নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুজামান অর্থোপেডিক সার্জন

কামরুজ্জামান মানিক

আমি একজন অর্থোপেডিক্সের ডাক্তার।মানুষের সেবা করার চেষ্টা করি।বাকীটা উপরওয়ালার ইচ্ছা।

কামরুজ্জামান মানিক › বিস্তারিত পোস্টঃ

ইলিজারভ চিকিৎসা পদ্ধতি

০৫ ই জুন, ২০১৮ রাত ১:২৬

কর্মব্যস্ত জীবনে মানুষের প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে যাতায়ত বেড়েই চলেছে।২০১৮ সালের প্রথম ৪ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৮৭১, এতে ২১২৩ জন নিহত,৫৫৫৮ জন আহত, যা ২০১৭ সালের তুলনায় ১-২% বৃদ্ধি পেয়েছে, সুত্রঃ দৈনিক প্রথম আলো,১/৫/২০১৮ ইং। অপ্রিয় হলেও সত্য সেই সাথে বাড়ছে অর্থোপেডিক ও ট্রমা রোগী।এই ক্রম বর্ধমান রোগীদের চিকিৎসার প্রয়োজনে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করতে হবে। তাই আজ অর্থোপেডিক্স চিকিৎসার একটি দিক নিয়ে আলোকপাত করেছি।
ইলিজারভ চিকিৎসা কি?
 ইলিজারভ ১৯৫১ সালে রাশিয়ায়আবিষ্কৃত অর্থোপেডিক্স শাস্ত্রের একটি চিকিৎসা পদ্ধতি।
 একই সাথে হার্ড টিস্যুর ওসফট টিস্যু চিকিৎসা করা যায়।
 এই পদ্ধতির দ্বারা কসমেটিক্যালি লম্বা হওয়া সম্ভব।
 শিশুথেকেবৃদ্ধযেকোনবয়সেররোগীরচিকিৎসাকরাযায়।
 প্রতিদিন ১ মিঃ মিঃ করে হাড় লম্বা করা যায়।১৮-২০ সেঃমিঃ পর্যন্ত (২০০৭ সাল),২৫ সেঃমিঃ(২০১৬ সাল) হাড় লম্বা করা হয়েছে।
 এই মেয়াদী চিকিৎসায় (৪ মাস থেকে ১ বৎসর )যেমন ধৈর্য্যশীলতা প্রয়োজন তেমনি দরকার এক্সপার্ট সার্জন এবং গুড টিম ওয়ার্ক।
 নিয়মিত সুদক্ষ ও সুচারু ফলো-আপ প্রয়োজন ( মাসে অন্ততঃ ১ বার)
 সেকেন্ড টাইম বড় অপারেশন ছাড়াই এটি শরীর থেকে রিমোভ করা যায়।
 সর্বোপরি এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পূর্বেবিভিন্ন রোগ/ আঘাত জনিত কারণে হাত-পা কেটেফেলতে হত,এখন তা করতে হয় না (Limb saving surgery)।
ইলিজারভ রিং/ ফ্রেইমটা কি?
এটি তৈরী হয় বিভিন্ন সাইজের ষ্টেইনলেস ষ্টিল/কার্বন এর রিং,রড-বোল্ট ও নাটের সংমিশ্রণে।তার দিয়ে যুক্ত থাকে শরীরের সাথে। আর ফ্রেইম গুলো নিখুতভাবে আকৃতি বিন্যাস করা হয় আলাদা আলাদা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী।
কার্য-পদ্ধতিঃ
এই পদ্ধতিতে হাড়ধীরে ধীরে টানার ফলে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে নতুন হাড় তৈরি হয়। (Compression-distraction osteogenesis)
Law of tension stress: Theprocess of new bone and soft tissue regeneration under the effect oftension-stress caused by slow and gradual distraction
ইলিজারভ চিকিৎসার ব্যবহারঃ
বহুবিধ যেমনঃ
১) হাড় ভাঙ্গার চিকিৎসা (Treat fracture specially complex/open fracture)
২) জন্মগত/আঘাত জনিত বিকলাঙ্গতা রোগ সারানো/বাঁকা হাত-পা সোজা করা যায়। (Reshape/Correct deformity)
৩) প্রয়োজনমত হাত-পা লম্বা/ছোট হাড় বড় করা যায়।(Bone aswell as Limb Lengthening )
৪) যে হাড়অন্য কোন পদ্ধতিতে আদৌ জোড়া লাগানো সম্ভব নয় সে হাড় এই পদ্ধতিতে জোড়া লাগানো সম্ভব (Non-Union, Pseudoarthrosis)
৫) হাত-পায়ের ইনফেকশন জনিত যেকোন রোগের চিকিৎসাযেমনঃ অস্টিও মাইয়েলাইটিসের চিকিৎসা,Infected Non-Union-INUetc
৬) হ্যান্ড প্যাথলজি ।
৭) হিপ প্যাথলজি ।
সর্বশেষ মেসেজঃ
 ইলিজারভ অর্থোপেডিক চিকিৎসা শাস্ত্রের একটিপদ্ধতি।কারো নিকট এটি আপাত জটিল মনে হতে পারে।সহজভাবে উপস্থাপন হলে চিকিৎসার মান উন্নয়নসহ সবাই উপকৃত হবে
 আঘাত জনিত কারণে/বিকলাঙ্গ রোগে হাত-পা কেটে ফেলার পূর্বেসর্বেশষ চিকিৎসা পদ্ধতি এটি।
 এই সর্বশেষ চিকিৎসা না নিয়ে/না দিয়ে আর যেনকোন রোগীর হাত-পা কেটে ফেলতে না হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.