নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ জানে না,আমি জানি ,কত হাজার রাতের নিঃসঙ্গ চাঁদের কথোপকথন,কত বিনিদ্র অন্ধকারে মিলিয়ে যাওয়া কষ্টের আর্তনাদ,নীল রঙের গাঢ়ত্তে মোহাবিষ্ট সেই সব চিরন্তন মহাকাব্য।

রায়ীদ রক্তিম

অনুভবে শাশ্বত সুন্দর, আলো ছড়াই ব্রহ্মাণ্ডের যত অশান্ত জনপদে।

রায়ীদ রক্তিম › বিস্তারিত পোস্টঃ

যদি ফেরা না হয়

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

চারদিকে এত মৃত্যুর বিভীষিকাময় অবস্থা দেখে মাঝে মাঝে কিছু অদ্ভুত অনুভূতি আচ্ছন্ন করে দিয়ে যায়।ডুবতে থাকা কোন লঞ্চের ভেতর,মুখোমুখি সংঘর্ষে গুঁড়িয়ে যাওয়া কোন বাসে,লাইন চ্যুত কোন ট্রেনে কিংবা বিদ্ধস্ত হতে যাওয়া কোন বিমানে আটকে পরা প্রত্যেকটি সত্ত্বার পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক আগমুহূর্তের অতৃপ্ত হাহাকার গুলো চোখের সামনে ভেসে উঠে। আপন গন্তব্য মাঝপথে ছেড়ে দিয়ে মহাকালের অনন্ত অন্ধকার গন্তব্যে পাড়ি জমানো অজস্র প্রাণের আর্তনাদে মাঝরাতে ঘুম থেকে চিৎকার করে জেগে উঠি।আজকের অজস্র উচ্ছল,প্রাণবন্ত, দীপ্ত প্রাণ পরেরদিন শূন্য ,নিথর।কতটা সহজে আমরা হারিয়ে যাচ্ছি,আমরা হারিয়ে ফেলছি,"আমি" হারিয়ে যাচ্ছি।চলে যাওয়া প্রতিটি সত্ত্বার মাঝে নিজেকে আমরা এখনো কি খুজে পাইনি? নিজেকে আমরা একটুও কি হারাইনি ?

আজ পথ চলতে চলতে ভাবি,পথের প্রান্তে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলাকে আবার দেখব,নাকি পথটা নিজেই অনন্ত পথে পাড়ি জমাবে ,চেনা মুখগুলোকে অনন্ত প্রতীক্ষায় ভাসিয়ে দিয়ে ? তাই আমরা সেই হৃদয়ে বাধা সত্তাদেরকে বলে যাই, চলতে চলতে পথ যদি অজানাতেই পাড়ি দেয় তবে,বলতে না পারা কথাগুলো ফিরিয়ে নিয়ে আসব হয়ত কোন বালি হাঁসের ডানায়, রাখালের বাশি,জোনাকপোকার আলোয় কিংবা ভোরের স্নিগ্ধ বাতাসের মাঝে।কথা হবে অন্য কোন ভাষায়। মন ভাল রেখ প্রিয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.