![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আজব , , , !! ? সানি লিওন ? ? ? একজন দেহ ব্যবসায়ী অভিনেত্রী। পত্রিকার ভাষায় পর্ণস্টার। পোশাক হয়তো তার উদ্ভট, যা পরলে মানুষকে দেখা যায় উৎকট। বিকৃত রুচির যুবকদের কাছে তার বেশ কদর। বাংলাদেশে এবারের ঈদের বাজার নতুন সব ব্রান্ডের মাঝে একটি পোশাকের ব্রান্ডের নাম শুনে সবাই চমকে ওঠে,থমকে যায়।
এও সম্ভব! সেই কূরুচি সম্পন্ন পতিতার নামে ও তার পরা ডিজাইনের জামা মার্কেটে ! এবং তার চেয়েও বেদনাদায়ক হলো সেটা জনপ্রিয় হয়েছে!
একজন প্রথম শ্রেণীর পতিতাকে মডেল মেনেতার ডিজাইনের পোশাক পরে মেয়েরা কি বোঝাতে চায়! তারাও কি তার মত বহুভোগ্যামানসিক বিকৃত এক পতিতার রূপে গর্ববোধ করে ? ! ? এরা কি এদেশের মেয়ে ? সমাজের অংশ ! এদের অভিভাবকই বা কত কুরুচি সম্পন্ন যে এসব পোশাকের পেছনে হাজার হাজার টাকা খরচ করে।
আচ্ছা! এরপর এই মেয়েদের যদি খারাপ দৃষ্টির পুরুষেরা উত্যাক্ত করে তার কোনো দায়-ই কি মেয়ের নেই ? আহ ! এরা ঈদ পালন করে কিন্তু রোজা রাখেনা।
পর্ণস্টারদের খোঁজ রাখে কিন্তু আয়শা ছিদ্দিকা আলাইহাস সালাম কিংবা ফাতেমাতুয যাহরা আলাইহাস সালাম উনাদের চেনে না! নিজের ঐতিহ্য ঢিলেঢালা পোশাক ও হিযাবকে ঘৃণা করে। খোঁজ নিলে দেখা যাবে এরা কালিমাও নির্ভুল পড়তে জানে না।
আমরা কথায় কথায় গর্ব করি মুসলিম দেশ, এইকি মুসলিম দেশের চিত্র ? এদেশে হিযাবের ওপর আদালত পরোয়ানা জারি করে পতিতার পোশাকে নয়! আমাদের রুচি বোধে পঁচন ধরে গেছে, দ্রুত চিকিত্সা না হলে পতনের দেরি নেই, ঘন্টা শুনতে পাওয়া যায় . . . . . ।
০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯
পুকুরপাড় বলেছেন: ফটো দিয়ে আর কি হইবে ? ছবি দেওয়া তো রুচির বিষয়।
২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৯
ছািব্বর বলেছেন: মানুষের রুচি ও মানষিকতা নষ্ট হয়ে গেছে।
৩| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নাঙ্গা বেটিরে গুগুলে সার্চ দিয়া এই জামা পাইলাম। জামা তো তার মন্দ না হাজিসাব!
৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪
তারেক বলেছেন: @মাওলানা জুলিয়ান সিদ্দিকী - আপনি আসল ছবি পান নাই।
৫| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হাহাহাহা। @তারেক, তাইতো পোস্ট দাতারে বলছিলাম কয়টা জামার ফোটো দিতে।
৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪২
বাংলা পাইরেট বলেছেন: লিঙ্ক
সানি আপুর ছবি দেখতে লিঙ্কে ক্লিক করেন
৭| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
বাংলা পাইরেট বলেছেন: লিঙ্ক
অরজিনাল সানি লিওন দেখতে লিঙ্কে যান
৮| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাওলানা জুলিয়ান সিদ্দিকী’র সাথে একমত। দু’একটা ফডো না দিলে বিষয়ডা বুঝা কঠিন হয়ে যায়....
তয় বিদেশি, বিশেষথ পশ্চিমা বেয়াল্লা মেয়েগোর জামার ডিজাইনে আমাদের প্রাচ্যের সুশীলা মেয়েরা কেন এতো উতালা...আমি বুঝি না। নিজ দেশের পোশাকে তাদের অতৃপ্তি বেদনাদায়ক
০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:২০
পুকুরপাড় বলেছেন: নিজ দেশের পোশাকে তাদের অতৃপ্তি বেদনাদায়ক
৯| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪
সমানুপাতিক বলেছেন: এই জামার নাম সানি লিওন কি মেয়েরা আকিকা করে রাখসিল? যারা এই নাম দিয়া ব্যবসা করে তাদের কিছু বলেন। বুদ্ধি প্রতিবন্ধীর মত পোস্ট দেবেন না ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুই একটা জামার ফোটো দেওনের দরকার আছিলো না? ডিজাইনগুলা কেমন দেখতাম।