![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভবে শাশ্বত সুন্দর, আলো ছড়াই ব্রহ্মাণ্ডের যত অশান্ত জনপদে।
তারপর একদিন তুই আমাকে প্রশ্ন করলি, ''তুই এমন হলি কেন?" আমি কিছুই বলি নি ... ঠিক সেই মুহূর্তে আমি ফিরে গিয়েছিলাম আমার শৈশবের ভোতা অনুভূতিগুলো হাতড়াতে । তোর পায়ে পায়ে পথ চলতে শেখা আমার , তোর নিজের আমিত্তটাকে তুই আমার মধ্যেও খুজে নিতি, আমি তোকে বরাবর ই নিজের অজান্তে অনুসরণ করে গেছি । তারপর তোর সেই বিষাক্ত সময়ের দিনে ,তুই পুড়িয়ে দিয়েছিলি তোর চারপাশটাকে ,তোর আমিত্তকে । তোর বিষাক্ততার নীলে নীল হয়েছিল আমার কৈশোর , আমার চারপাশ থেকে তুই সরিয়ে দিয়েছিলি আমার বেঁচে থাকার সবটুকু অবলম্বন , তোর সেই নীলটাকে আজও ধারন করে আছি। তাই এখন বাঁচতে ভুলে গেছি আমি, প্রাণ আছে প্রাচুর্য নেই সে প্রাণের । মাঝে মাঝে মনে হয় এবার একটু উঠে দাড়াই- পারি না । সময়ের উদ্ভ্রান্ত পথে দেয়াল তুলে দিয়ে তুই নিজের পথ বেছে নিয়েছিলি আমাকে পথভ্রষ্ট করে । সবকিছু আগের মত হয়ে গেছে,সবাই ভুলে গেছে তাদের হারানো সময়গুলোকে । আর আমি ! আমি আছি নীলরঙা সেই কষ্টগুলোর দেয়ালচাপা পড়ে। মাঝখান থেকে তুই নিয়ে গিয়েছিলি আমার নিজের পৃথিবীটাকে ,আমার সত্তাটাকে।আমি নিজেকে চিনতে ভুলে গেছি, তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, পারব ও না কোনদিন ।
©somewhere in net ltd.