![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বায়োলজি ক্লাসে জবা ফুলের পরাগায়ন পড়ানোর
সময় স্যার একটি গল্প বলেছিলেন যে গল্পটি আজও অম্লান।
এক শিক্ষক এবং এক ছাত্র সিগারেট কিনতে গিয়ে
একই দোকানে দেখা। শিক্ষক ছাত্রকে সিগারেট অফার
করলে ছাত্র সিগারেট না নিয়ে শিক্ষককে ধন্যবাদ দিলো।
শিক্ষক বললেন, ‘আমি তোমাকে সিগারেট সেধেছি এটা
আমার ভদ্রতা (Courtesy) আর
তুমি না নিয়ে যে শিষ্টতা দেখালে সেটা তোমার ভদ্রতা (Courtesy)’
(স্যার ইংরেজিতে বলেছিলেন আমি অনুবাদ লিখলাম)।
সেই শিক্ষকটি স্যার নিজে ছিলেন কিনা সে কথা বলেন নি।
জবা ফুল দেখলে স্যারের সেই গল্পটি বেশি মনে পড়ে।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৩
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই আজীব ০০৭
২| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩
আদম_ বলেছেন: শিখলাম। ভালো লাগলো
২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৩
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: এই শিক্ষা আমার জীবনে মাইলফলক হয়ে আছে।
অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভাই আদম_
৩| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
জাফরুল মবীন বলেছেন: আপনার লেখাটা পড়তে গিয়ে আমারও এক স্কুল টিচারের কথা মনে পড়ে গেল(তিনি এখনও বেঁচে আছেন)।তিনি প্রায়ই বলতেন “Courtesy costs nothing but buys everything"।ব্যবহারিক জীবনে বুঝেছি ভদ্রতা দেখানোটা সভ্যতার কত বড় মাপকাঠি!শুভকামনা রইলো আপনার জন্য।
২৯ শে মে, ২০১৪ রাত ৮:১৬
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সত্যি কথা। অনেক মানুষ মনে করে ভদ্রতা দেখালে কাজ উদ্ধার হয় না।
আমার কিন্তু তা মনে হয় না তাছাড়া কাউকে অসম্মান করার সুযোগ পেয়ে
অসম্মান না করাই তো নিজের সভ্যতার শিক্ষা। নিজের গল্পটি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এই শুভকামনা রইলো সুহৃদ জাফরুল মবীন
৪| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
তবে ভদ্রতার ছলে যান্ত্রিক সভ্যতায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি ৷ দৃষ্টিভঙ্গি অনেকটা ক্ষণস্থায়ী ৷
মঙ্গল হোক ৷
২৯ শে মে, ২০১৪ রাত ৮:১৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: হারাতে হারাতে আবার শুরু হবে শূন্য থেকে।
আমার বিশ্বাস শুরু হবেই।
আশা করি ভালো আছেন।
শুভকামনা রইলো ভাই আলজাহাঙ্গীর
৫| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: দুর্ভাগ্য এখনকার তরুনদের যে ওরকম শিক্ষক এখন দুষ্প্রাপ্য জীব!
২৯ শে মে, ২০১৪ রাত ৮:১৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সত্যিই দুর্ভাগ্য নতুন প্রজন্মের।
শিক্ষাঙ্গনে যে অবনতি হয়েছে সে কথা অস্বীকার করার অবকাশ নাই।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই ঢাকাবাসী
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৪
আজীব ০০৭ বলেছেন: হুমম