![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা দিবসে সবার জন্য শুভেচ্ছা...
আজ আবার লিখতে বসে ভাবছি বাবা দিবসে কি লেখা যায়
প্রতিদিন ঘুমানোর আগে তোমার সাথে কথা হয় আমার
আমাদের অনেক কথা ছিলো মায়ের আড়ালে আবডালে
মনে আছে বাবা খুব সকালে আমরা দুজনে
রেল লাইন ধরে হাঁটছিলাম
কত কথা কত পরিকল্পনা
মা কিছুতেই রাজী নয় আমি ইংল্যান্ড আসি
তোমার কথা মেনেই মাকে
খবরটি জানিয়েছিলাম সবচেয়ে পরে
বাবা থাক সে সব কথা ভালো থেকো তুমি
আমাদের আবার দেখা হবে-
আজও আমি সেই দিনটির প্রত্যাশায়
বেঁচে থাকি প্রতিদিন।
16 June, 2013
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ মায়াবী ছায়া।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:০৮
মায়াবী ছায়া বলেছেন: বাবা দিবসের শুভেচ্ছা....ভালো থাকুক সকল বাবা ।।