![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর তুমি, হৃদয়ে তুমি
ভালবাসার অগ্নীয় শীখা তুমি
তবুও জানি কিভাবে থাক তুমি
আমার হৃদয়ের পিণ্জর জুরে
ভালবাসার শীতল হাওয়া হয়ে।
এইটুকু বিশ্বাস নিয়ে
তুমি আছ আমার সুদ্বীপ প্রদীপ হয়ে,
জানি না তার মাঝেও কেন
হালকা হালকা মনে হয়
যখন থাক তুমি দৃষ্টির আড়াল হয়ে।
কেমন লাগল আমার নতুন এই কবিতাটা, নতুন কবি হিসাবে
জানাবেন!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩
প্রোটন১৩ বলেছেন: থ্যাংকু...দোয়া কইরেন মন খুইল্লা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৪
ঘাস্ফুল বলেছেন: ভাললাগলো প্রোটন
যাত্রা শুভ হোক।
শুভকামনা।