নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

মাথামোটা রাজনীতিবিদদের কিছু রসালো অমুল্য বানী !!!!!

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০৭





১. সৌদি আরবে আযান দেয় বাংলায় আর নামাজ পড়ায় বাংলায়, এছাড়া সবাই আরবীতে কথা বলে -সাবেক সংসদ সদস্য এস, এ খালেক।



২. হরতাল সমর্থকদের ধাক্কায় রানা প্লাজা ভেঙ্গে পড়ছে- স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর



৩. আপনারা ঈদে বাড়ি যাবার আগে ভালো করে তালা লাগিয়ে যাবেন- সাহারা খাতুন।



৪. আল্লাহর মাল আল্লাহ্ নিয়ে গেছে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন।



৫. মাননীয় স্পিকার আমি চোদনা হয়ে গেলাম - সাকা চৌধুরী।



৬. ফেরেশতারাও ভুল করে – মোহাম্মদ নাসিম।



৭. আবুল হোসেন দেশপ্রেমিক – শেখ হাসিনা।



৮. হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের বাপের নাম - সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।



৯. ধর্ষণ যখন নিশ্চিত, তখন উপভোগ করাই শ্রেয় - সাকা চৌধুরী।



১০. ৪ হাজার কোটি টাকার জালিয়াতি বড় কোন ঘটনা নই; এটা হতেই পারে- আবুল মাল আব্দুল মুহিত



১১. লোডশেডিংয়ের দরকার আছে যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। এতে অবশ্য উপকারও হয়েছে, বিদ্যুৎ বিল কম আসছে- শেখ হাসিনা।



এই হইল আমাদের দেশে মাথাদের বক্তব্য। যাদের কে আপনি আমি ভোট দিয়ে নির্বাচিত করি। তারা যে শুধু মাত্র দেশের উন্নয় করতেছেন তা না মাঝে মাঝে তিনারা আমাদের এইসব রসালো কথা বলে মনকে সতেজ রাখেন।

(সংগৃহিত )

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৩০

বাগসবানি বলেছেন: ঔ চিড়িয়া ঘরে ( সংসদে ) গেলে আপনিও এমনই কিছু কইবেন, চিন্তা কইরেন না । :>

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

পুকুরপাড় বলেছেন: মাফ চাই ভাই ।

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৫

হীরক কণা বলেছেন: যে জাতি যেমন, তার জন্য ওই রকম শাসকই নির্ধারিত হয়।

৩| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৩৩

এইচ আর খান বলেছেন: দারুন সব ডায়লগ । ekta compilation Kore jokes er boi banano Jabe

৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪১

িটউব লাইট বলেছেন: ধর্ষণ যখন নিশ্চিত, তখন উপভোগ করাই শ্রেয় - সাকা চৌধুরী B-)) B-)) B-)) B-)) B-))

৫| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

bangal manus বলেছেন: :-B B:-) B:-/ :-P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.