![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প-শেষের লগ্ন এখন
সূর্য ডোবার পালা
তোর সামনেই ইতিহাসের লক্ষ চিতা জ্বালা,
তোর কানেতেই শতাব্দীদের বুক-ফাটা চীৎকার
তোর চোখেরই সামনে পড়ে রক্তজমা হাড়।
তোর নুপূরের শব্দে ওরা নাচের সাড়া খোঁজে
তোর চলনে - তোর বলনে - কামের ভাষাই বোঝে
তোর চাহনি, তোর বিভঙ্গ
তোর পিপাসা, তোরই রঙ্গ
সবই ওদের চুমুক দিয়ে নেশায় ডোবার ফুর্তি।
মোহিনী! তুই এবার দেখা অসুর-দলন-মূর্তি!
বাহুবলের গর্ব ধরে
সারা জগৎ খর্ব করে
জয়োল্লাসে নরদানব আকাশে ডাক ছাড়ে,
জমাটবাঁধা পেশীর ঝলক শরীরে তার বাড়ে
লৌহকঠিন বুকের ছাতি ফোলায় অহঙ্কারে।
তোর রূপেতে মত্ত হয়ে ডুবতে ওরা জানে
মাতাল হয়ে আঙুল বাড়ায় তোর শরীরের পানে
তোর দু’খানি চক্ষু চপল
তোর বাহু, তোর ওই পদতল
ওদের কাছে এই সবই তো নিছক উদরপূর্তি।
মোহিনী! তুই আজকে দেখা অসুর-দলন মূর্তি!!
মাটির ’পরে শরীর লুটায়
পদাঘাতে বুক ভেঙে যায়
পৌরুষের ওই গর্ব চাপা তোর ও নুপূর-পায়,
ভলক ভলক রক্তবমি এক এক পায়ের ঘায়
তোর দু’পায়ে পিষ্ট হয়ে কাতর ক্ষমা চায়।
তোর নাচেতেই মৃত্যু লেখা অত্যাচারীর যত
অহঙ্কারীর লোহার দেহ তোর পায়েতেই নত
অপ্সরী তুই, তোর সবলা
পায়ের চাপেই অসুর দলা
যা পারেনি দেবতা, তা দেবীর কাছে স্ফূর্তি।
মোহিনী! তুই দেখা রে তোর অসুর-দলন মূর্তি!!!
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
প্রথম ফুল বলেছেন: ধন্যবাদ!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮
প্রথম ফুল বলেছেন: ধন্যবাদ!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮
প্রথম ফুল বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন:
মোহিনীর অসুর দলন মূর্তি
কমাতে পারে তার দেহ নিয়ে
অসুরদের ফুর্তির অভিপ্রায়।
আর তার সমর্পণ মানসিকতা
তাদের উল্লাস বাড়ায়
তারা তার দেহ নিয়ে খেলে
যাচ্ছেতাই ভাবে মাদক নেশায়।
মহিনীদের ভবিষ্যৎ রচনায়
তাদেরকে হতে হবে দূর্ণিবার
আরো বেশী প্রতিবাদী
তাহলে হয়ত তারা পাবে
তাদের প্রাপ্য সম্মান এবং
তাদের কাংখিত অধিকার।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ কাব্য। ++++