![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত প্রত্যুষে নাগরিক কোলাহল
আমাকে অস্থির করে তুললো
মানুষ রূপে জন্ম নেয়ার ধিক্কার
নিয়ে গেলো কঠোর শব্দাবলীতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা আলিঙ্গন করলো
আমি অস্তমিত সূর্যের কাছে
হাত জোড় করে মিনতি করলাম
সব কঠিনেরে পান করো
বরাবরের মতোই সাজাতে চাইলাম
আগত প্রভাতকে
আজ তুমি এসেছো
হে আমার প্রত্যাশিত সৌম্য সকাল
ভালো আছি ভালো আছি
সবাই যেন ভালো থাকি।
©somewhere in net ltd.