![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে আমার কবিতা,
কখনো লিখি নি তোমাকে
কাব্য-অকাব্যের মাত্রা ছাড়িয়ে
এসেছো তুমি অমিয় ধারার মত
এসেছো প্রেম বিরহে আর পাওয়া না পাওয়ায়
এসেছো মান অভিমান আর হাসি কান্নার জোয়ারে
কখনো কখনো দুর্দান্ত দুর্বোধ্য তোমার উৎস
অবলীলায় তুমি সাজিয়ে নিয়েছো
তোমার যত কথা
হে বহুরূপী ছন্দমালা,
কখনো এসেছো সন্ন্যাসী’র সাজে
কখনো বা দুরন্ত কিশোরের বেশে।
পটভূমি, সংলাপ, চরিত্র, কাহিনি
সযতনে বদলে দাও উপন্যাসের উপসংহার
শীতের পত্র বিহীন শাখে ঘর বাঁধে
ডানা মেলা গাংচিল
গায় কবি গুরুর গান
‘তোমারে যা দিয়েছিনু, সে তোমারই দান।’
তুমি কবিতা নও, তুমি জাতিস্মর
তুমি এক মৌসুম বসন্ত -
সোনালী সকালের ঐকতান।
পহেলা ফাল্গুন, ১৪২১
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ আর শুভকামনা।
দেরীতে রিপ্লাই করার জন্য দুঃখিত ভাই অন্ধ আইন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪১
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা!
অভিনন্দন ও ধন্যবাদ কবিকে।
ঋতুরাজ বসন্তের আগমনী শুভেচ্ছা গ্রহণ করুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ আর শুভকামনা। আপনার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা। দেরীতে রিপ্লাই করার জন্য দুঃখিত ভাই জাফরুল মবীন
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯
নিলু বলেছেন: পড়ে দেখলাম , ভালই তো লাগলো , আবার লিখুন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সকৃতজ্ঞ ধন্যবাদ ভালো লাগার জন্য। অনেক সময় চেষ্টা করেও লিখতে পারি না। চেষ্টা থাকবে। শুভকামনা রইলো। দেরীতে রিপ্লাই করার জন্য দুঃখিত ভাই নিলু
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: একের ভিতর তিন। কবিতা, কবিতার ভিতর কবিতা আবার রূপকার্থে কবিতা মানে বসন্ত। সুন্দর কম্বিনেশনে চমৎকার কবিতা। খুব ভালো লাগলো মনোয়ারা মণি। বাসন্তী শুভেচ্ছা রইলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আপনার কমেন্ট পড়ে নিজের লেখা আবার পড়তে বাধ্য হলাম। অনেক সময় নিজের লেখা ভালো করে বুঝতে সহায়ক হয় কমেন্ট। কৃতজ্ঞতা। বাসন্তী শুভেচ্ছা। দেরীতে রিপ্লাই করার জন্য দুঃখিত সুহৃদ বিদ্রোহী বাঙালি
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২০
অন্ধ আইন বলেছেন: দারুন কবিতা ভালো লাগা রইলো