![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব উৎসবেই ভয়ে থাকি
কোথাও ডোবে লঞ্চ কোথাও নৌকা
কোথাও বা গাড়ির চাকায়
অথবা পায়ে পিষ্ট হয় মানুষ
এই চিন্তায় আনন্দ ফ্যাকাসে হয়
পথ হারায় ভাষার পাখিরা
অনেক উৎসবের মাঝে তবুও ডুবে আছি।
ত্যাগে যেমন আনন্দ আছে বিসর্জনেও আছে সুখ।
উৎসবের দিনগুলো আমাদের সবার জন্য আনন্দময় হোক।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
আপনার ও পরিবারের জন্য অনেক শুভকামনা।
ঈদ মোবারক। জামাল হোসেন (সেলিম)।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ত্যাগে যেমন আনন্দ আছে বিসর্জনেও আছে সুখ। খাঁটি কথা।
লেখায় একটা আতঙ্ক ফুটে উঠেছে, যেটা আমার মধ্যেও ক্রিয়াশীল। আসলে, এই ভীতিটা প্রতিটি মানুষের মধ্যেই এখন কাজ করে। কবে যে এ থেকে বেরিয়ে আসতে পারবো, আল্লাহ্ জানেন।
শুভ কামনা।
১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ঠিক ধরেছো।
আমি আতঙ্ক শব্দটি কেটে চিন্তা লিখেছি।
হয়তো একদিন সব ঠিক হবে।
অনেক শুভকামনা সোনাবীজ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২২
পেন্সিল স্কেচ বলেছেন: হাম্বা মুবারক
১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ঈদ মুবারক পেন্সিল স্কেচ ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঈদ আপনার আর আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ খুশি আর সমৃদ্ধি।
ঈদ মোবারক !