![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম --- বশীর আহমেদ
‘সজনী গো ভালোবেসে এতো জ্বালা কেন বলো না’
‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’
‘যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি’
‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’
মনে হয় এইতো সেদিন এই গানগুলো নেশাগ্রস্থ হয়ে শুনেছি…
সবাই চলে যায় একদিন... তিনিও বিদায় নিলেন ...
তাঁর দরদ ভরা কণ্ঠ বেঁচে রবে
আমাদের হৃদয়ে ----
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: শ্রদ্ধাঞ্জলি…
টেলিভিশনে নয় রেডিওতে গান শুরু হলেই
মা বলতেন বশীর আহমেদ
কণ্ঠ শুনে শিল্পীর নাম বলার জ্ঞান তখন হয় নাই
প্রথম ভালো লাগার বয়স সময়গুলোতে এই গান ও কণ্ঠের সাথে
হয়তো অনেকেই গুন গুন করেছেন এক সময়...
‘যদি যেতে চাও যাও চলে যাও...’
https://www.youtube.com/watch?v=72Kkyt-KsqA
তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে যুগ যুগ ধরে...
মনটা ভারাক্রান্ত ভাই মাঈনউদ্দিন মইনুল
২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩
দ্যা লায়ন বলেছেন: সমাজ শুদ্ধ রাখার খাঁটি মানুষ গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সবাই শুধু হারিয়ে যায়
রেখে যায় স্মৃতি
রেখে যায় তাঁর সৃষ্টি...
এই গান এই কণ্ঠ বেঁচে থাকবে অনন্তকাল
গানগুলো বাঁচিয়ে রাখার গুরুভার
নতুন প্রজন্মের উপর ভাই দ্যা লায়ন
‘তোমার কাজল কেশ...’
https://www.youtube.com/watch?v=Nl8qIyvxpZA
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০২
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ঠিক বলিচেন।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা।
ঘুরে আসবো সময় করে ভাই নাহিদ ইসলাম ৩৫০
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬
অন্ধবিন্দু বলেছেন:
তাঁর দরদ ভরা কণ্ঠ বেঁচে রবে
আমাদের হৃদয়ে ----
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: শুধু বাংলাতেই নয়
অন্য ভাষায়ও যার কণ্ঠ আমাদের হৃদয় স্পর্শ করেছে
তাঁকে হারালাম আমরা...শুভকামনা ভাই অন্ধবিন্দু
https://www.youtube.com/watch?v=5dMI7jWEzMc
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
টিভিতে খবরটি শুনে মনটা ভারি হয়ে গেলো।
শ্রদ্ধাঞ্জলি!