![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্ত দিনের শেষে ধীরে ধীরে অদৃশ্য হও তুমি
আলো দিয়ে করো আলো হরণ
আঁধারের সিঁড়ি বেয়ে ছুটে আসে জোনাকির দল
স্বপ্ন রথে হারিয়ে যাই ঘুম পাড়ানীর সুরে
আরেকটি প্রত্যুষের চুম্বন ছুঁয়ে যায় আমার দু’চোখ
জেগে উঠি আমি
দেখি এক ফালি সোনা ঝরা রোদ্দুর
আলতো আলো ছড়িয়ে দেয় আমার আঙ্গিনায়
ভুলিয়ে দেয় সকল শূন্যতা
আধা কাপ চায়ে চুমুক দেই পরম তৃপ্তিতে...
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা টুম্পা মনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।