![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তার।মানুষের সেবা করার চেষ্টা করি।বাকীটা উপরওয়ালার ইচ্ছা।
ইলিজারভ চিকিৎসা কি?
রাশিয়ায় ১৯৫০ সালে আবিষ্কৃত ইলিজারভ অর্থোপেডিক্স শাস্ত্রের একটি চিকিৎসা পদ্ধতি।
অর্থোপেডিক্স এ অন্য গতানুগতিক চিকিৎসার যেখানে শেষ, ইলিজারভ চিকিৎসার সেখানে শুরু।
একই সাথে সফট টিস্যু ও হার্ড টিস্যুর চিকিৎসা।
কসমেটিক্যালি কেউ চাইলে লম্বা হতে পারে।
শিশু থেকে বৃদ্ধ যেকোন বয়সের রোগীর চিকিৎসা করা যায়।
প্রতিদিন ১ মিঃ মিঃ করে হাড় লম্বা করা যায়।১৮-২০ সেমি পর্যন্ত (২০০৭ সাল), ২৭.৫ সেমি (২০১৬ সাল) হাড় লম্বা করা হয়েছে।
এই মেয়াদী চিকিৎসায় (৪ মাস থেকে ১ বৎসর ) যেমন ধৈর্য্যশীলতা প্রয়োজন তেমনি দরকার এক্সপার্ট সার্জন ।
প্রয়োজন নিয়মিত সুদক্ষ ও সুচারু ফলো-আপ ( মাসে অন্ততঃ ১ বার)
সেকেন্ড টাইম বড় অপারেশন ছাড়াই এটি রিমোভ করা যায়।
সর্বোপরি এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পূর্বে বিভিন্ন রোগ/ আঘাত জনিত কারণে হাত-পা কেটে ফেলতে হত,এখন তা করতে হয় না । (Limb saving surgery)।হাত-পা না কেটে বিকল্প চিকিৎসা পদ্ধতি।
ইলিজারভ রিং/ ফ্রেইমটা কি?
এটি তৈরী হয় বিভিন্ন সাইজের ষ্টেইনলেস ষ্টিলের রিং, তার, রড-বোল্ট ও নাটের সংমিশ্রণে। ফ্রেইম গুলো নিখুতভাবে আকৃতি বিন্যাস করা হয় আলাদা আলাদা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী।
কার্য-পদ্ধতিঃ
এই পদ্ধতিতে হাড় ধীরে ধীরে টানার ফলে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে নতুন হাড় তৈরি হয়। (Compression-distraction osteogenesis)
ইলিজারভ চিকিৎসার ব্যবহারঃ
বহুবিধ যেমনঃ
১) হাড় ভাঙ্গার চিকিৎসা (Treat fracture specially complex/open fracture)
২) জন্মগত/আঘাত জনিত বিকলাঙ্গতা রোগ সারানো/বাঁকা হাত-পা সোজা করা (Reshape/Correct deformities)
৩) প্রয়োজনমত হাত-পা লম্বা/ছোট হাড় বড় করা (Bone as well as Limb Lengthening )
৪) যে হাড় আদৌ জোড়া লাগানো সম্ভব নয় অন্য কোন পদ্ধতিতে সে হাড় জোড়া লাগানো সম্ভব এই পদ্ধতিতে (Non-Union, Pseudoarthrosis)
৫) হাত-পায়ের ইনফেকশন জনিত যেকোন রোগের চিকিৎসা যেমনঃ অস্টিও মাইয়েলাইটিসের চিকিৎসা, Infected Non-Union-INU etc
৬) হ্যান্ড প্যাথলজি ।
৭) হিপ প্যাথলজি ।
আজকের এই লেখার উদ্দেশ্যঃ
অর্থোপেডিক চিকিৎসা একটি দীর্ঘ মেয়াদী জটিল পদ্ধতি।সহজভাবে উপস্থাপন হলে চিকিৎসার মান উন্নয়নসহ সাধারণ মানুষ উপকৃত হবে । তাই সর্বসাধারণের মাঝে এই চিকিৎসা পদ্ধতির বিষয়ে সচতেনতা বাড়বে আশা করি।
সরকারী-বেসরকারী দুই পর্যায়ে এই চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের দেশে।
অপেক্ষাকৃত কম খরচ/প্রায় বিনামুল্যে এই সেবা হচ্ছে আমাদের দেশে। পাশের দেশে এ ধরণের চিকিৎসায় যেখানে খরচ হয় প্রায় ২-৫ লক্ষ টাকা,বাংলাদেশে বেসরকারী পর্যায়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা,আর সরকারী পর্যায়ে ১০-২০ হাজার টাকা।
শুধু রাজধানী ঢাকায় নয় প্রায় সারাদেশে যথা মেডিক্যাল কলেজ আছে এমন শহরে বা জেলা শহরে কম-বেশী ইলিজারভ পদ্ধতির চিকিৎসা হচ্ছে।
আঘাত জনিত কারণে/বিকলাঙ্গ রোগে হাত-পা কেটে ফেলার পূর্বে সর্বেশষ চিকিৎসা পদ্ধতি এটি।
এই সর্বশেষ চিকিৎসা না নিয়ে/না দিয়ে যেন আর কোন রোগীর হাত-পা কেটে ফেলতে না হয়।
আঘাত জনিত কারণে/বিকলাঙ্গ রোগে আমরা আর কোন রোগীর হাত-পা কেটে ফেলতে চাই না।
ধন্যবাদান্তে
DR.KAMRUZZAMAN MANIK
MBBS (MMC), D.ORTHO-SUGERY (NITOR)
LIMB LENGTHENING, DEFORMITY CORRECTION
& ILIZAROV FELLOWSHIP (SOUTH KOREA)
AO TRAUMA MASTERS (SWITZERLAND)
E-mail:[email protected]
Cell:01911-046500
২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৪
কামরুজ্জামান মানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কারও যদি কখনও সামান্য উপকারে আসে ভালো লাগবে।সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা কিছুটা হলেও লাগব হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। +।

শুভ ব্লগিং........