![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন কোনো কবিতা লেখা হয় না
আজ ভাবছি একটা গল্প লিখবো
বাদ-বিবাদ নাটকে করিডোরে হেঁটে আসা
সেই যুবকের গল্প
একটা গল্প আমি আজ লিখবোই
শুভ্র সেই বিশাল হিমালয়ের গল্প
অমোঘ বিশ্বাসের সাথে যার আজন্ম সখ্যতা
আজ আমাকে যে একটা গল্প লিখতেই হবে
সেই প্রেমিক বংশীবাদকের
তিনশ ষাট মাত্রা সুরের গল্প
সময়ের গতির সাথে স্মৃতির বড্ড বৈরী ভাব
একজনের অস্থির চলা আর একজনের স্থির বলা
এভাবে কোনো গল্প লেখা হয় না
তাইতো বসে আছি সেখানেই সেই আদিতে।
২২শে জুলাই ২০১৩
ভোর ২টা ১৫ মিনিট
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন:
জীবনে এতোগুলো প্লাসের মুখ কবে দেখেছি করতে পারছি না আন্তরিক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা প্রিয় ময়নামতি
২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
সঞ্জয় নিপু বলেছেন: বড়ই সুনদর
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা প্রিয় সঞ্জয় নিপু
৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা প্রিয় মুনসী১৬১২
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারো ভালো লাগা জানালাম। কবিতাটা এর আগে ফেইসবুকে পড়েছি তো!
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা সোনাবীজ।
৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮
অপর্ণা মম্ময় বলেছেন: শুরুটা গতানুগতিক হলেও শেষটা চমৎকার !!!
শুভকামনা রইলো ।
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: দেবার মতো কি আর আছে আমার
এমনই এক শুরুর শেষ পেয়ে আপ্লূত আমি।
আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা অপর্ণা মম্ময়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯
ময়নামতি বলেছেন: গল্প লেখার কবিতা ভাল লাগল । +++++++++++++