নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

ইহুদিদের দালাল সউদি ওহাবী সরকার এবারো মানুষের রোজা ও ঈদ নষ্ট করল ।

০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

এ বছর সৌদি আরবে রমজান ২৮ দিনেই শেষ হওয়ার কথা ছিল। এ জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় সৌদি সুপ্রিম কোর্ট। চাঁদ দেখা গেলে বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর উদ্‌যাপন হওয়ার কথা ছিল । এ ক্ষেত্রে ঈদের পরদিন আরেকটি রোজা রাখার সিদ্ধান্ত জানিয়েছেন সৌদি আরবের ধর্মীয় নেতারা। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

চাঁদ দেখামাত্রই নিকটস্থ আদালতে জানানোর জন্য সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার চাঁদ দেখা না গেলে বুধবারও চাঁদ দেখতে হবে।

এ বিজ্ঞপ্তির ফলে মুসলিম তীর্থভূমি হিসেবে স্বীকৃত দেশটিতে ঈদুল ফিতরের দিনক্ষণ নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ২৮ রোজার শেষে কিভাবে ঈদ হবে, গত সোমবার সেই প্রশ্ন ছিল সৌদি নাগরিকদের মুখে মুখে।

আরবি চান্দ্র বর্ষ অনুযায়ী রমজান মাস সম্পন্ন হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসটি কবে শেষ হবে, সেটা নির্ভর করে সংশ্লিষ্ট ভূখণ্ডে ২৯ রমজানের সন্ধ্যায় (সূর্যাস্তের পর) নতুন চাঁদ দেখতে পাওয়া বা না পাওয়ার ওপরে। ওই দিন সন্ধ্যায় মাথার ওপরের আকাশে এক ফালি চাঁদ মানেই পরের দিন থেকে শাওয়াল মাসের সূচনা। আর সেই দিনটি মুসলমান সম্প্রদায়ের জন্য খুশি আর আনন্দের বার্তা বয়ে আনে, পালিত হয়ে থাকে ঈদুল ফিতর নামে। পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছে রমজান মাস সম্পন্ন হবে ২৯ অথবা ৩০ দিনে।

১৯৪৮ সাল হইতে যখন পরগাছা ইসরাইল প্রতিষ্ঠা হয়েছিল তখন হইতে সউদি ওহাবি সরকার প্রতিবছর চাদের তারিখ নিয়ে হেরফের করে আসছে ।অথচ মুসলমানদের ধর্মীয় সকল দিবস চাদের সাথে সংশ্লিষ্ট । মুসলমানের অজ্ঞতার কারনে সে বিষয়টি বুঝতে পারে নাই । এখন প্রমানিত হইবার পরেও দেখা যাইতেছে কারো কোন টু শব্দ নাই !!!



সুত্র

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই সরকার ওহাবি
এরা সটীক আকিদার মধ্য নাই স ইসরাইলি দবারক।।
ঈদ মোবারক

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

পুকুরপাড় বলেছেন: ঈদ মোবারক

২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

ছািব্বর বলেছেন: এরা আসলেই ইহুদিদের দালাল । এদের পুর্বপুরুষ ইহুদি ছিল । এদের যত সখ্যতা সব ইহুদিদের সাথে । ইস্রাইল এত কিছু করতেছে কিন্তু এদের কোন প্রতিবাদ নাই ।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

পুকুরপাড় বলেছেন: আফসোস এদের জন্য ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

বংশী নদীর পাড়ে বলেছেন: এই ওহাবিদের জন্যই ইসলামের প্রকৃত রূপ-রস বিশ্বের কাছে খোলাসায় আবৃত রয়ে গেছে।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

পুকুরপাড় বলেছেন: এদের ধ্বংস আসন্ন ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

বিবেক বিবাগী বলেছেন: অকারণেই ঝামেলা করলো সৌদি সরকার। ৬ তারিখ নতুন চাঁদ দেখার তো কোন সম্ভাবনাই ছিল না। ওরা ভাবছে যে হয়তো দেখায় ভুল হইছে, যদি ২৮ তারিখ রাতেই নতুন চাঁদ দেখা যায়, তবে তো বিপদে পড়বে। কিন্তু নিয়মমতোই রামদানের ২৮ তারিখে দেখা যায় নি, পৃথিবীতে নতুন চাঁদ ৭ তারিখের রাতে উদিত হয়েছে।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

পুকুরপাড় বলেছেন: প্রতিবছর এরা তাই করে

৫| ১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫০

গোলক ধাঁধা বলেছেন: কিছুই বুজলাম না,চান্দ কি দেখা গেছে নাকি আপনি হুদাই রাগ যারছেন।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

পুকুরপাড় বলেছেন: যেদিন তারা ঈদ করেছে তার আগের দিন রাতে চাদ দেখা যায় নাই । আমাদের সাথেই ঈইদ হইবার কথা কিন্তু এরা ইহুদিজাত বলেই চাদ নিজেদের মর্জিমত চালায় ।

৬| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

পুকুরপাড় বলেছেন: এবার সময় হয়েছে প্রতিবাদ করার । এই ইহুদি দালালদের ধ্বংস আসন্ন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.