নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের খোঁজে.........

আমি রিক্ত শুন্য, নাই কোনো পুন্য।

সত্যের পূজ়ারী

সত্যকে বাসি আমি সবার চেয়ে ভাল

সত্যের পূজ়ারী › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ আশরাফুলঃ কিসে আমরা কষ্ট পাই, কিসে পাই না!

০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫১

হলমার্ক ৪ হাজার কোটি টাকা জালিয়াতি করে মেরে দেয়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



সুরঞ্জিতের গাড়িতে কাল বিড়াল থুক্কু ৮০ লাখ টাকা পাওয়া যায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



পা্থর বাপেরা হাজার হাজার টন চিনি-গম চুরি করে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



তারেক-কোকোরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



দেশ থেকে ভর্তি ভর্তি ব্রিফকেস যায়, আসে খালি হয়ে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



দেশের তথাকথিত দেশপ্রেমিকরা দুর্নীতি করে সার্টিফিকেট পায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



রানা প্লাজা-তাজরীন ফ্যাশনের মালিকেরা শ্রমিকের রক্তচোষা টাকায় মৌজ-মাস্তি করে, দেশ-বিদেশে ঘুরে, হাজারে হাজারে মানুষ মারে, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



বড় বড় সাহেবরা লাখ-কোটি টাকার কম ঘুষ খায় না, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



রাজনৈতিক দলের দালালেরা ক্ষমতার জোরে জনগণকে চষে খায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!



আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে, টাকা খাইছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, আমরা অনেক কিছুই মনে করি, মনে অনেক কষ্টও পাইছি। কারণ আমরা আশরাফুলকে ভালবাসি। ক্রিকেট আমাদের অতি আধরের ধন। আশরাফুলের সুখে আমরা হাসি, দুঃখে কাঁদি। আশরাফুলদের আমরা বড্ড আপন এবং বিশ্বাস করি। তাই আশরাফুলরা কষ্ট দিলে, বিশ্বাস ভেঙে দিলে, ক্রিকেটকে কলংকিত করলে আমরা তা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আর ঐসব রাজনীতিবিদ-ব্যবসায়ীদের আমরা সবসময়ই চুদির ভাই মনে করি। চুদির ভাইদের কাছ থেকে আমরা ওসব থেকে বেশি আশাও করি না। তাইতো ওদের কোন কিছুতে আমাদের কোন ভাবান্তর হয় না।



আশরাফুল, তুমি অপরাধ করেছো। অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে। শাস্তি ভোগ করে তুমি শুদ্ধ হয়ে ফিরো এসো। আমরা অশুদ্ধ আশরাফুলকে চিনি না, চিনতেও চাই না। আমরা চাই আশরাফুল মাখলুকাতের মতো শুদ্ধ-পবিত্র আশরাফুলকে!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

ডি মুন বলেছেন: ঠিকই বলেছেন , আমারদের মাথায় যতো ব্যথা শুধু আশরাফুলকে নিয়ে ..... হাহ :( :(

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

সত্যের পূজ়ারী বলেছেন: ব্যথার কারণও কিন্তু বলা আছে ভাই।

২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৮

মোহাম্মদ হারুন বলেছেন: আপনার কথা গুলো সত্য , তবে আমার কাছে অন্তত একটি তথ্য সঠিক নয় বলে মনে হয়েছে, আর তা হল


সুরঞ্জিতের গাড়িতে কাল বিড়াল থুক্কু ৮০ লাখ টাকা পাওয়া যায়, আমরা কিছু মনে করি না, কষ্টও পাই না!

সুরঞ্জিতের গাড়ীতে নয়, তার সহকারীর গাড়ীতে ঐ টাকা পাওয়া গিয়েছিল। ধন্যবাদ

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৬

সত্যের পূজ়ারী বলেছেন: এপিএসের গাড়ি আর সুরঞ্জিতের গাড়ির মধ্যে কোন পার্থক্য আছে কি? গাড়িটা তো সুরঞ্জিতের বাসায়ই যাচ্ছিল।!

৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫০

লিঙ্কনহুসাইন বলেছেন: বাংলাদেশের যদি প্রথম দুর্নীতি কারির সাজা হতো তাহলে হয় তো আর কোণ দুর্নীতি হওয়ার সম্ভাবনা ছিলনা , কিন্তু তায় হয় তো হয়নি তারা নেতারা দুর্নীতি করতে সাহস পায় , আর ক্রিকেট বাংলাদেশের প্রথম স্পট ফিক্সিং যদি সাজা না হয় তাহলে রাজনীতি নেতাদের মতন রূপ নিবে , কেউ টাকা খেয়ে ম্যাচ হারলেও বিচার করা যাবেনা , আর আমরাও ক্রিকেট থেকে আসতে আসতে মুখ ফিরিয়ে নিবো , যেমন টি এখন আবুল , সুরঞ্জিত দের দেখলে করি । বিচার জরুরী সেইটা সাজার মাত্রা কম হোক

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

সত্যের পূজ়ারী বলেছেন: সুন্দর বলেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.