নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

সৌদি`র পরদিন কেন বাংলাদেশে ঈদ,আজ জানলাম!

০১ লা মে, ২০২২ বিকাল ৩:৪২


ছবি - ঈদ যাত্রা (মনে নেই কোত্থেকে নিয়েছি)
ঈদ রোজা এই উৎসব গুলি হয় চাঁদের হিসাব বা চাদ মাস হিসাবে।
সূর্যের হিসাব অনুসারে (জিটিএম ) বাংলাদেশ,সৌদিআরবের চেয়ে ৩ ঘন্টা এগিয়ে। আবার
চাঁদের গণনা অনুযায়ী সৌদিআরব ,বাংলাদেশ থেকে ২১ ঘন্টা এগিয়ে
ঈদ রোজা এই উৎসব গুলি হয় চাঁদের হিসাব অনুযায়ী বা চাদ মাস হিসাবে।
তাই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সৌদি আরবের পরের দিন ঈদ হয় বা ঈদ পালন করা হয়।

[বাড়তি কিছু লেখা ]
সূর্যের হিসাবে ঈদ হলে ,বাংলাদেশে ,সৌদিআরবের আগে ঈদ হতো
সূর্য দয়ের দেশ বলা হয় জাপানকে ,অথচ ঘড়ির কাটায় এগিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং তার চেয়ে এগিয়ে সামোয়া,টোঙ্গা এবং কিরিবাটি।
অর্থাৎ সামোয়া,টোঙ্গা এবং কিরিবাটি সূর্য আগে উঠে।
সামোয়া টোঙ্গা এবং কিরিবাটি এই ছোট প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলি প্রথম নববর্ষকে স্বাগত জানায়। তবে বর্ষ বরণ ঢাকা পড়ে যায় সিডনি, নিউইয়র্ক, টোকিও, লন্ডনের আলোতে । কিরিবাটি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত।ভৌগোলিক কারণে লন্ডনের গ্রিনিচ মেন টাইম (GMT জিএমটি ) থেকে ১৪ ঘন্টা এগিয়ে কিরিবাটি।
সৌদি আরবের গ্রিনিচ সময়
ইউটিসি ০ -
লন্ডন +১ঘন্টা।
কায়রো +২ ঘন্টা।
প্যারিস +২ ঘন্টা।
মস্কো +৩ ঘন্টা।
সৌদি আরব +৩ ঘন্টা।
সাংঘাই +৮ ঘন্টা।
সিঙ্গাপুর +৮ ঘন্টা।
টোকিও +৯ ঘন্টা।
সিডনি +১০ ঘন্টা।
সামোয়া কিরিবাতি +১৪ঘন্টা।

সৌদির পরে কেন বাংলাদেশে ঈদ হয় ,এমন প্রশ্নের জবাব [ডাইরেক্ট অনুলিপি] :-
ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাওসুল আজম জামে মসজিদ উত্তরার খতিব ড. ওয়ালীউর রহমান খান যুগান্তরকে বলেন, শুধু পর দিন নয়, কোনো বছর হয়তো এক সঙ্গেও হতে পারে। তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে, চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২১ ঘণ্টা আগে। আর সূর্যের দিক থেকে আমরা ৩ ঘন্টা আগে। তাই সৌদি আরবের ৩ ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। নামাজ সূর্যের সঙ্গে যুক্ত। আর রোজা ও ঈদ চাঁদের সাথে যুক্ত।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২২ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো তথ্য সমৃদ্ধ পোষ্ট।
সূত্র যোগ করে বুদ্ধিমানের
কাজ করেছেন। ব্লগে এখন
শুদ্ধি অভিযান চলছে।

০১ লা মে, ২০২২ রাত ৮:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
....................
দুঃখিত ,কিছু বাড়তি নিজের কথা বলি(উত্তর আশা করি না ) :-
অন্যায় করিনা ,ভুল হলে ক্ষমা চাই,এর বাইরে শুদ্ধি /অশুদ্ধি আমার বিষয় নয়।
আমি যেভাবে লিখি সেভাবেই লিখবো,বলেছি সর্বত্র ।
তথ্য ,সংখ্যা,জরিপ হুবহু পেস্ট করি/করবো ,সবার তাই করা উচিত অন্যথায় শব্দ পরিবর্তনে ,অনেক সময় বাক্কের অর্থ পরিবর্তন হয়ে সমস্যা বাড়ায়
[সূত্রের উল্লেখ অবশ্যি থাকে (অনেক সময় থাকেনা ,সেটা ভুল হয়)]

২| ০১ লা মে, ২০২২ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: আমি ভাবতাম এটা আগের দিনের রেওয়াজ।
কোনোভাবে সৌদীতে কবে ঈদ জেনে নিয়েই আমাদের দেশে পরদিন ঈদ করে।
বড় হবার পর থেকে বুঝেছি চাঁদ আগের দিন সৌদীতে ওঠে পরের দিন বাংলাদেশে।

০১ লা মে, ২০২২ রাত ৮:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
এই কথা গুলি আমি এখন জেনেছি

৩| ০১ লা মে, ২০২২ বিকাল ৪:১৪

এম ডি মুসা বলেছেন: সময়ের এবং ঘন্টা অতিরিক্ত পার্থক্য কারণে ঈদের রোজা পার্থক্য তৈরি হয়

০১ লা মে, ২০২২ রাত ৮:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আপাতত কঠিন কিছু বৈলেননা
(মাত্রই জেনেছি ঈদ কেন সৌদির পরে হয়)

৪| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

নূর আলম হিরণ বলেছেন: চাঁদ কোনো দেশ থেকে তখনই দেখা যাবে যখন এটা ১০.৫ ডিগ্রি এঙ্গেলে থাকবে সে দেশের অবস্থান অনুযায়ী। এই এঙ্গেলে আসতে সৌদি থেকে আমাদের দেশে আসতে কখনো ২১, কখনো আরো সামান্য কম বেশি লাগে। তাই আমরা তাদের পরেই চাঁদ দেখি। কিন্তু সূর্য অনুযায়ী আমাদের এমন অবস্থান যে তাদের ৩ঘন্টা আগে আমরা সূর্য দেখি।

০১ লা মে, ২০২২ রাত ৮:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ঠিক বলেছেন

৫| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রকেটে করে গিয়ে চাঁদ দেখে আসা উচিত। :)

গত দুই বছর ২৯ টা রোজা হয়েছে। এবার আশা করি ৩০ রোজা হবে।

০১ লা মে, ২০২২ রাত ৮:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ইলোন সাহেব করেটা কি !
আলহামদুলিল্লাহ।

৬| ০২ রা মে, ২০২২ রাত ১২:২১

গরল বলেছেন: বলেন কি এতদিন পর জানলেন, সত্যি বলছেন তো? ছোট বেলায় ঈদের চাঁদ দেখার জন্য মাঠে জড়ো হতেন না? একবার মেন আছে বাংলাদেশে ঈদ হয়েছে সৌদির দুদিন পরে কারণ আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখতে পারেনি কেউ। সেটা বোধ হয় এরশাদের সময়।

০২ রা মে, ২০২২ রাত ৩:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
চাদ দেখে লাফালাফি হয়েছে (তখন ঈদ আগে পরে বিষয় ছিলোনা ,ঈদ হচ্ছে সেটাই আসল বিষয় ছিল । )পরবর্তীতে(এখন পর্যন্ত আল্লাহ তৌফিক দিয়েছেন ) ব্যায়ের বা উপহারের হিসাবে ....চাঁদের হিসাব আজ জেনেছি

৭| ০২ রা মে, ২০২২ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো সামান্য ভুল হয়েছে। অথবা আমি বুঝতে ভুল করেছি।
সৌদি আরব +৬ ঘন্টা হওযার কথা নয়। বরং বাংলাদেশ +৬ এ আছে। সৌদি আরব +৩ তে আছে।

০২ রা মে, ২০২২ রাত ৩:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন
সম্পাদিত হলো

৮| ০২ রা মে, ২০২২ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০৬ ই মে, ২০২২ রাত ১২:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.