![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি কথা আছে, 'মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।' কথাটি দৃষ্টিকটু হলেও অর্থপূর্ণ। আসুন ভেবেচিন্তে দেখি-
হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা আল্লামা শফি সাহেব বলেছেন, "নারী হচ্ছে তেঁতুল। তেঁতুল দেখলে যেমন মানুষের লালা ঝরে তেমনি নারী দেখলেও পুরুষের লালা ঝরে। নারী কেন বাইরে যাবে, পড়াশোনা করবে, বাজারে যাবে, গার্মেন্টস করবে? নারী থাকবে চার দেয়ালের মদ্ধ্যে আবদ্ধ। ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়াই তো এনাফ। স্বামীর টাকা পয়সা হিসাব করে রাখার মত শিক্ষাই তাদের জন্য প্রযোজ্য।"
শফি হুজুরেরা তো ওয়াজ করেই খালাস। তাদের ওয়াজ আর বাস্তব জগতের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ তা উনারা কখনোই বুঝতে পারেন না। কারণ ওই উপরের কথাটি। দৌড় ওই পর্যন্তই।
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ৮০ থেকে ৮৫ ভাগ শ্রমিকই নারী। তারা দেশের বিভিন্ন স্থান থেকে শহরে এসে কাজ করেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন আসে শহরে? শহরের লাল-নীল বাত্তি কি তাদের চুম্বকের মত টানে? নাকি শফি হুজুরের মতে, তারা গ্রাম ছেড়ে নাচতে নাচতে শহরে বেলেল্লাপনা করতে আসে? আমি জানি এসব প্রশ্ন ও প্রশ্নের উত্তর তাদের ওই দৌড়ের বাউন্ডারির বাইরে।
নারীরা গার্মেন্টস এ কাজ করে, রাস্তায় কাজ করে, ক্ষেতে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, কাজ করে হাট-বাজারে। প্রশ্ন হল এইসব কাজ করে তারা যে অর্থ উপার্জন করে, তারা তা কোথায় খরচ করে? তারা কি তাদের উপার্জিত অর্থের দ্বারা রুপচর্চা করে? নাকি সেই অর্থ দ্বারা অনর্থ করে বেড়ায়? আমি জানি, এসব প্রশ্ন ও প্রশ্নের উত্তরও তাদের ওই স্বল্প দূরত্বের বাউন্ডারিতে কখনোই প্রবেশ করে না।
সারা দেশে লাখ লাখ ছেলে ক্বওমী মাদ্রাসায় পড়ছে। দুঃখজনক হলেও সত্য যে ওইসব ছেলেপেলে অধিকাংশই এতিম না হয় গরিব-দুঃস্থ পরিবারের সন্তান। নিতান্ত ভাগ্যের ফেরেই তাদের জায়গা হয়েছে ওখানে। এর অন্যতম কারণ ক্বওমী মাদ্রাসায় পড়তে কোন খরচ দরকার হয় না। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন, অধিকাংশ ছেলেদের মা-বোনেরাই রাস্তায়-গার্মেন্টসে কাজ করে তাদের পরিবার চালাচ্ছে। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আবদার পূরণ করছে। অথচ মাদ্রাসা ছাত্রদের মন-মগজ এভাবেই গড়া হয়ে থাকে যে, তারা তাদের নিজেদের সত্বাটুকু হারিয়ে ফেলে। তার প্রমাণ কতটা ভয়ংকর ও হাস্যকর দেখুন- শফি হুজুরের ওই ওয়াজ হাজার হাজার মাদ্রাসা ছাত্র তাৎক্ষনিক, আগে ও পরে শুনেছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি। তাদের সামনেই তাদের মা-বোনকে নিয়ে কুৎসিত কথাগুলো হুজুর বললেন এবং তারা মারহাবা মারহাবা বলে হাত তালি দিল! কিছুদিন পর এরাই যখন পড়াশোনা শেষ করে ওয়াজ করবে তখন তারাও শফি হুজুরের মতই বলবে! এর বিন্দুমাত্র ব্যতিক্রম হবে না। ভাবা যায়!
বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা নিয়ে তেমন কোন উন্নত ব্যবস্থা নিতে কোন সরকারকেই দেখা যায়নি। মাদ্রাসা হুজুরদের গোড়াঁমিও এর জন্য অনেকাংশে দায়ী। তবে সময় এসেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটি কাঠামোতে নিয়ে আসার। না হলে অদূর ভবিষ্যতে আমরা যে আমরা ভয়াবহ সমস্যার সম্মুখীন হব, সে বিষয়ে কোন সন্দেহ নেই। বড় বড় আলেম-উলামা-হুজুরদের ওপরও অনুরোধ থাকবে একটু বাস্তবিক হওয়ার। হুরপরীর স্বপ্নে বিভোর না থেকে একটু জেগে ওঠার।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
সত্যের পূজ়ারী বলেছেন: মা-বোনকে তেঁতুল বলাতেও কোন সমস্যা নাই?
যাইহোক, ভাই, ইন্ডিয়ান বর্ডারটা কুন দিকে একটু দেখাইয়া দিবেন?
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
নাম বলবো না বলেছেন: ওমা ১ নাম্বার কমেন্টধারী এতটা উত্তেজিত হয়ে গেলেন কেনো, শফি হুজুরের ভক্ত নাকি!!!
এই লোক এমন বয়ান/ওয়াজ করার পরেও তার ভক্ত থাকতে পারে আপনারে না দেখলে বিশ্বাস করতাম না।
আমাদের দেশের প্রধান হুজুর যখন এইরকম নোংরা কথা বলতে পেরেছেন, বাকীরা যে কিরকম নোংরা বলবেন তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬
সত্যের পূজ়ারী বলেছেন: তাদের সামনেই তাদের মা-বোনকে নিয়ে কুৎসিত কথাগুলো হুজুর বললেন এবং তারা মারহাবা মারহাবা বলে হাত তালি দিল! কিছুদিন পর এরাই যখন পড়াশোনা শেষ করে ওয়াজ করবে তখন তারাও শফি হুজুরের মতই বলবে! এর বিন্দুমাত্র ব্যতিক্রম হবে না। ভাবা যায়!
আর কিছু বলার নাই ভাই।
৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
নষ্ট ছেলে বলেছেন: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হইলে ৫-০ ক্যামনে হইল?
জাতীয় নির্বাচনে মোল্লারা নি আবার উসাইন বোল্ট হইয়া যায় দেইখেন
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
সত্যের পূজ়ারী বলেছেন: হইবে এতে আর সন্দেহ কি? তবে তার ফলটা যখন সবাই পাইবে তখন বুঝবে ঠ্যালা।
৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
amhabib বলেছেন: গেস্টাপো বলেছেন: নির্বাচনে হারছেন লজ্জা নাই।বাক্স বাইন্দা এখনি বা ৬ মাসের মইদ্দে বর্ডারে দৌর দেন।বাটি চালন দেওয়ার আগেই সতর্ক হন
পুজারির কাজ মন্দিরে।নিজেদের মেয়েদের নিয়া ভাবেন।সম্পত্তিতে অধিকার নাই%,স্বাধীনভাবে বিয়ে করতে পারে না,বিভিন্ন মন্দিরে পততা বৃতি করে।নিজেরা আগে সংশোধন হন
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮
সত্যের পূজ়ারী বলেছেন: আমি অধম বইলা কি আপনিও গাধাই রবেন? উত্তম হইবেন না?
৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১
মুকতাদির রহমান বলেছেন: বড় বড় আলেম-উলামা-হুজুরদের ওপরও অনুরোধ থাকবে একটু বাস্তবিক হওয়ার। হুরপরীর স্বপ্নে বিভোর না থেকে একটু জেগে ওঠেন।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯
সত্যের পূজ়ারী বলেছেন: এইটাই প্রত্যাশা ভাই।
৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
ইউআরএল বলেছেন: নাম বলবো না বলেছেন: ওমা ১ নাম্বার কমেন্টধারী এতটা উত্তেজিত হয়ে গেলেন কেনো, শফি হুজুরের ভক্ত নাকি!!!
এই লোক এমন বয়ান/ওয়াজ করার পরেও তার ভক্ত থাকতে পারে আপনারে না দেখলে বিশ্বাস করতাম না।
আমাদের দেশের প্রধান হুজুর যখন এইরকম নোংরা কথা বলতে পেরেছেন, বাকীরা যে কিরকম নোংরা বলবেন তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।
সহমত
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯
সত্যের পূজ়ারী বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট ।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
সত্যের পূজ়ারী বলেছেন: একেক জন আমাকে ভারতের ভিসা ধরাই দিতাছে। আর আপনি বলছেন সুন্দর পোস্ট!
ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য।
৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০৪
সেফানুয়েল বলেছেন: নাম বলবো না বলেছেন: ওমা ১ নাম্বার কমেন্টধারী এতটা উত্তেজিত হয়ে গেলেন কেনো, শফি হুজুরের ভক্ত নাকি!!!
এই লোক এমন বয়ান/ওয়াজ করার পরেও তার ভক্ত থাকতে পারে আপনারে না দেখলে বিশ্বাস করতাম না।
আমাদের দেশের প্রধান হুজুর যখন এইরকম নোংরা কথা বলতে পেরেছেন, বাকীরা যে কিরকম নোংরা বলবেন তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।
সহমত
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
সত্যের পূজ়ারী বলেছেন: ধন্যবাদ।
৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১২
খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর করে বলেছেন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫২
সত্যের পূজ়ারী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫
গেস্টাপো বলেছেন: amhabib বলেছেন: গেস্টাপো বলেছেন: নির্বাচনে হারছেন লজ্জা নাই।বাক্স বাইন্দা এখনি বা ৬ মাসের মইদ্দে বর্ডারে দৌর দেন।বাটি চালন দেওয়ার আগেই সতর্ক হন
পুজারির কাজ মন্দিরে।নিজেদের মেয়েদের নিয়া ভাবেন।সম্পত্তিতে অধিকার নাই%,স্বাধীনভাবে বিয়ে করতে পারে না,বিভিন্ন মন্দিরে পততা বৃতি করে।নিজেরা আগে সংশোধন হন
১১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮
মুহাম্মাদ আলী২ বলেছেন: বাল্পোস্ট
মাইনাচ দিয়া গেলাম
--------------------------------->
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
সত্যের পূজ়ারী বলেছেন: সারাজীবন তো মাইনাচে মাইনাচেই কাটায়া দিলেন। একটু প্লাস হোন, জীবন পালটে যাবে।
১২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
মুহাম্মদ মইনুল হুদা বলেছেন: লাভ নাই কুনু। ৫-০ হয়তো শেষ পর্যন্ত ২৮৫-১৪ তে গিয়ে ঠেকবে।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
সত্যের পূজ়ারী বলেছেন: ৩০০-০ হলেও সমস্যা নাই। আপনার সইলে আমার সইবে না কেন?
১৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
ভালোরনি বলেছেন: উনারা তো মুর্খ বুঝলাম, তা ভাই চুচিল, আপনার দৌড় কুন পর্যন্ত?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫২
গেস্টাপো বলেছেন: নির্বাচনে হারছেন লজ্জা নাই।বাক্স বাইন্দা এখনি বা ৬ মাসের মইদ্দে বর্ডারে দৌর দেন।বাটি চালন দেওয়ার আগেই সতর্ক হন
পুজারির কাজ মন্দিরে।নিজেদের মেয়েদের নিয়া ভাবেন।সম্পত্তিতে অধিকার নাই%,স্বাধীনভাবে বিয়ে করতে পারে না,বিভিন্ন মন্দিরে পততা বৃতি করে।নিজেরা আগে সংশোধন হন