নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

সব চেয়ে বড়ো সুখ

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

একটি মেয়ে তার পরিণত বয়সেও

আচানক মুখ ভার করে বসে থাকবে

আনমনা হয়ে তাকিয়ে থাকবে খোলা জানালায়

পিছন থেকে একটি কোমল হাত মাথা স্পর্শ করবে

শান্ত স্বরে ভেসে আসবে, ‘কি হয়েছে বলো তো?’

মেয়েটি শিশুদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলবে

‘বাড়ির কথা খুব মনে পড়ছে ---‘

কোমল হাতটি আরো কোমল হবে

স্নিগ্ধ হেসে তিনি বলবেন, ‘আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

যাও ঘুরে এসো---’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: স্মৃতি, বেদনা, সুখ ও আনন্দের কথামালা ভাল লাগল ৷

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: কি আশ্চর্য সারাজীবন সংসার করে বাবার বাড়িই থাকে
মেয়েদের নিজের বাড়ি।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই আলজাহাঙ্গীর

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তবে অনেকের ক্ষেত্রে তাও ঘটে না কিন্তু অনেক সময় ৷ স্বার্থ সম্পর্কের উর্ধে উঠে আসে ৷ নিজের অধিকার নিজে বুঝে নিতে হয় ৷

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: স্বার্থ আর সম্পর্ক ঘনিষ্ঠ আত্মীয়। তারপরেও যতটুকু ব্যাল্যান্স করা যায়। যদিও আমরা বলি অধিকার আদায় করে নিতে হয়। আসলে নানা প্রতিকূলতায় বাস্তবে অনেকখানিই আদায় করা সম্ভব হয় না।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই আলজাহাঙ্গীর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.