নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

তারা আমার, আপনার মগজের উপর দিয়ে চলে

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫৪

ফিলিস্তিনে ইসরাইলের কর্মকান্ড কি দিয়ে জাস্টিফাইড করবেন? ৩ ধরনের জাস্টিফিকেশন লক্ষ্য করা যায়।

১। যারা প্রতিবন্ধি টাইপের মানুষ, না বুঝেই ইসরাইলের শান, শওকত, প্রভাব প্রতিপত্তি দেখে তার পক্ষপাতী। তাদের কোনো যুক্তি বা সেন্স-এর প্রয়োজন হয়না। ইসরাইল যা করে, সবই সঠিক।

২। গুটি কিছু লোক যারা এমন কিছুর পিছনে ছুটছে, তারা জানে সেটা কি। এবং তারা তা অর্জনের জন্য প্রচলিত সব লজিক এন্ড সেন্স কে বৃদ্ধাংগুলি দেখাতেও কৃপনতা করছে না। আমাদের যতই এবসার্ড মনে হোক, তাতে তাদের কিছু যায় আসে না। বরং মনে মনে তারা হাসে।

৩। আর একদল যাদেরকে লম্বা সময় ধরে সিস্টেম্যটিকেলি বেকায়দায় ফেলা হয়েছে, তারাও জানে তারা কি করছে।

দ্বিতীয় আর তৃতীয় দল আপনার আমার মগজের উপর দিয়ে চলে। আপনি মানুন বা না মানুন। দ্বিতীয় দলকে ঠেকাবে তৃতীয় দলটি এবং সেটাও অবসম্ভাবী ।

আমাদের দৌড় যে সাইন্স পর্যন্ত , দ্বিতীয় আর তৃতীয় দল তার অনেক উপরের সাইন্স নিয়ে খেলছে। দ্বিতীয় দলের ডিসপ্লে হচ্ছে দুনিয়া আর তৃতীয় দলের ডিসপ্লে হচ্ছে আখেরাত। স্বভাবতই দুনিয়াবাসির অধিকাংশই দুনিয়ার ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে আর thumps up , congrats করে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি কি লিখতে চেয়েছেন, সেটা ৫ম শ্রেনীর কোন বাচ্চার কাছে বলেন, সে লিখে দিবে।

২| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৪

শেরজা তপন বলেছেন: আপনি কি বলতে চেয়েছেন সম্ভবত সেটা আপনি বোঝাতে পারেননি, না হয় আমরা বুঝতে পারিনি; ওই মাথার উপ্রে দিয়া গেল!!

৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১২

নতুন বলেছেন: আপনি ব্লগের কিছু লেখা বা মন্তব্য পড়ে বুঝতে পারেন নাই তারা কি বলছেন।

সবাই এই সমস্যার সমাধান চায়।

কিছু আছে মাথা মোটা হামাসের হামলায় ঈহুদী হত্যা করে আনন্দ প্রকাশ করে আবার ইসরাইলি হামলায় কেউ মারা গেলে কান্যা করে। এরা মনে করে হামাসের মতন হামলা করে ইসরাইলীদের পরাজিত করে পুরো ফিলিস্তিন দখল করে নেবে। ইসরাইল এই ভুমি ত্যাগ করবে। তারা বিশ্বাস করে অলৌকিক ভাবে হামাসের হাতে ইসরাইল পরিজিত হবে.... Al-Malhama Al-Kubra হতে যাচ্ছে বলে বসে আসে....

আমরা কয়েকজন আছি যারা বাস্তবতা বুঝি। তারা এই সমস্যার সমাধান চান আলোচনার মাধ্যমে।

৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪০

ধুলো মেঘ বলেছেন: ইসরাইলকে সমর্থনের কারণ হচ্ছে, মানবকল্যাণে বিভিন্ন রকমের অবদান রাখার জন্য এই দলের ৫৬ জনকে এই পর্যন্ত নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। অপরপক্ষে ফিলিস্তিনিরা বিশ্ব মিডিয়ায় সন্ত্রাসী বলে চিত্রিত। কল্যাণের সৈনিকেরা শান্তি বিঘ্নকারীদেরকে শাস্তি দেবে - এটাই তো স্বাভাবিক, নাকি!

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৬

কাঁউটাল বলেছেন: ডিসকো গাজি কি ৫ম শ্রেনীতে বৃত্তি পেয়েছিল?

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমার আশাবাদ হচ্ছে ইজরায়েল ফিলিস্তিনসহ আশপাশের আরব অঞ্চলগুলি দখল করে নিক। এতে ইসলামের কারণে মধ্যপ্রাচ্য পশ্চাৎপদ থেকে বেরিয়ে আধুনিক জীবন দর্শনের মুখ দেখবে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৪

অধীতি বলেছেন: তাহলে দ্বিতীয় দল হল তথাকথিত নাস্তিক আর তৃতীয় দল হল তথাকথিত আস্তিক। তবে যাই বলুন প্রথম দলের মানুষের এ্যালার্জি বেশি। খালি চুলকায়।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯

বিজন রয় বলেছেন: হ্যালো বক কেমন আছেন? আপনি অনেক পুরানো ব্লগার!!
১৭ বছরের বেশি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.