![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাত সমুদ্র পার হয়ে এলি হতচ্ছাড়ি
তোর কিছু হলো না রে
সেই কবে মা তোর সন্ধ্যা বাতি জ্বালতো
এখন তুই নিয়ন বাতিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিস
এখনো ধূপের গন্ধ তোকে বিবশ করে
মা তোর কবে না খেয়ে বাবার জন্য অপেক্ষা করতো
এখনো তুই ভুলতে পারিস না সে সব কথা
ভাত রানতে অজান্তে হাতে ওঠে মুষ্টি চাল
তুই সেই অজ পাড়াগেঁয়েই রয়ে গেলি
কস্মিনকালে মা তোর বলতো অমুক দিন
নতুন শাড়ি পড়তে নেই
তমুক দিন ওভাবে চলতে নেই
আজও তুই সে সব আঁকড়ে ধরে বসে আছিস
তোর কিছুই হবে না রে ---
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৬
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক।একজন মাকে দেখে শেখা তাঁর সন্তানকে সারাজীবন প্রভাবিত করে অথচ আধুনিক যুগে বাস করেও অনেক মায়েরা সন্তানদের সেভাবে শেখাতে সক্ষম হচ্ছি না।অশেষ ধন্যবাদ আর শুভকামনা। আপনিও ভালো থকাবেন ভাই আলজাহাঙ্গীর
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ সকাল ৭:৩৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: নস্টালজিয়া ৷ স্মৃতিকাতরতা বড্ডো সেকেলে ৷ ভুলে যাওয়া হয়ত কারও কারও জন্য ভাল নয়ত মঙ্গল ৷ আবার সবকিছু ভুলে যেতে হবে এমনতো নয় ৷ থাকনা কারও কারও জন্য পরিবর্তনহীন রয়ে যাওয়া ৷ সেটাই বোধ হয় মঙ্গলজনক ৷ ভাল থাকবেন ৷