![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিকাংশ শহরে কারফিউ জারি করা হয়েছে। বিএসএফ’র গুলিতে ছয়জন মুসলিম শহীদ হওয়ার একদিন পর এ কারফিউ জারি করা হলো। গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার বিবিসির খবরে একথা বলা হয়।
ভারতের হায়েনা বাহিনী বর্বর বিএসএফ কাশ্মীরের এক গ্রামে সাধারণ মুসলিমদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন শহীদ হওয়ার খবর পাওয়া গেছে।
জুম্মু-কাশ্মীরের রাজধানী শ্রী নগর শহর থেকে ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত গুল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসীদের গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা করে স্থানীয় এক ব্যাক্তি বলেছেন, ‘এটা গণহত্যা। ছয় জন মারা গেছে এবং আরো অসংখ্য আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’
কাশ্মীরের স্বাধীনতাকামী গ্রুপগুলো জম্মুর রামবান জেলায় সংিহসতার প্রতিবাদে গোটা জম্মু ও কাশ্মীরে ধর্মঘটের ডাক দিয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হায়েনারা মুসলমানদের পবিত্র মসজিদে প্রবেশ করে একজন ইমামকে মারধর করলে স্থানীয় লোকজন বিক্ষোভ প্রদর্শন করে। ক্রুদ্ধ জনতা রামবানে বিএসএফ’র সদরদপ্তরের বাইরে সমবেত হয়। বিএসএফ বিক্ষুদ্ধ জনতার ওপর গুলিবর্ষণ করলে জ জন শহীদ এবং ৪০ জনের বেশি আহত হয়। কয়েকজনের অবস্থা গুরুতর।
কাশ্মীরের যেসব শহরে কারফিউ জারি করা হয়েছে সেগুলো হলো রাজধানী শ্রীনগর, বুদগাম, গান্ধারবাল, বান্দিপোরা, শোপিয়ানা, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ, বিজবেহারা, সপোর।
সুত্র
আরো
২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭
নাজ_সাদাত বলেছেন: শুধু কাশ্মীরে নয় সারা ভারত জুড়ে সেনাবাহিনী মুসলিম ও দলিতদের উপর সারাবছর এমন সব নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সাম্প্রদায়িকতা সেনার রন্ধে রন্ধে ঢুকে গেছে। সমীক্ষায় দেখা গেছে প্রায় প্রতিটি সেনা প্রধান অবসর নেওয়ার পর বিজেপি তে যোগ দেয়।
৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০
নাজ_সাদাত বলেছেন: ভারতীয় মুসলিমদের মত শান্তিপ্রিয় ও ধর্মভীরু মুসলিম মোমেন নয় এ কথা বলার আগে এদের সম্পর্কে একটু জানা দরকার।
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
ছািব্বর বলেছেন: ইহা কোন বিধর্মীর বেলায় হলে বিশ্বে তোলপাড় হয়ে যেত ।
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪
ফুরব বলেছেন: বাংলাদেশে বিডিয়ার পুলিশ র্যাব মিলে মিতিঝিলে যে গনহত্যা চালিয়েছিল তাতে কোণ অন্যায় হই নাই।নাকি বলেন??
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০
পুকুরপাড় বলেছেন: কিসের সাথে কি ?
তেতুল শফির সংগীরা এমন ই
৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: কাশ্মিরীদের দূর্ভাগ্য। ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইটে পড়তাম পৃথিবীর ভূ স্বর্গ বলা হয় কাশ্মীরকে। তখন ভাবতাম আহা না জানি কত সুন্দর হবে সেই জায়গাটা, বড় হয়ে একদিন কাশ্মীর যাব। বড় হবার পরে কুতসিত দুনিয়া ছোটবেলার সেই কল্পনা আর মুগ্ধতা নষ্ট করে দিয়েছে।
কাশ্মীরিদের স্বাধিনতা ছাড়া আর কোন পথ নাই। কিন্তু ভারত কাশ্মীর ছাড়বে না। ভূস্বর্গ কে ছাড়তে চায়? ভারত কাশ্মীরের সব মুসলমানদের মাইরা খেদাইব, তারপরেও কাশ্মীরের দখল ছাড়বো না। ভারত কাশ্মীরের মানুষ চায় না, জমি চায়। পাকিস্তানীরা যেমন বাংলার মানুষ না, জমি চাইছিল।
৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৫
ভাল ছাত্র বলেছেন: ছািব্বর বলেছেন: ইহা কোন বিধর্মীর বেলায় হলে বিশ্বে তোলপাড় হয়ে যেত ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫
উড়োজাহাজ বলেছেন: মুসলমানরা যতদিন মোমেন না হতে পারবে ততদিন তারা নিজেদের ধর্ম পালন কেন, কোন অধিকারই পাবে না।