নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

বছরের শেষ দিনে

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

ঘটা করে বিদায় দেয়ার মাঝে কি আছে ?

যে আসে তাকে বরণ করে নিতে চাই

যে চলে যায় তাঁকে যে যেতে দিতেই হয়

২০১৪ সালে পেয়েছি অনেক -

ক্যারিবিয়ান সাগরে সূর্যোদয় দেখার পুলক ছিলো

ছিলো সূর্যাস্তের করুণ দৃশ্য

কবি হেলাল হাফিজের স্ব-কণ্ঠে আবৃত্তি শোনার সৌভাগ্য ছিলো

ছিলো অসুস্থ্য কবি নির্মলেন্দু গুণদার সাথে দেখা করতে না পারার আফসোস

আকাশের ঘুড়ি হয়ে এখান থেকে সেখানে উড়ে বেড়ানোর সুখ ছিলো

ছিলো মরুভূমিতে সবুজের হলি খেলা দেখার আনন্দ

মায়ের সাথে হেঁটে হেঁটে বাবার পদধ্বনি উপলব্ধি করার সুযোগ ছিলো

ছিলো স্বজন হারানোর বেদনা

আপনাকে/তোমাকে/তোকে দেখার আকণ্ঠ পিপাসা ছিলো

অথবা আমার মত আপনার/তোমার/ তোরও ছিলো আকুল পিপাসা

এ সব কিছুর জন্যই থেমে থাকে নি সময়

যা হারিয়েছি তা চিরতরে আর যা পাবো তা সময়ের হাতে

থাক না আজ হিসাব নিকাশ

আগামি বয়ে আনুক মেঘমুক্ত খোলা আকাশ।

31 December, 2014

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর
শুভ কামনা

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
Happy New Year 2015 !!

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছ। তোমার জন্য শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: তুমিও ভালো থেকো নিরন্তর।
তোমার লেখনির প্রতিটি শব্দ কবিতা হোক।

Happy New Year 2015 !!
ইংরেজি নববর্ষে অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.