নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.bangladesh1971.org

এলেমেলো কথাবার্তা [email protected]

প্রত্যুৎপন্নমতিত্ব

আমার এই ব্লগএ কোন স্বাধীনতা বিরোধীর পদচারনা নিষিদ্ধ করা হৈল

প্রত্যুৎপন্নমতিত্ব › বিস্তারিত পোস্টঃ

বিবাহ বার্ষিকী :: যেদিন মাসুম ভাই এবং ভাবীর বিবাহ হৈছিলো ;)

২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

সকাল থেকেই মাসুম ভাইয়ের মন খারাপ... ক্ষনে ক্ষনে দীর্ঘশ্বাস ... এই দিনটা না থাকলে দুনিয়াটা কতো রঙিন হতে পারতে... অথচ কি হলো? ২৪ তারিখেই গলায় একটা দড়ি ঝুলাতে হলো :(... যত্তোসব। আজকে সকালেও আরেক প্রস্থ ঝগড়া... উফফ।



সকালেই ফোনে কথা বলতে ছিলাম মাসুম ভাইয়ের সাথে ..



মাসুম ভাই:
শোনেন টুটুল... স্ত্রীর কাছে পরাজয়টা স্পের্টিংলি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের বিবাহিত জীবন খুব সুখের। আপনার ভাবী মাঝে-মধ্যে আমার দিকে খাবার প্লেট কিংবা গ্লাস ছুড়ে মারে- আমার গায়ে লাগলে তিনি খুশি, না লাগলে আমি খুশি। বিয়াতো বস আমরাও কারছি? কৈ আমাগো তো এরম হয় না ... আশ্চর্য!!!



জিজ্ঞেস করলাম... বস ... গত রাতে যে ভাবীর সাথে ঝগড়া করেছিলেন তার মিটমাট করলেন ক্যাম্নে?



মাসুম ভাই: কিভাবে আর হবে, মাসুম ভাই হেসে জবাব দিলেন... শেষমেশ আপনার ভাবীকে আমার কাছে হামাগুড়ি দিয়েই আসতে হলো...



আমি কিছুই বুঝতে পারছিলাম না... এত ঝগড়া কৈরা কিনা ভাবী হামাগুড়ি দিয়া আসলো? ঘটনা কি মাসুম ভাই? ক্যাম্নে কি? খুইলা কইবেন?



মাসুম ভাই: আরে শোনেন আগে... আপনার ভাবী আমাদের খাটের কাছে এসে হামাগুড়ি দিয়ে বললেন - খাটের নিচ থেকে বেরিয়ে এসো মুখপোড়া। একগাল হেসে নিয়ে মাসুম ভাই জবাব দিলেন। :)



আর শোনেন, যে বিবাহিত দম্পতি দাবি করেন যে তাদের বিবাহিত জীবনে কোনও তর্কাতর্কি বা ঝগড়াঝাটি হয়নি, হয় তাদের স্মৃতিশক্তি দুর্বল না হয় তারা খুব একঘেয়ে জীবনযাপন করছেন। বুঝছেন? .... আমার তো মাথা আউলাইতেছে ... কিছুই বুঝতেছিনা ... ইনসোমিয়ায় ধর্লো নাকি?



মাসুম ভাই: আপনারে একটা গল্প শুনাই.... এক অশীতিপর বৃদ্ধ যিনি তার দীর্ঘজীবন লাভের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, “আমার বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সে এবং বাসর রাতেই বউয়ের সঙ্গে আমার বোঝাপড়া হয়েছিল এই মর্মে- তর্কাতর্কি তো লাগবেই, যিনি হারবেন তিনি বাড়ির বাইরের মাঠে মুক্ত বাতাস খেতে বেরিয়ে যাবেন। আমার মনে হয়, আমি যে বিগত বছরগুলোতে বাইরে বেরিয়ে মুক্ত বাতাস সেবন করেছি সে জন্য আমার আয়ু বেড়ে গেছে।“



আর অন্যদিকে? ভাবীতো মহা খুশি ... আজ থেকে সে স্বাধীনতা লাভ করেছে... ভাবীর সাথে কথা বলতেই শোনালো অন্য কাহিনি...



আমি :: ভাবী বিবাহ বার্ষকির শুভেচ্ছা... জীবনের অনেকটা সময় একত্রে পার করলেন... বাকিটাও পার করার দোয়া এবং শুভ কামনা।



ভাবী:: ধন্যবাদ টুটুল ভাই... আপনারা আছেন ক্যামন?

আমি:: আমরা ভাল আছি...

ভাবী:: ভালো বলেছেন। আমিও আমার জামাইরে কৈয়া দিছি .. কেউ যদি ক্যামন আছো/আছেন জিজ্ঞাসা করে তাহলে যেন অবশ্যই আপনার মতো করে বলে “আমরা ভাল আছি”। আরে ... বউর বকা খাইয়া মুখ গোমড়া কইরা রাখারতো কোন মানে নাই... তাইনা? আচ্ছা বলেন বকা দিবইনা ক্যান? ওইদিন আপনার মাসুম ভাইরে লৈয়া ডাক্তারের কাছে গেছি... এই ডাক্তারের কাছে গেলেই রিসিপশনের মেয়টারে সাথে নিয়া ঢুকতে হয় ...

আমি:: ক্যান ডাক্তার বেটায় কি বদ নাকি? তাহলে এই ডাক্তার ছাড়ান দেন ভাবী... দুনিয়াতে ম্যালা ডাক্তার আছে।

ভাবী:: আরে ধুর .. ঘটনাতো এইটা না... ডাক্তার ঠিকি আছে... কিন্তু এরম সুন্দরী রিসিপশনিস্টের সামনে তারে বসাইয়া রাখার কোন ভরসা পাওয়া যায় না আসলে।



আজ সেই দিন... যেদিন আম্রার মাসুমভাই তার স্বাধীনতা হারায় ... আর আমাদের ভাবী স্বাধীনতা পায়... শুধু কি তাই? বড় বড় বিষয় গুলো দেখার জন্য ভাবী একজন বড় মনের মানুষও পায় :)



আজ তাদের দুই জনেরি বিবাহ হয়েছিল। অনেক সুখি এই দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা।



সুখে কাটুক জীবনের বাকিটা সময়...











বি:দ্র: পোস্ট টা কালকের জন্য তৈরী করা হয়েছিল... মাসুম ভাই সিক থাকায় দেয়া হয়নি ;)

মন্তব্য ৪৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫১

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মাসুম ভাবীকে অভিনন্দন, মাসুম ভাইকে সমবেদনা জানাচ্ছি। :)

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সমবেদনা :)

২| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মাসুম ভাইয়ের লিগা -

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বিবাহ ভালা না :(

৩| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫২

ফেরারী পাখি বলেছেন: মাসুম ভাই আপনি কোথায়? ঝাতি আপ্নেরে খুঁজতাসে। আর লেখক তো মাশাল্লাহ-----------------


শুভ বিবাহ বার্ষিকী

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মাসুম ভাই ভাবীর অনুমতির জন্য গেছে ;)

৪| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

চাচামিঞা বলেছেন: আমিও মাসুম ভাবীকে অভিনন্দন, মাসুম ভাইকে সমবেদনা জানাচ্ছি। :)

৫| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

অন্যরকম বলেছেন: হেহেহে.... হামাগুরি দিয়া আসে...... ;)
=p~ =p~ =p~

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সব্বারি এরম করা লাকপে :)

৬| ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৮

অন্যরকম বলেছেন: মাসুম ভাই ও ভাবীকে শুভেচ্ছা! :)

৭| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

মীর ইমাম বলেছেন: সুন্দর লিখেছেন।

মাসুম ভাই & ভাবীর জন্য অনেক অনেক শুভকামনা ।আপনাদের অনাগত দিনগুলোও এমন মধুময় হোক,,,,ভালো থাকোন সবসময়...........।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২০

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

বিপ্লব রহমান বলেছেন: জট্টিল! =p~

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২০

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে বিপ্লবদা যে... কিরমাছেন :)

৯| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

রিমঝিম বলেছেন: মাসুম ভাই কে বিবাহ বিবাহ বার্ষীকির অনেক অনেক শুভকামনা।
ওনার আশু স্বাধীনতা কামনা করছি।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২১

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সহমত :)

১০| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

অনন্ত দিগন্ত বলেছেন: মাসুম ভাই এর স্বাধীনতা খর্বের আর ভাবীর নতুন জীবনের বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা :)

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২২

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: :) .... আপনাকেও ধন্যবাদ

১১| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

আহমেদ রাকিব বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। :)

২৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৯

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আপনাকেও :)

১২| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

শওকত হোসেন মাসুম বলেছেন: টুটুল দেখি পুরাটাই ভবিষ্যতদ্রষ্টা। নিজের ভবিষ্যত তার কাছে একেবারেই ফকফকা। সব আগেই টের পাইছে।
কে কয় আমি বউরে ভয় পাই। এই আমি অফিসে বইসা, বাসা থেকে দুই কিলোমিটার দুরে থেইক্কা বুক ফুলাইয়া কইতাছি বউরে মোটেই ডরাই না।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হাহাহাহাহা

হ.. তাইতো দেক্তাছি :) ... আমিও বস ডরাইনা :)

১৩| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

অন্যরকম বলেছেন: শওকত হোসেন মাসুম ভাই বলেছেন: "এই আমি অফিসে বইসা, বাসা থেকে দুই কিলোমিটার দুরে থেইক্কা বুক ফুলাইয়া কইতাছি বউরে মোটেই ডরাই না।" --------------- আমরা সবই বুঝতে পারছি! আপনে কঠিন বীর(কা)পুরুষ! :P

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: :)

১৪| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

ফেরারী পাখি বলেছেন: কি রে ভাই! মাসুম ভাই না হয় বৌরে ডরায়, তাই বলে কি আম্নেরাও ডরান? নাকি ভয়ে জীবনে মাসুম ভাই বৌ এর নাম মুখে আনে নাই?
সবাই দেখি মাসুম ভাইরেই ভাবী ডাকা শুরু করছে। মাসুম ভাই শেষমেষ লিঙ্গান্তরিত হইলেন, ভাবীর ডরে---------------হে হে হে

ঝাতির কি উন্নতি।

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: :)

১৫| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

েজবীন বলেছেন: স্বাধীন ভাবী'র জামাই মাসুমভাইকে বিয়ের বর্ষপূর্তিতে অনেক শুভকামনা :)

লেখা অনেক মজার হইছে .... :D

২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধইন্নাপাতা :)

১৬| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

শওকত হোসেন মাসুম বলেছেন: মিথ্যা কথা। আমি লিঙ্গান্তরিত হই নাই। @ ফেরারী পাখি।
এর চায়া বেশি কিছু কইলাম না কিন্তু।

১৭| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

ধ্রুব০০৭ বলেছেন: অনন্ত দিগন্ত বলেছেন: মাসুম ভাই এর স্বাধীনতা খর্বের আর ভাবীর নতুন জীবনের বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছা :)

২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধন্যবাদ

১৮| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: লেখক বলেছেন: বিবাহ ভালা না :(

সবাই স্বাক্ষী থাইকেন...... ;)

১৯| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

সিটিজি৪বিডি বলেছেন: বিয়েরপরে আমার জীবনটাও পাল্টে গেল.................।

২০| ২৫ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

কঁাকন বলেছেন: মুক ভেঙচির ইমো দিয়া গেলাম

২১| ২৫ শে জুন, ২০০৯ রাত ৮:১৪

স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: মাসুম ভাই রে শুভেচ্ছা...দোয়া করি উনি যাতে চার খানা বিবাহ করিয়া বউদের নিয়া সুখে শান্তিতে বসবাস করিতে থাকে... (আমার সাথে ভাবীর পরিচয় নাইক্কা...তাই আমার কুনু ভুয় নাইক্কা) ঃ)

~

২২| ২৫ শে জুন, ২০০৯ রাত ৮:৫১

তাসনীম বলেছেন: মাসুম ভাই ও ভাবীকে শুভ বিবাহ বার্ষিকী।টক ঝাল মিষ্টি আঁচারের মত হোক জ়ীবন...............

২৩| ২৫ শে জুন, ২০০৯ রাত ৯:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: মাসুম ভাইতো এখনো 'মাসুম' । উনারে নিয়া বেশি কিছু কইয়েন্না বেচারা এমনিতেই ২৪/৭ দৌড়ের উপ্রে থাকে :|

২৪| ২৫ শে জুন, ২০০৯ রাত ১০:৩৮

ইনক্রেডিবল বলেছেন: "মোট কথা স্ত্রী হচ্ছেন সেই বস্তু যার অভাবে সংসার চলে না এবং উপস্থিতিতে সংসার অভাবে অচল হয়। যাকে পাওয়ার পূর্বে পুরুষেরা কবিতা পড়ে এবং পাওয়ার পর গীতা। যাকে না পেয়ে খোজে পটাশিয়াম সায়ানাইড বা লেক এবং পেয়ে সন্ধান করে গেরুয়া বা রুদ্রাক্ষ। বোধহয় তার সম্পর্কেই লেখা হয়েছে - যাহা চাই, তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। সম্ভবতঃ কবিগুরুরও এটি বিবাহিত জীবনেরই রচনা।" - যাযাবর (স্ত্রীষু)

২৫| ২৬ শে জুন, ২০০৯ রাত ৩:২০

রন্টি চৌধুরী বলেছেন: ফুসফুসে সামান্য সমস্যা আছে আমার। একটু আগে দেখি পুরোমত শ্বাস নিতে গেলে ডানদিকে ব্যাথা হচ্ছে, তাই ভয়ে ভয়ে অল্প অল্প শ্বাস নিচ্ছিলাম। এই লেখা পড়ে এমন জোড়ে হাসি দিছি, যে মনে নাই যে ব্যাথা লাগবে। ব্যাথা লাগে নাই, উল্টা ঠিক হয়ে গেছে :)

মাসুম ভাই তাইলে এই ;)

২৬| ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

শওকত হোসেন মাসুম বলেছেন: আমি তাহলে কি এই???
সবাইরে ধইন্যা।
টুটুলরে স্পেশাল একটা।

২৭| ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

মে ঘ দূ ত বলেছেন: +++

২৮| ২৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৪

জয়িতা বলেছেন: অনেক দেরীতে দেখলাম পোষ্টটা।মাসুম ভাই -ভাবীকে অনেক শুভেচ্ছা।মাসুম ভাইরে সমবেদনা।

লেখককে +++++++++

২৯| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৯

জেরী বলেছেন: মাসুম ভাই-মাসুমা ভাবীকে শুভেচ্ছা

৩০| ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ :)

৩১| ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

নুশেরা বলেছেন: মজারু!

মাসুমভাইর হাঁটুর ব্যথা ভালো হইছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.