![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপূর্ন স্বপ্ন গুলো উড়ে যায় আকাশে মিশে গিয়ে আকাশে হয়ে যায় মেঘ, তাই দেখে আমি বসে ভাবি একা... এতো স্বপ্ন অপূর্ন রয়ে যায় তবু কেনো থামেনা এই স্বপ্ন দেখা.....
ভালোবাসা ঘুরে বেড়ায়
এই ছাদ থেকে ঐ ছাদ
এ বাড়ি থেকে ও বাড়ি, এ পথ থেকে ও পথ ।
ঘুরতে ঘুরতে দিন থেকে রাত হয়
শীত গিয়ে গ্রীষ্ম আসে,
ভালোবাসা হেটে যায় কৃষ্ণচূড়ার বুক ছুঁয়ে
রাতের আকাশে তারার মাঠে,
ভালোবাসা বৃষ্টিতে ভিজে বেড়ায়
কখনো এ হাত ছেড়ে ও হাত ধরে ।
ভালোবাসার স্পর্শ নিতে উড়ন্ত পাখি
নেমে আসে পৃথিবীর বুকে,
ভালোবাসার স্পর্শ পেয়ে মহামানব
রূপান্তর হতে থাকে তুচ্ছ থেকে নিকৃষ্টের দিকে...
তবু ভালোবাসা ছুটে যায় দূড়ন্ত বাতাস হয়ে
ভালোবাসা পরন্ত বিকেল হয়
রাতের আকাশ হয়
ঝরে যাওয়া তারা হয়
মেঘ হয়, কবিতা হয়, হয় কাশ ফুল
ভালোবাসা হেটে যায় তোমার পথ হয়ে
ভালোবাসা হয় দিন শেষে একলা জানালায় দাড়িয়ে থাকা কেউ ।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!