![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটির পরে আমিও শান্ত হবো ঠিক তোমারই মতো। এই যে আজ জাতি ধর্মে খণ্ডিত করে তোমাকে রক্তাক্ত করা হয় তুমি তার প্রতিবাদ করো না। প্রতিবাদের শক্তি হারিয়ে যাবে একদিন আমারও। তোমার চাওয়া আর না-পাওয়ার বেহিসাবি অংক আমাকে কাঁদায়। আমার চাওয়া আর না-পাওয়ার হিসাব নিয়ে কেউ কাঁদবে না সে কথা আমি ঢের জানি । ব্যস্ত এই জন সমুদ্রে হয়তো কারো মনেও থাকবে না আমি বিভেদহীন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলাম। সকলের সাথে ভাসতে চেয়েছিলাম অমোঘ ভালোবাসার বন্যায়।
১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৩২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবা। গোবর গণেশ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০০
গোবর গণেশ বলেছেন: -=-স্যালুট নজরুল-=-