নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

একজন মায়ের ভূমিকা

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

একটি জীবনেরই শুধু নয় একটি জাতির পরিণতি নির্ভর করে নারীদের শিক্ষার উপর। একজন নারী যদি শিক্ষিত না হয় তৈরি হয় একজন অশিক্ষিত মা এবং মায়েদের হাতেই গড়ে ওঠে হাজারো সন্তান। একটি মেয়েকে বাল্যবিবাহ দেয়ার পরে তার লেখাপড়া করার সুযোগ খুব বেশি থাকে না।

একটি মেয়েকে লেখাপড়ার সুযোগ না দেয়া বা অপরিণত বয়সে তাকে বিয়ে দেয়া এক নির্মম ইতিহাসের সূচনা।

যে মেয়েটি লেখাপড়া করার সুযোগ পেলো না সেই মেয়েটি যখন মা হলো তাঁরই দায়িত্ব পড়লো নিজের সন্তানদের যথাযথ শিক্ষা দেয়ার। বাচ্চাদের খাওয়া, খেলাধুলা, পড়াশুনা, মৌলিক জ্ঞান থেকে শুরু করে সব ক্ষেত্রে মায়ের ভূমিকাই বেশি। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষার প্রভাব পরে সন্তানদের উপর।

বাবা’রা সন্তানদের কতটুকু শেখাতে পারেন বা শেখানোর জন্য তাঁরা কটটুকু সময় পান? সারাদিন কর্ম ব্যস্ততার পরে বাসায় ফিরে শাসনের চেয়ে বাবারা বাচ্চাদের আদরই করেন বেশি। বাবা’রা ছেলেমেয়েদের শাসন করতে গেলে অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে দেখা যায়।

পরিবারে একটি সন্তান বেড়ে ওঠার অর্থ একটা জাতির ভবিষ্যৎ বেড়ে ওঠা। পারিবারিক পরিবেশে সন্তান সঠিক শিক্ষায় বেড়ে না উঠলে একটা জেনারেশন ডুবে যেতে পারে অন্ধকারের অতল গহীনে যা অনেক সময়ই প্রথমাবস্থায় বুঝতে পারা যায় না কারণ আজকে লাগানো গাছে ফল ধরতে সময় লাগে। সঠিক শিক্ষার অভাবে এমনি করেই একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি ধীরে ধীরে অবনতির দিকে এগিয়ে যেতে থাকে। একাডেমিক সার্টিফিকেট আছে এমন মা-বাবাদেরও দেখা যায় আদরের ছলে সন্তানদের ঠেলে দেন নানা রকম অস্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে।

বিশ্বের উন্নত দেশগুলিতে প্যারেন্টিং এর জন্য কোর্স করানো হয়। সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই মা-বাবাদের শেখানো হয় প্যারেন্ট হিসাবে তাঁদের কী করতে হবে অথবা বাচ্চাদের সাথে কোন ব্যবহার করতে হবে না।

আমাদের যারা দেশ বা সমাজের উন্নতির স্বার্থে কাজ করেন তাঁদের এই বিষয়টি নিয়ে কাজ করা প্রয়োজন। প্যারেন্টদের এমন কোনো কাজ করা উচিৎ নয় যে কাজের জন্য তাঁরা ভবিষ্যতে সন্তানদের শাসন করতে পারবেন না। ভালো স্কুলে ভর্তি করলেই ছেলেমেয়ে মানুষের মতো মানুষ এমন ধারণা সঠিক নাও হতে পারে। সন্তানদের সুশিক্ষিত করার জন্য আগে মা-বাবাকে স্বশিক্ষিত হতে হবে।

একজন মায়ের দেয়া ভুল শিক্ষা একটা জাতিকে অসহায় করে তুলতে সক্ষম।

যতদিন মা-বাবা’রা সন্তানদের যথাযথ শিক্ষায় শিক্ষিত করতে না পারবেন ততদিন একটি জাতির উন্নতির স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সারাদিন কর্ম ব্যস্ততার পরে বাসায় ফিরে শাসনের চেয়ে বাবারা বাচ্চাদের আদরই করেন বেশি। বাবা’রা ছেলেমেয়েদের শাসন করতে গেলে অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে দেখা যায়।



চমৎকার দুটো কথা বলেছ। ১০০ ভাগ সত্য মনে করি।


প্যারেন্টিং কোর্সের আইডিয়াটা দারুণ। আমাদের দেশেও কি এটা করা যায়?

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: একটু আগেই ভাবছিলাম বলবো আমার আজকের এই লেখার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। ভালো লাগার জন্য আর এক দফা কৃতজ্ঞতা :)
উদ্যোগ নিলে আমাদের দেশে প্যারেন্টিং কোর্স করা সম্ভব এবং এটা করা আমাদের ভবিষ্যত উন্নতির জন্য আবশ্যক। যদি এমন কোনো প্রোজেক্ট হয় সুযোগ থাকলে আমি সাথে থাকবো।
ওহ! বলতে ভুলে গেছি ইণ্ডিয়ার ইলিশ আমাদের দেশের ইলিশের মতো সুস্বাদু ছিলো না :(
ভালো থেকো সোনাবীজ;

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর বিশ্লেষণ করেছেন ! একজন বাবা হিসেবে আমিও জানি সারাদিন কর্ম ব্যস্ততার পরে বাসায় ফিরে শাসনের চেয়ে বাবারা বাচ্চাদের আদরই করেন বেশি। বাবা’রা ছেলেমেয়েদের শাসন করতে গেলে অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে দেখা যায়।


আমাদের দেশে প্যারেন্টদের জন্য কোর্স চালু করা সত্যিই প্রয়োজন।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: লেখাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ পেলাম।
ইংল্যান্ডে দীর্ঘদিন চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করে
বাংলাদেশীদের মধ্যে কিছু কমন বিষয় লক্ষ্য করেছি যা ইংরেজদের মধ্যে কম।
এখানে এক্সপেক্টিং মাকেই শুধু নয় সাথে বাবাকেও আগত বাচ্চা সম্পর্কে সাধারণ বিষয়গুলোতে ধারণা দেয়া হয় যে সব ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই আমিনুর রহমান

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৮

তৌফিক মাসুদ বলেছেন: বাবারা শাসন করলে বাচ্চারা অনেক বেশি মনে আঘাত পায়।

আরেকটি কথা, আমাদের সমাজে অনেক মেয়েও বোঝেনা তাদের সন্তানের ভবিষতের জনে শিক্ষার দরকার। যেসব মেয়েরা অল্প বয়সে পালিয়ে যেয়ে বিয়ে করে তাদের জন্য সব সময় অভিবাবক কিংবা ছেলেরা দায়ী নয়। সাধারণ জ্ঞানটুকু সকলেরই থাকা উচিত।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: বাচ্চারা আঘাত পেলেও বাবাদের শাসন করা প্রয়োজন না হলে এই বাচ্চারাই একদিন ভুক্তভোগী হবে। মা'দের উচিৎ নয় বাবা শাসন করলে তুলকালাম করা তাঁদেরও বোঝা দরকার সন্তানকে সে একাই ভালোবাসে না বাবাও ভালোবাসে।
যে সব মেয়েরা অপরিণত বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে তাদের অবশ্যই দোষ এবং তারা পরবর্তী জীবনে তার মাশুল দেয়।
কোন কিছুই তো ১০০% নয় ব্যতিক্রম সব কিছুতেই আছে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাই তৌফিক মাসুদ

৪| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার কথাটা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলে দিয়েছেন।
ধ্ণ্যবাদ সুন্দর পোস্টের জন্য।

আমি আপনার সাথে সহমত।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সহমতের জন্য কৃতজ্ঞতা। আসলে এক আপনজনের উপরে অসন্তুষ্ট হয়ে বিষয়টি নিয়ে লেখার ভাবনা মাথায় এসেছে।
শুভকামনা রইলো ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়

৫| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

আরজু পনি বলেছেন:

মায়েরা সংসার সন্তানের পেছনে সময় দিতে গিয়ে অনেকসময়ই আর কোন সময় পায় না...সেক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা নেট থেকে অনেক কিছুই জানতে পারেন ।
যদিও অনেক মায়েদেরই নেট ঘেটে এসব জানার আগ্রহ কম কারণ সারাদির কাজের পরে এসবের ধৈর্য অনেক সময়ই থাকে না ।

ভালো বিষয়ের অবতাড়না করেছেন ।
শুভেচ্ছা রইল ।।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগলো আপু। সত্যি কথা নেট থেকে শেখার কতটুকু সময় মায়েরা পান যেখানে তাঁদের উপরই সব কাজের দায়িত্ব বর্তায় তাছাড়া অনেকেই ভাবতে পারেন বাচ্চা পালন করা এমন কি কঠিন কাজ? বাচ্চাদের খাওয়ানো নিয়ে উপদেশ দিতে গেলে বাঙালিরা মুখের উপরেও বলে দিতে দ্বিধা করে না ‘আমার বাচ্চা আমি জানি না কি করে খাওয়াতে হবে’ যা এদেশের মানুষদের কাছে শোনা যায় না।
দীর্ঘদিন এই বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশীদের কিছু কমন সমস্যা পেয়েছি যেমন:
১. মা-বাবার সাথে বাচ্চারা রাত ১টা পর্যন্ত জেগে থাকে
২. মা-বাবা খাওয়ানোর জন্য বাচ্চার পিছনে খাবার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকে
৩. বাচ্চাকে বেশি খাইয়ে ওভার ওয়েট করার পরে মায়েরা মনে করে বাচ্চা যথেষ্ট পরিমাণ খাচ্ছে না
৪. বাচ্চারা যা চায় তাই কিনে দেয়
৫. মায়েরা বাবাদের শাসন করতে দেয় না...............
সো ............অন...............
এগুলো শুধু বাচ্চাদের উন্নতির অন্তরায়ই যে তা নয় এতে দাম্পত্য জীবনেও অশান্তি দেখা দেয়।
সময় করতে পারলে বাচ্চাদের নিয়ে আমার কাজের অভিজ্ঞতার কথা লিখবো আসলে বলি পরে আর লেখার সময় পাই না। অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো আপু আরজুপনি

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সকাল রয় বলেছেন: চমৎকার দুটো কথা বলেছ

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ লেখাটি পড়ে মন্তব্য করেছেন।
কোন্ কথা দু’টি ভালো লেগেছে বলেন নাই কিন্তু :)
শুভকামনা রইলো সুহৃদ সকাল রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.