নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

নিদর্শন : আমার জানা/বোঝার সিমাবদ্ধতা কি সত্যকে পাল্টাতে পারবে?

০৩ রা জুন, ২০১৭ রাত ১২:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম

A
এই যে উপরের লেখা টা দেখছেন - সবাই জানেন এটি ইংরেজি বর্নমালার একটি অক্ষর।

এটা বাহ্যিক জানা। (টিকা- ১)

আপনাদের কেউ কেউ (যারা কম্পিউটার সায়েন্স পড়েছেন) আবার জানেন যে এটা আসলে 065 (ascii) । এখন যিনি জানেন এটা 065 তিনি যখন এটা বলবেন, তখন যারা শুধু বাহ্যিক জানেন তারা মানতে চাইবেন না। যুক্তি দিয়ে বলেবেন আমি নিজের চোখে দেখছি এটা A আর আপনি বলছেন 065

তিনি অস্বীকার করবেন

আর একটু গভীরে যিনি জানেন তিনি হয়তো বলেবেন এটা 065 না, এটা আসলে ০১০১০১১১ জাতীয় কিছু- সবকিছু এই ০ আর ১ এর খেলা । তখন ত এটা মানা আরো কঠিন হয়ে যাবে। পারলে বাহ্যিক বুদ্ধিজীবিরা তাকে বলবেন অন্ধবিশ্বাসী।

এখন যিনি আরো গভীরে জানেন তিনি বলবেল এটি আসলে ০ আর ১ এর খেলা না। এটি শুধু একটি ভোল্টেজের উপস্থিতি অথবা অনুপস্থিতি। তখন তো পারলে বাহ্যিক বুদ্ধিজীবিরা চিৎকার করে উঠবে। একে ধরে পাগলা গারদে পাঠাও। বলে কিনা, এইসব কিছু একটা সত্তা থেকে এসেছে? এইযে বিশাল বিশাল গাড়ি চালাই, সুপার ম্যান, এই যে এত বড় বড় বিল্ডিং দেখছি মনিটরে-- বলে কিনা এই সব কিছু একটা সত্তার কাজ?

আকল ওয়ালা ভাই ও বোনেরা। আপনাদের চোখের সামনেই আল্লাহ পাক কম্পিউটারের মত নিদর্শন (টিকা-২) দিয়ে রেখেছেন। এই মহাবিশ্বটাও একটা একক সত্তা থেকে এসেছে - বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই সত্য।

আমার এই লেখা কারো চোখ খোলতে সাহায্য করলে- তার কাছে এই অধমের জন্য দোয়া কামনা রইল

টিকা-১: " তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে" http://tanzil.net/#trans/bn.bengali/30:7
টিকা-২: "এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। " http://tanzil.net/#trans/bn.bengali/41:53

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:১১

মুখোশ মানব বলেছেন: আলহামদুলিল্লাহ....

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:০৪

বক বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নতুন নকিব বলেছেন:



চমকপ্রদ!

৫| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: ++++

৬| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ক্প্যুটিং এর কোডিং দিয়ে কি বুঝাতে চাচ্ছেন?

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

বক বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাইয়ের আত্মা, আপনি কোন টা বুঝতে পারেন নাই জানলে আমি আমার সাধ্যের মধ্যে চেস্টা করতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.