নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি আর কি বলবো! আমার পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আসলে নিজের সম্পর্কে কিছু বলা/লিখা অনেক কঠিন একটা কাজ, আমি মনে করি যে, পৃথিবীতে কোন মানুষই তার নিজের সম্পর্কে ১০০% সঠিক তথ্য দিতে পারবে না।

ডেড ম্যান ওয়াকিং

আমি একজন সত্য প্রচারে নিয়োজিত আল্লাহর অতি নগন্য গোলাম।

ডেড ম্যান ওয়াকিং › বিস্তারিত পোস্টঃ

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছি, দয়াকরে কেউ এড়িয়ে যাবেন না।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৫৪

আসসালামু আলাইকুম বন্ধুরা,

বর্তমান সময়ে কেউই ভালো থাকার কথা না, তারপরেও জিজ্ঞেস করছি - কেমন আছেন আপনারা? আমি আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যাইহোক আমি আমার লেখার মূল বিষয়ে চলে যাই।

আমাদের সমাজে প্রায়ই একটি বাক্য বলতে শুনা যায়, বা অনেক সাংবাদিক ভাইয়েরা জেনে অথবা না জেনে হয়তো এই বাক্যটি ব্যবহার করে থাকেন। বাক্যটি হলো - মৃত্যুর সাথে পাঞ্জা লড়া (নাউযুবিল্লাহ)

অসুস্থ ব্যক্তিরা যখন অনেকদিন ভীষণ অসুস্থ থেকে একসময় মারা যায়। তখন তাদের আত্বীয় স্বজনরা বলতে থাকে অমুক ব্যক্তি অনেকদিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। নাউযুবিল্লাহ

আবার অনেকে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে, আগুনে পুড়ে, গাছ থেকে পড়ে অথবা যেকোন কঠিন অসুস্থতার দরূণ হাসপাতালের বেডে পড়ে যখন কাতরাতে থাকেন, তখন রোগীর স্বজনদের কে বলতে শোনা যায় যে, তিনি অনেকদিন যাবত হাসপাতালের বেডে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন আসলে এই কথাটি সম্পূর্ণই ভূল।

এভাবে বলাটা আদৌ শুদ্ধ নয়। কেননা পাঞ্জা লড়ার বিষয়টি সাধারণত সমশক্তি সম্পন্নদের মাঝে হয়ে থাকে, যেখানে হার-জিত তথা জয় বা পরাজয় উভয়ের সম্ভাবনা থাকে।

কিন্তু মৃত্যুর ব্যাপারটি তদ্রুপ নয়। মৃত্যু সাথে একজন অতিশয় দুর্বল মানুষের পাঞ্জা লড়ার বিষয়টি অমূলক কোনো মুসলমান উনাদের জন্য এ ধরনের বিশ্বাস রাখা উচিত নয়। অসাবধানতার কারণে এ ধরনের কথা মুখে আসলেও তা পরিহার করা জরুরী।

আমাদের সবার মনে রাখা উচিত - মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মত শক্তি মানুষের নেই। একটু মাথা কাটিয়ে দেখুন - যার হায়াত শেষ হয়ে গেছে, তারপরও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তাদের কেউ কি জীবিত থাকতে পেরেছেন??? এমন কোন রেকর্ড আছে?? না নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কোন সুস্থ সবল মানুষের নেই। নেই কোন বিশাল দেহি চতুষ্পদ প্রানীর ও। মৃত্যুর সময় উপস্থিত হওয়া মাত্রই সকল প্রানীকূল কেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়।

সম্মানিত পাঠক আমার লেখায় কোন প্রকার ভুল থাকলে ক্ষমা আমাকে ক্ষমা করে দিবেন।

আমি আশা করি আপনারা আমার লিখাটি পড়ে বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি। তাই এমন কথা বলা এবং এমন উদ্ভট কথা বিশ্বাস করা থেকে নিজেকে দুরে রাখুন। কেননা এসব ফালতু বিশ্বাস ঈমানের জন্য অনেক ক্ষতিকারক

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কোন সুস্থ সবল মানুষের নেই।
...........................................................................................
এটা কথার কথা, তবে ঘরে বসে থাকলে কেউ খাবার দিবে না,
আয় করতে হবে , পরিশ্রম করতে হবে ।
তেমনি অসুখ হলে ডাক্তার দেখাতে হবে,
এতে ঈমান ভঙ্গ হয়না ।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৫

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

২| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৩

নেওয়াজ আলি বলেছেন: সবাই আমিন বলেন।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৬

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: নেওয়াজ আলি ভাই - আমিন।

৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


খুবই গুরুত্বপুর্ণ বিষয়, ১৪০০ বছর কেহ ইহা নিয়ে ভাবেননি, আপনি ভেবেছ্ন; বিশাল ব্যাপার!
এখন থেকে বলতে হবে, "রোগী মৃত্যর কাছে নিজকে সমর্পণ করেছেন"; কি বলেন, শুনতে ভালো লাগছে?

০১ লা জুলাই, ২০২০ রাত ১:১৪

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: আলহামদুলিল্লাহ শুনতে ভালো লাগছে ভাই।

৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বলা হয় জীবন বাঁচানো ফরজ (সত্যি কিনা জানি না)। জীবন হুমকির সম্মুখীন হলে জীবন বাঁচানোর চেষ্টা করা যাবে। ডাক্তার রোগীকে বাচাতে চেষ্টা করে। এটা দোষের কিছু না।

৫| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


খেয়াল রাখতে হবে, অসুস্হ হলে, কেহ যেন ঔষধ ইত্যাদি খেয়ে মৃত্যুকে অকারণ ঠেকিয়ে না রাখে; ঔষধ খাওয়া মানে মৃত্যুর সাথে বেয়াদবী করা।

৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ২:২২

নূর আলম হিরণ বলেছেন: মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বলতে বুঝায় রুগী সুস্থ্য হওয়ার চেষ্টা করেছে। এটাতে দোষের কিছু নয়। আপনি খামোকা চিন্তিত হচ্ছেন। লিলকিতাল হাতা'ল মউত। এভাবে বললে হয়তো আপনার চিন্তা কমে যেত।

৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ২:৪০

Enigmatic jihad বলেছেন: মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারেই টানে, মৃত্যুকে যে বুক পেতে লয়, বাঁচতে তারাই জানে।

৮| ০১ লা জুলাই, ২০২০ ভোর ৬:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার উপর রহমত আছে তাই আপনি ডেড ম্যান হয়ে ওয়াকিং করতে পারছেন।

৯| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আমি ভাই আল্লাহর উপর বিশ্বাস রেখেই বেঁচে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.