![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভবে শাশ্বত সুন্দর, আলো ছড়াই ব্রহ্মাণ্ডের যত অশান্ত জনপদে।
যে আমার বিকারগ্রস্ত প্রলাপে বিরক্ত হয়ে সাইকো না বলে 'তোরও একদিন প্রভাত আসবে বন্ধু ' বলবে, যে আমার দিশেহারা অন্ধকার পথে উপহাসের বদলে সঙ্ঘী হবে,রুদ্ধ হয়ে যাওয়া সবকটা পথ দেখে হাত দুটো বাড়িয়ে দিবে,বুঝতে না পারা নিজেকে বুঝতে শেখাবে,নষ্ট হয়ে যাওয়া অনুভূতি গুলো নতুন করে ফিরিয়ে আনবে,একগুয়ে যান্ত্রিক জীবন ছেড়ে সবুজের মোহে আচ্ছন্ন হবার প্রেরনা দিবে,মূল্যহীন জীবনটাকে অনর্থক বয়ে নিয়ে যাবার মানে বুঝাবে,সুতীব্র জীবনবোধে ক্লান্ত হয়ে যাওয়া আমাকে প্রশান্তির গান শোনাবে,দিনের শেষে হিসেবের খাতাটা শূন্য দেখেও আরেকটা দিনের প্রাপ্তির আশায় বেচে থাকার সপ্ন দেখাবে।
পৃথীবির সকল অশান্তি,অপ্রাপ্তি,অসুখ,অবিশাপ আর অশুভ শক্তির বিপরীতে আমার সেই ভেতরকার "বন্ধু" টা ভীষনভাবে জেগে উঠুক সমস্ত সত্তা আলোকিত করে।
বন্ধু দিবসে এই হোক আমার সুতীব্র বাসনা।
©somewhere in net ltd.