![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লেখার অনীহা কাটিয়ে
আবার হাতে নেবো লেখনি
শোনাবো নিঃশব্দে হেঁটে আসা
আর মরুভূমিতে বেঁচে থাকার গল্প
বলবো একটু বিশ্রামের পরে
ছুটে চলার সেই কাহিনি
পথিকের থেমে থাকতে নেই
শান্ত পায়ে এগিয়ে যেতে হবে
আমাদের ছোটো ছোটো সুখগুলো
হয়তো বা মিলিয়ে যাবে
বহমান নদীর ঢেউয়ের কল্লোলে
বিন্দু বিন্দু অশ্রু মিশে যাবে
ঝিরি ঝিরি বৃষ্টির বর্ষণ ধারায়
শ্রান্ত হয়ে পিছু ফিরে দেখবো
তোমার ঠায় দাঁড়িয়ে থাকা
পথ হয়ে রইবে কালের সাক্ষী।
১২ ডিসেম্বর, ২০১৫
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
ধমনী বলেছেন: পথিকের থেমে থাকতে নেই
শান্ত পায়ে এগিয়ে যেতে হবে
--শান্তির পথে...