীয়।ধারনা পরিবেশ দ্বারা প্রভাবিত,ধ্যান নহে।ধারনা এক হতে পারে, ধ্যানজ্ঞানব্যাক্তিবিশেষ ভিন্ন।

নিদাঘ প্রসুন

আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -

নিদাঘ প্রসুন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা মুক্তি পাক

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০

ভালবাসা মুক্তি পাক
নিদাঘ প্রসুন
................................................
যাক মিশে থাক অনুভূতি আশা পাক
অসুর পূজারী মহিয়ান জগত্তারিনী,
অনল নীশিথে রবি-অন্তিমে দূরে থাক ভালবাসা ।

ছলনাময়ী , হোক অনুরাগ কল্পনার আশীর্বাদ
তোমারি হাসিতে পরম সমীরে কাটুক পুলকতা ।
হাসছো তুমি ! ভুগছি আমি কল্পনার বেড়াজাল ,
কিছুকাল নিপাত ক্ষনকাল জোছনার ফুলে ;
মালা গাঁথি স্বপ্ন আঁকি সব তোমাতে জলোচ্ছ্বাস ।

থেমে যাক উচ্ছ্বাস ,অলিন্দের উষ্ণচাপ
তোমার ঠোটে উর্বশী চোখে আকাশ মুক্তি পাক ।

ওই সাঁঝে কেশবতী মেঘে আমি অসহায়
নিরাশায় অতিকায় জলপদ্ম ঘূর্ণিপাক ,
অচিনপুরের তোমাতে উর্বরা দেহেতে
সেই ভালবাসা মুক্তিপাক ।
ভেসে চলে ছন্দে অরণ্যে আমার
সেই অনুরাধা মুক্তি পাক ।


১১ চৈত্র ১৪২২
মিরপুর , ঢাকা ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
সুন্দর।

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০

নিদাঘ প্রসুন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.