![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর ঘুরে আবারো এলো স্বাধীনতা দিবস
কবিতা নয় তো গল্প
কিন্তু কি লেখা যায়?
কনকের আধুরা স্বপ্নের কথা
নাকি পিছন ফিরে তাকিয়ে দেখা সজল চোখে
বুলু ভাইয়ের দাঁড়িয়ে থাকা?
কোন কাহিনী দিয়ে গল্প শুরু করবো?
বৃষ্টির ভয়ে কারো বাসায় ফেরা
নাকি জীবনের তাগিদে কারো বৃষ্টিতে ভেজা?
কারো ভাষা ডুকরে মরে নিঃশব্দ কারাগারে
আর কেউ প্রাণ হাতে গায় মুক্তির জয় গান।
কবিতা লেখা ভুলে গেছি অথবা
অনিশ্চয়তায় ঘুমাতে পারি না
এসব কথা বেশ পুরানো এখন।
নিরুপায় বাবা মা’র নিঘুম রাত
সন্তানেরা বসে আছে প্রজন্ম চত্বরে
তাঁদের করুণ চোখের চাহনি
ঝাপসা করে দেয় কলমের কালি।
এসব গল্প আমি লিখতে পারি না।
আশঙ্কায় আঁতকে উঠি আচানক
একই মায়ের সন্তান বিভেদ শুধু বিশ্বাসে
রক্তের হোলি খেলে বসন্তের দেশে।
এসব নিয়ে কি
কবিতা নাটক আর গল্প লেখা যায়?
অস্থির মনে তোমাদেরই প্রশ্ন করি
আজ স্বাধীনতা দিবসের আনন্দে
কি লেখা যায়?
গল্প? কবিতা? নাকি নাটক?
অথবা অন্য কিছু?
২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা। গিয়াসলিটন
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sundor likhecen.++++