![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তার।মানুষের সেবা করার চেষ্টা করি।বাকীটা উপরওয়ালার ইচ্ছা।
কর্মব্যস্ত জীবনে মানুষের প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে যাতায়ত বেড়েই চলেছে।২০১৮ সালের প্রথম ৪ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৮৭১, এতে ২১২৩ জন নিহত,৫৫৫৮ জন আহত, যা ২০১৭ সালের তুলনায় ১-২% বৃদ্ধি পেয়েছে, সুত্রঃ দৈনিক প্রথম আলো,১/৫/২০১৮ ইং। অপ্রিয় হলেও সত্য সেই সাথে বাড়ছে অর্থোপেডিক ও ট্রমা রোগী।এই ক্রম বর্ধমান রোগীদের চিকিৎসার প্রয়োজনে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করতে হবে। তাই আজ অর্থোপেডিক্স চিকিৎসার একটি দিক নিয়ে আলোকপাত করেছি।
ইলিজারভ চিকিৎসা কি?
ইলিজারভ ১৯৫১ সালে রাশিয়ায়আবিষ্কৃত অর্থোপেডিক্স শাস্ত্রের একটি চিকিৎসা পদ্ধতি।
একই সাথে হার্ড টিস্যুর ওসফট টিস্যু চিকিৎসা করা যায়।
এই পদ্ধতির দ্বারা কসমেটিক্যালি লম্বা হওয়া সম্ভব।
শিশুথেকেবৃদ্ধযেকোনবয়সেররোগীরচিকিৎসাকরাযায়।
প্রতিদিন ১ মিঃ মিঃ করে হাড় লম্বা করা যায়।১৮-২০ সেঃমিঃ পর্যন্ত (২০০৭ সাল),২৫ সেঃমিঃ(২০১৬ সাল) হাড় লম্বা করা হয়েছে।
এই মেয়াদী চিকিৎসায় (৪ মাস থেকে ১ বৎসর )যেমন ধৈর্য্যশীলতা প্রয়োজন তেমনি দরকার এক্সপার্ট সার্জন এবং গুড টিম ওয়ার্ক।
নিয়মিত সুদক্ষ ও সুচারু ফলো-আপ প্রয়োজন ( মাসে অন্ততঃ ১ বার)
সেকেন্ড টাইম বড় অপারেশন ছাড়াই এটি শরীর থেকে রিমোভ করা যায়।
সর্বোপরি এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পূর্বেবিভিন্ন রোগ/ আঘাত জনিত কারণে হাত-পা কেটেফেলতে হত,এখন তা করতে হয় না (Limb saving surgery)।
ইলিজারভ রিং/ ফ্রেইমটা কি?
এটি তৈরী হয় বিভিন্ন সাইজের ষ্টেইনলেস ষ্টিল/কার্বন এর রিং,রড-বোল্ট ও নাটের সংমিশ্রণে।তার দিয়ে যুক্ত থাকে শরীরের সাথে। আর ফ্রেইম গুলো নিখুতভাবে আকৃতি বিন্যাস করা হয় আলাদা আলাদা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী।
কার্য-পদ্ধতিঃ
এই পদ্ধতিতে হাড়ধীরে ধীরে টানার ফলে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে নতুন হাড় তৈরি হয়। (Compression-distraction osteogenesis)
Law of tension stress: Theprocess of new bone and soft tissue regeneration under the effect oftension-stress caused by slow and gradual distraction
ইলিজারভ চিকিৎসার ব্যবহারঃ
বহুবিধ যেমনঃ
১) হাড় ভাঙ্গার চিকিৎসা (Treat fracture specially complex/open fracture)
২) জন্মগত/আঘাত জনিত বিকলাঙ্গতা রোগ সারানো/বাঁকা হাত-পা সোজা করা যায়। (Reshape/Correct deformity)
৩) প্রয়োজনমত হাত-পা লম্বা/ছোট হাড় বড় করা যায়।(Bone aswell as Limb Lengthening )
৪) যে হাড়অন্য কোন পদ্ধতিতে আদৌ জোড়া লাগানো সম্ভব নয় সে হাড় এই পদ্ধতিতে জোড়া লাগানো সম্ভব (Non-Union, Pseudoarthrosis)
৫) হাত-পায়ের ইনফেকশন জনিত যেকোন রোগের চিকিৎসাযেমনঃ অস্টিও মাইয়েলাইটিসের চিকিৎসা,Infected Non-Union-INUetc
৬) হ্যান্ড প্যাথলজি ।
৭) হিপ প্যাথলজি ।
সর্বশেষ মেসেজঃ
ইলিজারভ অর্থোপেডিক চিকিৎসা শাস্ত্রের একটিপদ্ধতি।কারো নিকট এটি আপাত জটিল মনে হতে পারে।সহজভাবে উপস্থাপন হলে চিকিৎসার মান উন্নয়নসহ সবাই উপকৃত হবে
আঘাত জনিত কারণে/বিকলাঙ্গ রোগে হাত-পা কেটে ফেলার পূর্বেসর্বেশষ চিকিৎসা পদ্ধতি এটি।
এই সর্বশেষ চিকিৎসা না নিয়ে/না দিয়ে আর যেনকোন রোগীর হাত-পা কেটে ফেলতে না হয়।
©somewhere in net ltd.