নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র রপ্তানি .. ,আমেরিকা`র পর এবার ফ্রান্সে (!?)

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬


আমাদের গণতন্ত্র ওরা নিয়ে গেলো,
আমরা কি গণতন্ত্র রপ্তানি শুরু করেছি,
নাকি অবৈধ পথে পাচার হয়েছে,
অথবা ,কেউ দায় স্বীকার করতে চাচ্ছে না,
বা কপিরাইট আমাদের না !?
কথাগুলো বলার কারণ হলো।-
এ শতাব্দীর প্রথম দিকেও আমেরিকা বা ইউরোপে জাতীয় নির্বাচন হলে ,পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে ,বিবৃতি দিতেন ,বিজয়ী প্রার্থীও একসঙ্গে কাজ করার ঘোষণা দিতেন।
কিন্তু গত আমেরিকার নির্বাচনে দেখা গেলো ভিন্ন কিছু ,বা জ্বালাও পোড়াও ,দখল ভাঙচুর গণতন্ত্র। যে গণতন্ত্রের ধারক ও বাহক আমরা বা সক্ষিন এশীয়রা।
তাই উপরের প্রশ্ন গুলি মাথায় ঘুরপাক খাচ্ছে।
মূল সংবাদ -পত্রিকার কপি :-
ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর পুনঃনির্বাচনের প্রতিবাদ স্বরূপ -
রবিবার রাতে প্যারিসের পন্ট নিউফে (ফ্রান্সের রাজধানীতে প্রাচীনতম সেতুর একটি )চেকপয়েন্টে এ একটি গাড়ি থামতে অস্বীকার করায় এবং ইমানুয়েল ম্যাক্রোঁর পুনঃনির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে অফিসারদের দিকে এগিয়ে যাওয়ার কারণে প্যারিসে পুলিশ দু'জনকে গুলি করে হত্যা করেছে এবং তৃতীয়জনকে আহত করেছে (মহিলা)।

ঘটনাস্থলে থাকা পুলিশ নিশ্চিত করেছে যে আহত ব্যক্তিটি একজন মহিলা যিনি ভক্সওয়াগেন পোলোর পিছনে ভ্রমণ করার সময় একটি বুলেটে আঘাত পেয়েছিলেন৷
তদন্তকারী সূত্র জানিয়েছে, 'জরুরি চিকিৎসার জন্য তাকে পিটি-স্যাপ্লেট্রিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সমস্ত গুলি একটি পুলিশ-ইস্যু হেকলার এবং কোচ G36 অ্যাসল্ট রাইফেল দ্বারা গুলি করা হয়েছিল বলে মনে করা হয়েছিল।
গাড়ির ভেতর থেকে কোনো গুলি ফেরত আসেনি, যাদের কেউ সশস্ত্র ছিল বলে মনে করা হয় না।
'মনে হচ্ছে তারা কেবল একটি গাড়িতে ছিল যা অনিয়মিতভাবে চালিত হচ্ছিল,' সূত্রটি বলেছে।
রাষ্ট্রপতি নির্বাচন বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র নির্দেশ করে এমন কোনো প্রাথমিক সূত্র পাওয়া যায়নি।
[ছবি ও সংবাদ
ডেইলি মেল্ এর বাংলা ]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৫

গরল বলেছেন: ভালোই বলেছেন, আমরা চাইলে হরতালের একটা পেটেন্ট করে রফ্তানি করতে পারি।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

স্বত্ত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে

২| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

অধীতি বলেছেন: গনতন্ত্র বুুদ্ধিমানের জন্য ভাল। গরীবের জন্য গণতন্ত্র হাস্যকর। আমাদের দেশে বিপুল সংখ্যক ভোটার কর্মজীবী সাধারণ ভোটার, নির্বাচনের আগে অল্প কিছু হাতে ধরিয়ে দিয়ে তাদের ভোট কিনে নেয়া যায়। এ ধরণের পরিবেশে গণতন্ত্র হাস্যকর। গণতন্ত্র আমাদের ছিল না। আমরা সবসময় অন্যের চাপিয়ে দেয়া পদ্ধতিতে গা ভাসিয়ে দেয়া লোক।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কঠিন সত্য

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
জিল্লুরের ৩য় মাত্রায় প্রতিদিন বলতো আমেরিকা নাকি ১ মাসের ভেতর আরো চারশো জনকে নিষেধাজ্ঞা দিবে! এরপর সর্বাত্বক নিষেধাজ্ঞা।
কিন্তু ৩ - ৪ মাস চলে গেল। কিছুই হোল না। বরং আমেরিকা র‍্যাব-পুলিশকে প্রশিক্ষন দিবে। অস্ত্র দিবে কমদামে বা প্রায় ফ্রীতে, সর্বাধুনিক অস্ত্রসস্ত্র কেনার অফার দিচ্ছে।
হাসিনা এখনো অক্ষত। আরো শক্তিশালী। উলটো পাকিস্তান পন্থিদের নবী ইমরান অপসারিত।
লবিষ্ট ভাড়ার ট্যাকা সবটা জলে যাওয়ার কারনে আন্তর্জাতিক সম্পাদক মিলন সাহেবও চাকুরি হারালো। হে হে হে হে।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবেই ,যতক্ষণ তদন্ত প্রতিবেদন সাবমিট না করে বাংলাদেশ। আলোচনা একটা বিডি সরকারের পলিসি মাত্র যা লোক দেখানো।
আর অস্র দেয়া মানে আসর বিক্রির অর্থনীতি ,এটা চলবে। দেখছেনতো বিনা বিচারে ক্রসফায়ার নাই এখন
(তিন মাসে একজন )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.