নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাসীরা ইসরাইলকে এত পছন্দ করে , তারপরও বিষয়টা খেয়াল করেনা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০


কুরআন যখন নাজিল হয় তখন দুনিয়াতে জাতির অভাব ছিল না। চীন, মংগোলিয়, তাতার সবই ছিল । বরং ইহুদিরা দুনিয়ার মানে উল্লেখ করার মত কোন জাতি ছিল না।

তারপরও আল্লাহ পাক কুরআন শরীফে বার বার বনী ইসরাইলের কথা বলেছেন। কেন চীন না?

এখন না ২০১৭ তে এসে আমরা বুঝতে পারছি বনী ইসরাইল কি জিনিস। কিন্তু ১৪৫০ বছর আগে কুরআনে কেন? এ প্রশ্ন কি অবিশ্বাসীদের মনে আসে না?

আসলে সে অবাক হয়ে খেয়াল করত- কুরআন কতটা সত্য। দুনিয়াতে এখন এই অল্প সংখ্যক বনী ইসরাইল-ই কিভাবে নিরীহ মানুষকে দৌড়ের উপর রেখেছে।

আল্লাহ পাক জানতেন। তাই তিনি উনার বানী কোরআনে বনী ইসরাইলের সর্ম্পকে বার বার আলোচনা করেছেন। চীন নিয়ে নয়।

আল্লাহ পাক ১৪৫০ বছর আগে আমাদেরকে এও জানিয়েছেন -

"হে বনী-ইসরাঈল! আমার অনুগ্রহের কথা স্মরণ কর, যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বাবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি"। (২:১২২)

এখনও কি অবিশ্বাসীরা বা ইসরাইল প্রেমীরা দেখছে না- বনী ইসরাইলের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব? এখনও কি বিশ্বাস হয় না এ কুরআন সত্য। এটা বিশ্ব প্রতিপালক এক আল্লাহ থেকে এসেছে।

সূরা বনী ইসরাইল থেকে কয়েকটি আয়াতের অর্থ:-

আমি বনী ইসরাঈলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। (4)

অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে-কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। (5)

অতঃপর আমি তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে পালা ঘুয়িয়ে দিলাম, তোমাদেরকে ধন-সম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। (6)

তোমরা যদি ভাল কর, তবে নিজেদেরই ভাল করবে এবং যদি মন্দ কর তবে তাও নিজেদের জন্যেই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এল, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমন্ডল বিকৃত করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয়, সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। (7)







মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

মানিজার বলেছেন: কুন বিষয়টা ?

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নির্লিপ্ত হিমু বলেছেন: হাহাহা,,, মোদ্দা কথা হলো, ইহুদি ধর্মের নির্যাস দিয়ে সৃষ্ট ইসলামের প্রবক্তা ও তার আশেপাশের মানুষেরা চীন নিয়ে কমই জানত। তাদের জগত ছিল খুবই ক্ষুদ্র। সেই ক্ষুদ্র জগতকে তারা দুনিয়া ভাবত। চীনের নাম ছাড়া অন্য কিছুই জানত না। ত্রাস সৃষ্টিকারীদের কথা যখন বারংবার বলতে হচ্ছে, তাহলে চেঙ্গিস খানের মোঙ্গলদের কথা বলে নি কেন? আর মানুষের হেদায়ার শুধু আরবে কেন? মানজাতিকে হেদায়াত করতে হলে চীন, ভারত, আফ্রিকা, আমেরিকা সব দেশেই নবি নির্বাচিত হত। আসলে সেমিটিকরা যে ধর্ম বানিয়েছে, সেখানে সেমিটিক নবি ছাড়া অন্য নবি আসবে কোথা থেকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

বক বলেছেন: কেন? রোম, পারস্য নিয়ে জানতেন না? সূরা রোমও ত আছে দেখছি? কিন্তু রোমের কথা ১ বার-এ বলা হয়েছে।

কু-তর্ক করে লাভ নেই।

আপনি যদি হেদায়েতের যোগ্য হন অনেক উত্তর আপনার আশেপাশে, ডানে বামে পাবেন। আর তা না হলে ঘি মাখিয়ে খাইয়ে দিলেও লাভ নাই।

দোয়া করি আল্লাহ পাক আপনাকে সঠিক বুঝ দান করুন

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

প্রশ্নবোধক (?) বলেছেন: @হিমু......
আপনার প্রশ্নটা খুব সুন্দর । এধরনের প্রশ্ন মনে আসতেই পারে । কিন্তু এধরনের প্রশ্ন করে আপনি শ্রেফ এটা বুঝিয়েছেন যে আপনি ইসলাম সম্পর্কে কোন জ্ঞান রাখেননা। আপনি সত্যকে ধারণ করলে সত্যই আপনাকে মুক্তির পথ দেখাবে।
ইসলাম শ্রেফ বিশ্বাসের ধর্ম নয়, এটা যুক্তি , ইতিহাস এবং প্রমাণ নির্ভর ধর্ম ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর যুক্তিসহ পোস্ট।

ধন্যবাদ।

৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লিখেছেন।

৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০১

পদ্মপুকুর বলেছেন: এত পুরোনো ব্লগার আপনি, লগড ইনও আছেন দেখছি, এত কম লিখছেন কেন?

আর আপনার নাম বক এর যায়গায় কি দিতে চেয়েছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.