নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠা পানি

পুকুরপাড়

সহজ কথা

পুকুরপাড় › বিস্তারিত পোস্টঃ

হযরত আদম আলাইহি সালাম উনার অবতরন কোথায় হয়েছিল ? (ছবি ব্লগ)

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮





হযরত আদম আলাইহি সালাম ও হাওয়া আলাইহাস সালাম আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল, সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে হযরত আদম আলাইহি সালাম উনাকে সরন্দীপে (শ্রীলংকা/সিংহল) ও হাওয়া আলাইহাস সালাম উনাকে জেদ্দায় (সঊদী আরব) এবং ইবলিশকে বছরায় (ইরাক) ও ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে (ইরান) নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন, হযরত আদম আলাইহি সালাম উনাকে মক্কার ছাফা পাহাড়ে এবং হাওয়া আলাইহাস সালাম উনাকে মারওয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে। তবে আজকের পোষ্টে আমি হযরত আদম আলাইহি সালাম উনাকে সরন্দীপে (শ্রীলংকা) অবতরণের তথ্য উপস্থাপন করব (ইনসাআল্লাহ্







সিংহল/সরন্দীপ বা বর্তমান নাম শ্রীলংকার যে স্থানে হযরত আদম আলাইহি সালাম জান্নত থেকে দুনিয়ায় আসেন সে স্থান টির নাম আদমের(আলাইহিস সালাম) চুড়া ইংরেজিতে Adam’s Peak নামে পরিচিত সেখানে একটি পায়ের ছাপ রয়েছে যা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বায় এবং ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ। আদমের(আলাইহিস সালাম) চুড়ায় উঠার বর্তমান যা ব্যবস্থা আছে তা বেয়ে উঠতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সেখান থেকে খুব সুন্দর সূর্য উদয় দেখা যায়। (যদিও এই স্থানকে হিন্দুরা তাদের শিব এর পা এবং বৌদ্ধরা গৌতম বুদ্ধের পায়ের ছাপ বলে দাবী করে)







এ বার আছে আরও চমক শ্রীলংকা একটি দীপ রাষ্ট্র কিন্তু আমরা জানি হযরত আদম আলাইহি সালাম ও হাওয়া আলাইহাস সালাম জমিনে উনাদের দেখা হয় মক্কা নগরীতে তাহলে হযরত আদম আলাইহি সালাম কি ভাবে সমুদ্র পার হলেন?





আল্লাহ্‌ পাক হযরত আদম আলাইহি সালাম উনাকে জমিনের সমস্ত ইলিম দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন। আর তাই হযরত আদম আলাইহি সালাম শ্রীলংকা থেকে মূল ভূখণ্ডে আসার জন্য সেতু তৈরি করেছিলেন যা আদমের (আলাইহিস সালাম) সেতু নামে পরিচিত। ১৮ মাইল(৩০ কি: মিSmile লম্বা এই সেতুটি কোন ১৪৮০ CE তে ঝড়ে ভেঙ্গে যায় বলে ধারনা করা হয় এখন সুধু পিলার গুলো রয়েছে।







নাসা তাদের Satellite Space Imaging Technology এর মাধ্যমে মহাকাশ কেন্দ্র থেকে বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে এটি প্রাকৃতিক উপায়ে পিলার গুলো তৈরি নয়।

(সংগৃহিত )

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

রোহান খান বলেছেন: খুব সুন্দর পোস্ট। হাওয়া আলাইহি সালামের ব্যাপারেও বিস্তারিত জানতে চাই। পিলাস...

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

পুকুরপাড় বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

ছািব্বর বলেছেন: পড়ে ভালো লাগল । এমন পোষ্ট আরো আশা করি ।

৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

মুহামমদল হািবব বলেছেন: খুব সুন্দর পোস্ট। হাওয়া আলাইহি সালামের ব্যাপারেও বিস্তারিত জানতে চাই। পিলাস তাও ডাবল। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

পুকুরপাড় বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

খেয়া ঘাট বলেছেন: একটি পায়ের ছাপ রয়েছে যা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বায় এবং ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ -সুবহানাল্লাহ।

উনি একা একাই কিভাবে সেতু তৈরি করেছিলেন? আর উনি যদি জান্নাত থেকে সরাসরি আল্লাহর হুকুমে পৃথিবীতে এসেই থাকেন, তবে আল্লাহর কুদরতে উনিতো সেতু পার না হয়েও আরাফাতে চলে আসতে পারেন, তাই না?

পোস্টটির জন্য ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

পুকুরপাড় বলেছেন: আল্লাহর হিকমত বোঝা বড় দায় ।
নবী রাসুল উনারা সব কিছুই করতে পারেন । উম্মতকে শিক্কজা দেওয়ার জন্য উনারা আল্লার নির্দেশে করেছেন ।

৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

নর্থপোল বলেছেন: নাসা তাদের Satellite Space Imaging Technology এর মাধ্যমে মহাকাশ কেন্দ্র থেকে বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে এটি প্রাকৃতিক উপায়ে পিলার গুলো তৈরি নয়

এই তথ্য কোই পাইলেন ভাইজান?

৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭

নতুন বলেছেন: আমাদের পা লম্বায় ১০/১২ইন্চি...=== যারা ৫.৭ ইন্চি লম্বা....

সেই অনুপাতে আদম আ: প্রায় ৩৭ফুট এর মতন লম্বা হওয়াই সাভাবিক...

৩৭ ফুট লম্বা মানুষের জন্য ১৮ মাইল সাতার দিয়ে পারহওয়া তো জটিল কিছু না....

১৮মাইল লম্বা সেতু বানানোর চেয়ে ১৮ মাইল সাতরে পার হওয়াই তো বুদ্ধিমানের কাজ...


উপরের কাহিনি পুরাই গল্প... এইরকমের কাহিনির সবাই তাদেরটাই সত্য দাবি করে... :)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

পুকুরপাড় বলেছেন: আল্লাহর হিকমত বোঝা বড় দায় ।
নবী রাসুল উনারা সব কিছুই করতে পারেন । উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনারা আল্লার নির্দেশে করেছেন ।

৭| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮

নতুন বলেছেন: *** আমাদের পা লম্বায় ১০/১২ইন্চি...=== তারা সাড়ে ৫ থেকে ৬ ফুট লম্বা....

৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: আল্লাহর হিকমত বোঝা বড় দায় ।
নবী রাসুল উনারা সব কিছুই করতে পারেন । উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনারা আল্লার নির্দেশে করেছেন ।


শ্রীলংকায় কাহিনিটা পুরাই গল্প.... তার সাথে অলোকিকতার প্রমান পাইলেন কোথায়???

সাড়ে ৫ফুট পা হলে মানুষটা কত বড় হতে হবে??

তাহলে তিনি কি খাবেন? ৪০ফুল লম্বা মানুষ কি বত`মান আকারের চাল/ডাল/ফলমুল এসব খেতে পারতো???

ঐ পাথরের কাব`ন ডেটিং করতে বলুন কেউই রাজি হবে না.... ( তাতে পাথরের বয়স বোঝাযাবে... )

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

সকাল>সন্ধা বলেছেন: @নর্থপোল: জানতে চাইলে এই খানে দেখেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.