![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লন্ডনে একটি বইয়ের দোকানের মালিকের ভাষ্য ‘হুমায়ূন আহমেদ আর তসলিমা নাসরিনের বই ছাড়া বই রাখি না...’
একটি লাইব্রেরীর মহাপরিচালকের ভাষ্য ‘আমাদের লেখা কবিতা কেউ পড়ে না, পড়ে হেলাল হাফিজ আর গুণ এর কবিতা...’
একজন প্রকাশকের ভাষ্য ‘কবিতা লিখো না, ২/১ জন লেখকের ছাড়া কবিতার বই বাজারে চলে না...ভ্রমণ কাহিনি লেখো...’
এসব কথা শোনার পরে আমি কি বলেছিলাম হয়তো অনেকেই জানেন।
কিছুদিন আগে বিলেতের একজন পুস্তক ব্যবসায়ীর ভাষ্য ‘এখন কবিতার বই চলে না, চলে রান্নার আর শিশুরা শিখতে পারে এমন বই অথবা (কি যেন বলেছিলেন মনে করতে পারছি না)। লেখার সময় এ সব কথা মাথায় রেখে লেখা দরকার...’
একজন লেখককে ছকে বেঁধে দেয়ার পাঁয়তারা চলছে যান্ত্রিক এবং ব্যবসায়িক জীবন যাপনের সাথে।
লেখকের সত্য অনুভুতি হারাতে বসেছে আপন স্বত্বা। এ যে ভারি অন্যায়!
আমার কথা---
জীবিকার জন্য-বেঁচে থাকার জন্য যদি ভিক্ষা করা ছাড়া অন্য গতি না থাকে তো তাই করো।
যদি তা না হয় আর একজন মানুষও যদি তোমার লেখা পড়ে তবে আত্মহনন করো না।
©somewhere in net ltd.