![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন পুলিশ কর্মকর্তা সস্ত্রিক খুন হয়েছেন তারেই মেয়ের হাতে । একজন পুলিশ কর্মকর্তার আয়ের উৎস নিয়ে কথা বলার নতুন কিছু নেই । কিন্তু চিন্তা করার বিষয় রয়ে গেছে ।
যারা হারাম কামাই করে তা যে উপায়েই হোক সুদ হোক, ঘুষ হোক , ওজনে কম দেওয়া হোক , ব্যবসায় ঘাপলা করা হোক তাদের কোন ইবাদত কবুল হয়না । কারন ইবাদত কবুল হইবার শর্ত হইল হালাল রিজিক । কিন্তু আজ সমাজে কতজন হালাল খায় ?
আমাদের সমাজে অনেকেই আছেন যারা নামাজ পড়েন , রোজা করেন অর্থাৎ ধর্মের সবকিছু পালন করেন কিন্তু দেখা যায় ইবাদত কবুল হইবার শর্ত যে হালাল রিজিক তা জানেনা । যার ফলে দেখা যায় তারা হালাল -হারামের তোয়াক্কা করেনা ।
যার ফলে কি হয় ? হয় এরা নিজেরা অশান্তিতে থাকে তা না হয় এদের পারিবারিক ঝামেলা লাইগাই থাকে আর না হয় এদের সন্তান হয় কুসন্তান ।
আবার এর সাথে যদি যোগ হয় নিজ কালচার বাদ দিয়ে বিজাতীয় কালচারে অভ্যস্ত হওয়া তাহলে তো সোনায় সোহাগা । তখন কে এই সন্তানদের খারাপ হওয়া থেকে রোখাবে ?
আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি হালাল রিজিক গ্রহন করতে হইবে । তা না হলে সারা দুনিয়ার মালিক হয়েও অসুখি হয়ে যিন্দেগী কেটে যাবে ।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০
পুকুরপাড় বলেছেন: তা অবশ্যই । আমাদের ইহা বিশ্বাস করতে হইবে কিন্তু তিনি তো সবকিছু বলে দিয়েছেন ।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
ছািব্বর বলেছেন: পুলিশ কর্মকর্তা স্বস্ত্রীক খুন: মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবেন, আর একটু উগ্রতা সহ্য করবেন না, এটা কি হয়?
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
পুকুরপাড় বলেছেন: ভাবার বিষয় ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এম আর ইকবাল বলেছেন: আমাদের সমাজে সম্পুন্ন হালাল উপাজন করে এমন মানুষ কত % পাবেন ?
একজন সরকারী চাকরিজীবি, যে কখন ঘুয খায় না. সে কিন্তু কাজ ফাকি দেয় । যে দৈনিক মজুর যার ঘুষ খাবার জায়গা নেই, সে তার কাজটা ঠিকমত করে না । যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় করা , সে টা হালাল রুজিতে পড়ে না ।সে হিসাবে ভিক্ষার রুজি হয়ত হালাল, তবে তা ধর্ম সম্বথন করে কিনা জানিনা ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩
পুকুরপাড় বলেছেন: চাইলে করা যায় ভাই । দুনিয়ার বিবেচনায় কষ্ট হইবে সত্য কিন্তু বরকত আছে ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮
রোজেল০০৭ বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না।তাদের সন্তান রা আল্লাহর হুকুমেই তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। তাদের সন্তানদের এ ক্ষেত্রে কোনো দোষ দেওয়া উচিত হবে না।
আর আল্লাহ অসীম দয়ালু। একজন পতিতা যদি কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা পেতে পারে, বান্দা ইবাদত বন্দেগী করে, ক্ষমা চাইলে ,মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন।
শুধু মাত্র শিরকের কোনো ক্ষমা নেই। আর তাই বলে আমি এ কথা বলছি না যে আপনি যে্রে।শুনে বাকি সব গুনাহর কাজ করে যাবেন, ক্ষমা পাবার আশা করে।
হালাল রিযিক অবশ্যই ইবাদত কবুল হওয়ার শর্ত কিন্ত আপনি যে ভাবে ব্য্যখ্যা করলেন তার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না বলে আমি দুঃখিত।
আশা করব আমার যুক্তিগুলোকে ব্যাক্তিগত আক্রমনের চোখে দেখবেন না।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
পুকুরপাড় বলেছেন: আপনি যা বলেছেন তা ঠিক আছে । আল্লাহ পাক যে কাউকে ক্ষমা করে দিতে পারেন । আমি যা বলেছি তা আমার কথা নয় ভাই । আমাদের সাবধান হওয়া উচিত ।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: অসম্ভব কিছু অপ্রিয় সত্যি কথা বলে দিলেন ..
পাপ করলে তার শাস্তি এ দুনিয়াতেই পেয়ে যেতে হয়
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
পুকুরপাড় বলেছেন: কথা সত্যি ।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
ঢাকাবাসী বলেছেন: বর্তমান বিশ্বে টোটাল হালাল রোজগেরে মানুষ নেই বললেই চলে। তারা সবাই কি খারাপ আছে বা কষ্টে আছে? না।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
পুকুরপাড় বলেছেন: কষ্টেই আছে ।
বাহ্যিক মনে হইতে পারে কিন্তু অন্তরে শান্তি নাই ।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪
মেঘ_বালিকা বলেছেন: বুঝলেন কি করে তারা হারাম কামাই করত? মৃত্যর আগে আপনাকে এসে বলে গেছে বুঝি!! একজন মৃত মানুষ কে নিয়ে বাজে কমেন্ট করার আগে ভেবে বলা উচিত। তাকে বা তার পরিবার কে জাজ করার আপনি কে? আপনি মারা গেলে আপনাকে নিয়ে মানুষ বাজে কথা বললে বা এভাবে ঢাক ঢোল পিটিয়ে ব্লগে ফ্যামিলি নিয়ে মন্তব্য করলে ভাল লাগবে খুব? আপনি তো জানেন না আপনার ভবিষ্যত কাল আপনার জীবনে কি ঘটবে বলতে পারেন? নিজেকে নিয়ে ভাবুন অন্যকে নিয়ে ভেবে রাতের ঘুম হারাম না করলেও চলবে।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
পুকুরপাড় বলেছেন: আমি উনাদের কামাই নিয়ে কথা বলেছি কি ?
উনাদের মৃত্যু নিয়েও কিছু বলি নাই ।
এখানে আমি সন্তানদের আচরনের কারন উল্লেখ করেছি ।
আশা করি বুঝেছেন
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
মুগ্ধ মাহি বলেছেন: ইহা একান্ত ভুল ধারনা ।
আমিও আগে এটাই ভাবতাম কিন্তু এখন মনে হয় যে মা-বাবা হারাম কামাই করে তারা কি সুখি মানুষ ? কিম্বা তাদের সন্তানেরা
ডাহা মিছা কথা তা না হলে ,
১। ঢাকা শহরে হাজার হাজার বাড়ির মালিক অবৈধ ভাবে জমি-বাড়ির মালিক হয়েছে তারা সবাই কি খুব খারাপ আছে বা তাদের সন্তানেরা কি সবাই বখে যাওয়া আর খারাপ ?
২।দরবেশ বাবা বলেন আর সুবহান বলেন আর মুসা বিন শমসের বলেন এরা কি কম সুখে আছে ? এদের ছেলে-মেয়ে বিদেশের নামকরা ভার্সিটিতে পড়ে নাই ?
৩। সব রাজনীতিতাকাজীবনে কোন না কোন সময়ে বা সারাজীবন অবৈধ টাকা ইনকাম করে। এরাই আবার দেশ কাঁপিয়ে ঘুরে। হালাল ই্নকাম কারি এদের ভঁয়ে চুপসে থাকে।
বুঝলেন কি করে তারা হারাম কামাই করত? মৃত্যর আগে আপনাকে এসে বলে গেছে বুঝি!! একজন মৃত মানুষ কে নিয়ে বাজে কমেন্ট করার আগে ভেবে বলা উচিত।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
পুকুরপাড় বলেছেন: আপনি তাদের বাইরের দিকের কথা বলেছেন ভিতরের কথা বলেন নাই । আমাদের দেশের রিহাব কেন্দ্রগুলোতে খোজ নিয়েন ।
আমার অভিজ্ঞতা থেকে আমি লিখেছি ।
আর হ্যা উনাদের নিয়ে আমি কিছু বলেছি কি ?
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: মেঘ_বালিকার সাথে একমত।
১০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই ইলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে কি পরিমান টাকা লাগে জানেন তো??
একজন সরকারি চাকুরি জীবির শুধু বেতন দিয়ে তা অসম্ভাব নয় কি?
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০
পুকুরপাড় বলেছেন: স্বাভাবিক প্রশ্ন করেছেন ।
১১| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
আহলান বলেছেন: হারাম বস্তুর খারাপ প্রভাব অবশ্যই আছে
.... কেউ মানুক আর না মানুক
...
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫
পুকুরপাড় বলেছেন: উহা মানতেই হইবে ।
১২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনে কি সুখে আছেন?
আপনি কি করেন পেট চালানোর জন্য একটু বলবেন কি?
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭
পুকুরপাড় বলেছেন: আল্লাহ পাক আমায় ভালোই রেখেছেন । আর যাই করি হারাম কামাই করিনা। আয় কম করি কিন্তু হালাল কামাই করি
১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
নিষ্কর্মা বলেছেন: প্রশ্নটা হল একজন পুলিশের ইন্সপেক্টর কত টাকা বেতন পান? সেই টাকায় চামেলিবাগের মত জায়গায় থাকা এবং মেয়ের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য কত টাকা এই বাজারে প্রয়োজন, তা কি কেউ বলতে পারবেন?
আমি এক পুলিশের ওসি সাহেবের বাসায় ভাড়া থাকতাম এক কালে। উনার স্ত্রী বলতেন যে বাসা বাড়ী সব নাকি উনার বাবার টাকায় করা, ওসি সাহেব না কি এক পয়সাও ঘুষ খায় না। আমি ওসি সাহেবের শ্বশুর বাড়ির কাউকে দেখি নাই, জানিও না উনারা কত ধনী। কিন্তু মহিলার গল্পের ভেতরে মাঝে মাঝেই কিছু ফাঁক পেতাম, ধরলে উনি লজ্জা পেতেন।
তাই অবৈধ কামাইয়ের জন্য কাউকে দোষ দেবার আগে আমাদের আরো অনেক কিছুই দেখা উচিৎ। শুধু চিন্তা করে দেখেন, সরকার যদি ইংলিশ মিডিয়াম স্কুলের অনুমতি দেওয়ার আগে সরকারি স্কুলগুলোর মান ইংলিশ মিডিয়াম স্কুলের সমান করতে পারত, সরকারি কর্মচারীদের যদি উচ্চ বেতন ও ভাতা দেওয়া হত, তা হলে মনে হয় আমাদের সমাজের চেহারা অনেক বদলে যেত।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
পুকুরপাড় বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নীলতিমি বলেছেন: আল্লাহই সব ভালো জানেন !