![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আমার বাঁশিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে বাঁশির সুর থেমে থাকবে না
কারণ সুর আমার বাঁশিতে নেই আছে হৃদয়ে...’ কাজী নজরুল
আসলে তোমার কথাগুলোকে ইনিয়ে বিনিয়ে এদিক থেকে ওদিক নিয়ে
নিজের মতো করে বলা এক ধরণের ভণিতা ছাড়া কিছু নয়,কবি।
তুমি আছো চিন্তায় তুমি আছো চেতনায়
অশেষ তুমি অনন্তকাল ধরে কোনো এক পাগল বেশে জন্ম নিবে
সে হয়তো বা তোমারই রূপান্তর
যার আত্মার আকুতি তোমার সাথে একাত্ম হয়ে অসীমে ধ্বনিত হবে
"বিশ্বাস করুন আমি কবি হতে আসি নি, আমি নেতা হতে আসি নি-
আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম...''
একদিন অমোঘ প্রেমের প্রাপ্তিতে নিমজ্জিত হয়ে সে এই প্রেমময় পৃথিবী থেকে
বিদায় নিতে অসম্মতি জানাবে সেই দিন সব অপ্রাপ্তির হবে অবসান।
(কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)
http://www.youtube.com/watch?v=2u_NgxwKRCc
https://www.youtube.com/watch?v=ivOzWz6NBwQ
২৬ শে মে, ২০১৪ রাত ১:৫৫
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:১৩
শাবা বলেছেন: ভাল হয়েছে।