![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -
চিন্তা ও কর্মের মাঝে বিচ্ছিন্নতা সমাজে এক অলীক শ্রেণীবিভেদ এনেছে । সমাজ চিন্তা আর চেতনার ফিজিক্যাল অবস্থা চায় , চিন্তাশক্তির বিকাশের অন্তরায় এখানেই শুরু । সমাজে যারা মহান অর্থাৎ কর্মে বিশ্বাসী তারা চিন্তার লোক নন । কর্মে বিশ্বাসী মানুষ অন্যকে স্বীকার করে না বরং জ্ঞান বৃক্ষের ফল তাদের সংশয়বাদী করতে পারে এই ভেবে উন্নততর সভ্যতার পদদলিত হয় ।এখানেই শুরু অসামাজিক সামাজিক নিয়মের সমাজ বিচ্ছিন্ন করার পথচলা ।
ধর্ম শেষে যুক্তির শৃঙ্খলে আবদ্ধ হতে সংশয় শুরু । সংশেয়বাদীদের মৌলিক অবচেতন হল শুন্য । শুন্যে তার বসবাস । শুন্যেই মিলন হয় প্রকৃতির সাথে ।প্রকৃতি যুক্তি ছাড়া চলে না আর যুক্তির মিলন অবশ্যই এপিঠ-ওপিঠ বিলিয়ে দিয়ে মানুষকে বেখেয়াল করে দেয় , জন্ম নেয় একজন সংশেয়বাদী ।
শুন্য হতে পারতো ইশ্বর । ইশ্বর হলেন প্রকৃতি ।শুন্যের বেড়াজালে আবদ্ধ হলেন ইশ্বর আর যুক্তির এপিঠ-ওপিঠ শুন্যতা খুঁজে ফিরে আবদ্ধ হতে চাইলো প্রকৃতিতে । প্রকৃতি জানিয়ে দিল গাছের পাতা নড়ার মত তুমিও ইশ্বর !
চিন্তার মৌলিকতা না থাকলে তা হয় মোল্লাতান্ত্রিকতা । মানুষ মাত্রই মৌলিক , তার একটা নিজস্ব ফিল্টার আছে যা স্বকীয়তার পর্বত সমান অহমিকা তৈরি করে । মানুষ মাত্রই ভণ্ড । ভন্ড সে অজ্ঞানে অথবা সচেতনে ,সে ভন্ডামী করে নিজের সাথে, নিজের স্বকীয়তার সাথে ।
©somewhere in net ltd.