![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন পরে সূর্যের আলোতে বরফ গলতে দেখে সেদিন দুপুরে বাসা থেকে বের হলাম। রিং রোডে যেতে যেতে দেখলাম ডানে সূর্যের আলো আর বামে পূর্ণতার অপেক্ষায় মায়াময় চাঁদ।
দিনের আলোয় চাঁদকে দেখতে পেরে পুলকিত হলাম।
মনে মনে ভাবলাম ওহে চাঁদ, তুমিও আছো দিনের আলোর মিছিলে। যাহোক চাঁদকে ধরতে হবে বলে ছুটলাম তার পিছনে।
কখনো চাঁদ আগে আমি পিছে আবার কখনো আমি আগে চাঁদ পিছে। কখনো আমি ডানে সে বামে আবার আমি বামে সে ডানে। হাই স্পীড, পার্কিং এর সুবিধা ছিলো না। অদ্ভুত এক খেয়াল তাড়া করছিলো, চাঁদকে আমার ধরতেই হবে। তাকে হারিয়ে ফেলার দুরুদুরু ভয় মনে।
কিছুক্ষণ ছুটাছুটির পরে সাইড রোডে টার্ন নিয়ে গাড়ি পার্ক করে দেখি চাঁদকে মেঘ ঢেকে ফেলেছে। কিছুটা হতাশা নিয়ে মিনিট কয়েক বসে থাকার পরে মেঘ উরে গেলো।
এবার বাঁধ সাধলো পত্র-বিহীন বৃক্ষবৃন্দ। তোমাকে হারাতে দিবো না এই প্রত্যয় নিয়ে আর একটু সামনে গিয়ে দাঁড়ালাম। আশেপাশে জমে থাকা সাদা সাদা বরফ আর কনকনে শীত।
বাইরে না গিয়ে গাড়ির ভেতোর থেকে জানালার কাঁচ খুলতেই বাঁধ সাধলো সূর্যের আলো। মোবাইল ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে না!
সব বাঁধা পেরিয়ে অবশেষে তোমাকে ধরলাম, দিব্য চাঁদ!
(ছবি আপলোড করা যাচ্ছে না বলে দুঃখিত)
©somewhere in net ltd.