নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

আহাম্মক শফীর তেতুল তত্ত্বের বাস্তবায়নকারী সমকামী হেফাজতি শিক্ষক আটক ।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

কুষ্টিয়ায় ৯ বছরের শিশু মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও নির্যাতনের ঘটনায় অবশেষ পুলিশ আলোচিত সমকামী হেফাজতী শিক্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।



রোববার রাতে নির্যাতিত শিশু ছাত্র আব্দুল্লাহ বিন আক্তারের মামাতো ভাই আব্দুল লতিফ কওমী মাদ্রাসার হেফাজতী শিক্ষক সমকামী মোহাম্মদ তানভীরকে আসামী করে মামলা করলে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করেন পুলিশ। মামলা নং ১৫, নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা তাং ১৪/০৭/১৩ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে রমজানের প্রথম রাতে শিক্ষক মোহাম্মদ তানভীর নির্যাতিত শিশু ছাত্র আব্দুলস্নাহ বিন আক্তার (৯)কে তার শয়ন কক্ষে ডাকেন । আব্দুল্লাহ শিক্ষকের কাছে গেলে সমকামী হুজুর তাকে কু-প্রস্তাব দেয় তাতে আব্দুল্লাহ রাজি না হলে ওই রাতেই মোবাইল চুরির অপবাদ দিয়ে বে-ধড়ক মারপিট করে পিলারের সাথে বেঁধে রাখে তানভীর হুজুর। পরের দিনও তাকে বেদম মারপিট করা হয়। এতে আব্দুল্লাহ চরম অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে তার মামাতো ভাই আব্দুল লতিফ তাকে বাড়ি নিয়ে যায়। আব্দুল্লাহ আরো অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল্লাহকে নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠেছে কুষ্টিয়াবাসী। ঘটনার খল নায়ক সমকামী তানভীরের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।



রোববার দুপুরে শহরতলির মঙ্গলবাড়িয়া বাজারের অবস্থিত আশরাফুল উলূম (ক্বওমী) মাদরাসায় ছাত্র পেটানোর সংবাদ সংগ্রহে যায় সাংবাদিকরা। এ সময় মাদ্রাসার শিক্ষক তানভিরের মদদে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে ৬ সাংবাদিক আহত হয়



সুত্র

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশের ৯৯% মসজিদের ইমামই হেফাজতের সমর্থক!
এখন চিন্তা কইরা দেখেন মসজিদে যাবেন নাকি আওয়ামী লীগ করবেন?

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পুকুরপাড় বলেছেন: এদের মসজিদ থেকে বের করে দিলেই তো হয় ।

২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নষ্ট ছেলে বলেছেন: তার মানে আওয়ামী লীগাররা মসজিদ বন্ধ করে দেওয়ার পক্ষে?
এই দাবি সরাসরি তোলেন। দেখবেন নৌকা মহাকাশে গেছেগা!

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

পুকুরপাড় বলেছেন: কি আজগুবি কথা বলেন !!!
হিফাযতি শয়তান ছাড়া এদেশে আলেম আর নাই ????
আওয়ামী লীগ এর সাথে এর সম্পর্ক কি ?

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

নষ্ট ছেলে বলেছেন: আমার আশেপাশের সব এলাকার মসজিদের ইমাম হেফাজতি। এর বাইরে তো কেউরে দেখি না।
আপনি কয়েকজনের নাম কন না দেহি?

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

পুকুরপাড় বলেছেন: একজন সাধারন মুসলমান একজন হিফাযতি হইতে হাজার গুনে উত্তম ।
ইমাম হইতে গেলে মাদ্রাসা পড়া শর্ত নয় , মুল শর্ত হইল ঈমান ।
হিফাযতিদের ঈমান নাই ।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

রাকি২০১১ বলেছেন: পুরা বাংলাদেশটাই হেফাযতি। .............।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

সাদা কলো বলেছেন: হেফাজতিদের দেখি বাচ্চা ছেলে দেখলেই লালা ঝরে।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

পুকুরপাড় বলেছেন: এদের লালার শেষ নাই ।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

ফুরব বলেছেন: এই হুজুর নামী কুত্তাটাকে একটা পুরুষ কুত্তার সাথে ১২ ঘন্টা বেধে পর্যাবেক্ষনে রাখা হোক।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

পুকুরপাড় বলেছেন: খুশি হইবে মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.