নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

প্রীতি’র পত্র

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:০১

আজ কাল আর পত্র লেখা হয় না

বলা হয় না

প্রিয়তমষু, ভাল আছো তো?

কি ই বা দরকার বলো



এখন আমরা একটি ঘরেই থাকি

কখনো কম্পিউটারে কখনো বা সেলফোনে



তুমি পথ চল আমি দেখতে পাই

আমি হেঁটে যাই তুমি তাকিয়ে থাকো



আজ কাল আর পত্র লেখা হয় না

কি ই বা দরকার বলো



তাছাড়া হাতটাও আর আগের মত নেই

কারণে অকারণে সেও ক্লান্ত



তুমি হেঁটে যাও আমি তাকিয়ে থাকি

আমি পথ চলি তুমি দেখতে পাও



আজ কাল আর পত্র লেখা হয় না

এখন আমরা একই ঘরে থাকি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখন আমরা একটি ঘরেই থাকি
কখনো কম্পিউটারে কখনো বা সেলফোনে

তুমি পথ চল আমি দেখতে পাই
আমি হেঁটে যাই তুমি তাকিয়ে থাক
কবিতাটা ভালো লাগলো.

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: উদ্ধৃতি দিয়ে ভালো লাগার জন্য কৃতজ্ঞতা।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই রেজওয়ানা আলী তনিমা ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আজকাল আর পত্র লেখা হয় না-------খুব মনে পড়েে ডাক হরকরার কথা---------কবিতাটি ভাল লেগেছে

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: জী, লেখার সময় ডাক হরকরার কথা খুব মনে পড়ছিলো।
ভাবছিলাম সে আজ জীবিকার সন্ধানে হয়তো বা রাজধানীর ফুটপাতে।
সকৃতজ্ঞ ধন্যবাদ আর শুভকামনা ভাই লাইলী আরজুমান খানম লায়লা

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

জাহাঙ্গীর.আলম বলেছেন: সত্যি কথার সহজ সরল প্রকাশ ৷ ভাল লাগল ৷

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো ভাই আলজাহাঙ্গীর

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

আবু শাকিল বলেছেন: ডিজিটাল পত্র লিখি ত :)

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: যা হয়েছে ভালোই হয়েছে
হাতটাও আর আগের মতো নেই

সকৃতজ্ঞ ধন্যবাদ আর অনেক শুভকামনা ভাই আবু শাকিল

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

অন্ধবিন্দু বলেছেন:
একই ঘরে ঠিক একই রকম শুন্যতা ...
কবিতা ভালো লাগলো।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ‘নাই মায়ের চেয়ে কানা মা ভালো’ :)
সকৃতজ্ঞ ধন্যবাদ আর অনেক শুভকামনা ভাই অন্ধবিন্দু

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন:
সকৃতজ্ঞ ধন্যবাদ।
অনেক শুভকামনা রইলো ভাই স্নিগ্ধ শোভন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.